ETV Bharat / city

বৃষ্টি আর ভরা কোটালের যুগলবন্দিতে বিপর্যয়ের আশঙ্কা, উত্তরবঙ্গ সফর স্থগিত মুখ্যমন্ত্রীর

লাগাতার বৃষ্টি এবং আগামী 26 জুনের ভরা কোটালের কথা মাথায় রেখে উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনটাই জানালেন শিলিগুড়ি পৌরনিগমের মুখ্য় প্রশাসক গৌতম দেব ৷

the-chief-minister-mamata-banerjees-visit-to-north-bengal-has-been-postponed-due-to-possible-natural-calamities
প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় উত্তরবঙ্গ সফর স্থগিত মুখ্যমন্ত্রীর, জানালেন গৌতম দেব
author img

By

Published : Jun 17, 2021, 7:20 PM IST

শিলিগুড়ি, 18 জুন : দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) ৷ এমনটাই জানালেন শিলিগুড়ি পৌরনিগমের মুখ্য প্রশাসক গৌতম দেব ৷ আগামী 21 জুন মমতার প্রশাসনিক বৈঠকে শিলিগুড়ি যাওয়ার কথা ছিল ৷ আজ গৌতম দেবকে ফোনে এ কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রসঙ্গত, আগামী 26 জুন ভরা কোটাল রয়েছে ৷ ফলে দক্ষিণবঙ্গের নদীগুলিতে জলচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে ৷ সেই সঙ্গে বর্ষার কারণে জলস্তর অনেকটাই বাড়তে পারে ৷

তৃতীয়বার সরকার গঠনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ যেখানে শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করার কথা ছিল তাঁর ৷ কিন্তু রাজ্যে, বিশেষ করে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা ভাবাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ৷ আর সেই কারণে 21-26 জুন পর্যন্ত 5 দিনের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনটাই জানালেন শিলিগুড়ি পৌরনিগমের মুখ্য় প্রশাসক গৌতম দেব ৷ তাঁর কথায়, ভরা কোটাল এবং বর্ষা এই দু’য়ের জেরে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ৷ তাই মুখ্য়মন্ত্রী তাঁকে ফোন করে সফর আপাতত স্থগিত রাখার কথা জানিয়েছেন ৷ পরিস্থিতি স্বাভাবিক হলে মুখ্য়মন্ত্রী উত্তরবঙ্গ সফরে যাবেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : দ্বিগুণ হচ্ছে কৃষকবন্ধু-র প্রাপ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

তবে, শুধু দক্ষিণবঙ্গ নয়, 26 তারিখের ভরা কোটালে উত্তরবঙ্গের নদীগুলিতেও জলচ্ছ্বাস থাকবে ৷ ইতিমধ্যে লাগাতার বৃষ্টির জেরে কয়েকটি নদীর জলস্তর অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন গৌতম দেব ৷

আরও পড়ুন : mamata banerjee : বাংলায় ভোটের পর কোনও রাজনৈতিক হিংসা হয়নি, দাবি মমতার

তিনি আরও জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখতে নবান্ন ছেড়ে এই মুহূর্তে কোথাও যাবেন না মুখ্য়মন্ত্রী ৷ সেই সঙ্গে রাজ্যে করোনা পরিস্থিতি বর্তমানে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে ৷ সংক্রমণ আগের থেকে অনেকটাই কমেছে ৷ আর এর আসল কারণ গত 15 মে থেকে রাজ্যে শুরু হওয়া করোনা সংক্রান্ত বিধিনিষেধ ৷ তবে পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায় সেই দিকেও নজর রাখছেন মুখ্য়মন্ত্রী ৷ তাই দুই পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত উত্তরবঙ্গ সফর স্থগিত রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : দলত্যাগ ঠেকাতেই কি রাষ্ট্রপতি শাসনের ফাঁপা হুঙ্কার ?

শিলিগুড়ি, 18 জুন : দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) ৷ এমনটাই জানালেন শিলিগুড়ি পৌরনিগমের মুখ্য প্রশাসক গৌতম দেব ৷ আগামী 21 জুন মমতার প্রশাসনিক বৈঠকে শিলিগুড়ি যাওয়ার কথা ছিল ৷ আজ গৌতম দেবকে ফোনে এ কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রসঙ্গত, আগামী 26 জুন ভরা কোটাল রয়েছে ৷ ফলে দক্ষিণবঙ্গের নদীগুলিতে জলচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে ৷ সেই সঙ্গে বর্ষার কারণে জলস্তর অনেকটাই বাড়তে পারে ৷

তৃতীয়বার সরকার গঠনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ যেখানে শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করার কথা ছিল তাঁর ৷ কিন্তু রাজ্যে, বিশেষ করে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা ভাবাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ৷ আর সেই কারণে 21-26 জুন পর্যন্ত 5 দিনের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনটাই জানালেন শিলিগুড়ি পৌরনিগমের মুখ্য় প্রশাসক গৌতম দেব ৷ তাঁর কথায়, ভরা কোটাল এবং বর্ষা এই দু’য়ের জেরে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ৷ তাই মুখ্য়মন্ত্রী তাঁকে ফোন করে সফর আপাতত স্থগিত রাখার কথা জানিয়েছেন ৷ পরিস্থিতি স্বাভাবিক হলে মুখ্য়মন্ত্রী উত্তরবঙ্গ সফরে যাবেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : দ্বিগুণ হচ্ছে কৃষকবন্ধু-র প্রাপ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

তবে, শুধু দক্ষিণবঙ্গ নয়, 26 তারিখের ভরা কোটালে উত্তরবঙ্গের নদীগুলিতেও জলচ্ছ্বাস থাকবে ৷ ইতিমধ্যে লাগাতার বৃষ্টির জেরে কয়েকটি নদীর জলস্তর অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন গৌতম দেব ৷

আরও পড়ুন : mamata banerjee : বাংলায় ভোটের পর কোনও রাজনৈতিক হিংসা হয়নি, দাবি মমতার

তিনি আরও জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখতে নবান্ন ছেড়ে এই মুহূর্তে কোথাও যাবেন না মুখ্য়মন্ত্রী ৷ সেই সঙ্গে রাজ্যে করোনা পরিস্থিতি বর্তমানে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে ৷ সংক্রমণ আগের থেকে অনেকটাই কমেছে ৷ আর এর আসল কারণ গত 15 মে থেকে রাজ্যে শুরু হওয়া করোনা সংক্রান্ত বিধিনিষেধ ৷ তবে পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায় সেই দিকেও নজর রাখছেন মুখ্য়মন্ত্রী ৷ তাই দুই পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত উত্তরবঙ্গ সফর স্থগিত রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : দলত্যাগ ঠেকাতেই কি রাষ্ট্রপতি শাসনের ফাঁপা হুঙ্কার ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.