ETV Bharat / city

বাই বাই শিলিগুড়ি, কলকাতায় পাড়ি স্নেহাশিসের - park

শিলিগুড়ি থেকে কলকাতায় পাড়ি দিল রয়্যাল বেঙ্গল টাইগার স্নেহাশিস।

স্নেহাশিস
author img

By

Published : Mar 14, 2019, 6:10 AM IST

শিলিগুড়ি, ১২ মার্চ : অবশেষে কলকাতা পাড়ি দিল স্নেহাশিস। শিলিগুড়ি সাফারি পার্ক থেকে গতকাল দুপুরে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয় এই রয়েল বেঙ্গল টাইগারকে। আপাতত বেঙ্গল সাফারিতে রইল বিভান ও শিলা। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, শিলা তার দুই সন্তানকে নিয়ে ব্যস্ত। তাই টাইগার সাফারির দায়িত্ব সামলাবে বিভান।

গতকাল বিশেষ খাঁচায় করে সড়কপথে নিয়ে যাওয়া হয় স্নেহাশিসকে। একাধিক মহিলা বাঘের সন্তান প্রজননের জন্য স্নেহাশিসকে নিয়ে যাওয়া হয়। খাঁচায় বাধ্য ছেলের মতো ঢুকেও যায় স্নেহাশিষ। জল খাওয়ানো হয়। এরপরই যাত্রা শুরু হয় তার। আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিস সামন্ত বলেন, "আমাদের কাছে পুরুষ বাঘ আছে। কিন্তু, প্রজননের ক্ষেত্রে সন্তানের জিনগত বৈচিত্র ধরে রাখতে হয়। অন্য পুরুষ বাঘের খোঁজ করতে গিয়ে স্নেহশিসের কথা আমাদের মাথায় আসে। আপাতত কলকাতা চিড়িয়াখানায় রয়েছে সাদা বাঘ বিশাল। এছাড়া রয়েছে ওড়িশার ঋষি। রয়েছে সুন্দরবন থেকে উদ্ধার হওয়া রাজা। এছাড়াও আরও একটি পুরুষ বাঘ আছে। কিন্তু, পায়েলকে মনে ধরেনি বিশালের। রূপার কাছেই ঘুরঘুর করত সে। কিন্তু, জিনগত বৈচিত্র এই সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছে। রূপার জন্য ঋষিকে আনা হলেও রূপাকে ঋষি পছন্দ করেনি। অন্য এক বাঘিনি রানির জন্য সুন্দরবন থেকে আটক রাজাকে ভাবা হলেও তাদের প্রেম জমে ওঠেনি। অন্য পুরুষ বাঘেরও প্রেমে মন নেই।"

আশিসবাবু আরও বলেন, "পায়েলের বয়স মাত্র ন'বছর। রূপার একটু বেশি। আমাদের কাছে থাকা পুরুষ বাঘ দিয়ে প্রজনন ঘটাতে পারছি না। তাই স্নেহাশিসকে পছন্দ করেছি আমরা। এবার ওদের নিজেদের মধ্যে ভালোবাসা জন্মাবে বলেই আশা করছি।"

শিলিগুড়ি, ১২ মার্চ : অবশেষে কলকাতা পাড়ি দিল স্নেহাশিস। শিলিগুড়ি সাফারি পার্ক থেকে গতকাল দুপুরে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয় এই রয়েল বেঙ্গল টাইগারকে। আপাতত বেঙ্গল সাফারিতে রইল বিভান ও শিলা। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, শিলা তার দুই সন্তানকে নিয়ে ব্যস্ত। তাই টাইগার সাফারির দায়িত্ব সামলাবে বিভান।

গতকাল বিশেষ খাঁচায় করে সড়কপথে নিয়ে যাওয়া হয় স্নেহাশিসকে। একাধিক মহিলা বাঘের সন্তান প্রজননের জন্য স্নেহাশিসকে নিয়ে যাওয়া হয়। খাঁচায় বাধ্য ছেলের মতো ঢুকেও যায় স্নেহাশিষ। জল খাওয়ানো হয়। এরপরই যাত্রা শুরু হয় তার। আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিস সামন্ত বলেন, "আমাদের কাছে পুরুষ বাঘ আছে। কিন্তু, প্রজননের ক্ষেত্রে সন্তানের জিনগত বৈচিত্র ধরে রাখতে হয়। অন্য পুরুষ বাঘের খোঁজ করতে গিয়ে স্নেহশিসের কথা আমাদের মাথায় আসে। আপাতত কলকাতা চিড়িয়াখানায় রয়েছে সাদা বাঘ বিশাল। এছাড়া রয়েছে ওড়িশার ঋষি। রয়েছে সুন্দরবন থেকে উদ্ধার হওয়া রাজা। এছাড়াও আরও একটি পুরুষ বাঘ আছে। কিন্তু, পায়েলকে মনে ধরেনি বিশালের। রূপার কাছেই ঘুরঘুর করত সে। কিন্তু, জিনগত বৈচিত্র এই সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছে। রূপার জন্য ঋষিকে আনা হলেও রূপাকে ঋষি পছন্দ করেনি। অন্য এক বাঘিনি রানির জন্য সুন্দরবন থেকে আটক রাজাকে ভাবা হলেও তাদের প্রেম জমে ওঠেনি। অন্য পুরুষ বাঘেরও প্রেমে মন নেই।"

আশিসবাবু আরও বলেন, "পায়েলের বয়স মাত্র ন'বছর। রূপার একটু বেশি। আমাদের কাছে থাকা পুরুষ বাঘ দিয়ে প্রজনন ঘটাতে পারছি না। তাই স্নেহাশিসকে পছন্দ করেছি আমরা। এবার ওদের নিজেদের মধ্যে ভালোবাসা জন্মাবে বলেই আশা করছি।"

Intro:কলকাতা বন্দরে টি পার্কের প্রস্তাব বণিক সভার

শিলিগুড়িতে কলকাতা বন্দর কর্তৃপক্ষ এবং বনিকসভা সি আই আই এর তরফে আলোচনা সভায় চা শিল্পের প্রসারে রাজ্যে একটি টি হাব গড়ে তুলতে বন্দর কর্তৃপক্ষকে প্রস্তাব দিল বনিকসভা।

কলকাতা ও হলদিয়া বন্দরের ব্যবহারের মাধ্যমে বিদেশে পণ্য রপ্তানি সুযোগসুবিধা শিল্পপতিদের কাছে তুলে ধরতে এদিন শিলিগুড়িতে শিল্পপতিদের সঙ্গে আলোচনায় বসেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ভিনিত কুমার। সি আই আই এর তরফে প্রাক্তন চেয়ারম্যান নরেশ আগরওয়াল প্রস্তাব দেন উত্তরবঙ্গের চা শিল্পের প্রসারে বন্দরকে কেন্দ্র করে একটি টি হাব গড়ে তোলা হোক।
বন্দর কর্তৃপক্ষের তরফে চেয়ারম্যান ভিনিত গোয়েল বলেন এই মুহূর্তে পাশকুড়ায় তাদের হাতে 40 থেকে 50 একর জমি রয়েছে। সেখানে টি হবে গড়ে তোলা যেতে পারে। এখন নির্বাচন পর্ব চলছে। তাই প্রস্তাব নিয়ে কিছু বলা যাবে না। তবে প্রস্তাব নিয়ে ভারতীয় চা পর্ষদের সঙ্গে আলোচনা করব। ভোট মিটলে আমরা সদর্থক পদক্ষেপ নেব।


Body:।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.