শিলিগুড়ি, 4 সেপ্টেম্বর : কোরোনা সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ৷ এই কোরোনা আবহে নার্সিংহোমের অ্যাম্বুলেন্সগুলির চালক অতিরিক্ত ভাড়ার দাবি করছে বলে অনেকদিন ধরেই অভিযোগ উঠছে ৷ এবার সেই বিষয়ে নার্সিংহোমগুলিকে সতর্ক করে দিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ কর্তারা ৷ বৃহস্পতিবার উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় কোরোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয় ৷
কোরোনা পরিস্থিতিতে বহু জায়গায় অ্যাম্বুলেন্স চালকরা অতিরিক্ত ভাড়ার দাবি করছে ৷ যা সাধারণ মানুষকে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে ৷ সাধারণ মানুষ তার প্রতিবাদও করছে ৷ চালকদের নির্ধারিত ভাড়া বেঁধে দেওয়া হয়েছে ৷ তারপরও অতিরিক্ত ভাড়া নিচ্ছে তারা ৷
উত্তরবঙ্গের কোরোনা পরিস্থিতি নিয়ে বৈঠকের পর রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, "সাধারণ মানুষকে কোরোনা পরিস্থিতির পাশাপাশি এই অ্যাম্বুলেন্স-সহ নার্সিংহোমের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আরও বেশি সচেতন হতে হবে ৷"
তিনি আরও বলেন, "উত্তরের প্রতিটি জেলার কোরোনা পরিস্থিতি যাচাই করা হয়েছে ৷ প্রত্যেক জেলার সরকারি হাসপাতালে খুব ভালো চিকিৎসা চলছে ৷ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট জোরকদমে চলায় সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস (SARI) হাসপাতালের প্রয়োজন পড়ছে না ৷"
এদিন উত্তরকন্যায় কালিম্পং জেলা প্রশাসনিক অধিকর্তা, স্বাস্থ্য দপ্তর, GTA আধিকারিকদের সঙ্গে বৈঠক সারেন অজয় চক্রবর্তী, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য এবং ন্যাশনাল হেলথ মিশনের ডিরেক্টর সৌমিত্র মোহন ৷