ETV Bharat / city

Goutam Deb : বিক্ষুব্ধ নির্দল প্রার্থীদের দলে ফিরে আসার আর্জি শিলিগুড়ির মেয়রের

শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে বিক্ষুব্ধরা নির্দল প্রার্থী হতেই ড্যামেজ কন্ট্রোলে নামলেন মেয়র গৌতম দেব (Goutam Deb)। ফাঁসিদেওয়া এলাকায় বিক্ষুদ্ধদের মনোনয়ন প্রত্যাহার করে দলে ফিরে আসার বার্তা মেয়রের ।

Siliguri mayor urges candidates to return to party
Goutam Deb
author img

By

Published : Jun 2, 2022, 10:00 PM IST

দার্জিলিং, 2 জুন : নির্বাচনে বিক্ষুদ্ধরা নির্দল প্রার্থী হওয়ায় এবার ড্যামেজ কন্ট্রোল করতে ময়দানে নামলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । যেসব বিক্ষুব্ধ নেতারা শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের টিকিট না পেয়ে নির্দল হিসাবে মনোনয়ন জমা করেছে, তাদের মনোনয়ন প্রত্যাহার করে দলের মূল স্রোতে ফিরে আসার আবেদন রাখলেন তিনি (Siliguri mayor urges candidates to return to party)। আর যারা দলের বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে দল কড়া পদক্ষেপ করবে বলেও সাফ হুশিয়ারি দেন গৌতম দেব ।

বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে ফাঁসিদেওয়ার জালাস নিজামতারা আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আইনুল হকের হয়ে প্রচারে যান মেয়র গৌতম দেব (goutam deb in campaign)। ফাঁসিদেওয়ার চটহাটে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে আইনুল হকের সমর্থনে একটি মিছিলের পাশাপাশি কর্মী সভাও করেন তিনি । আর কর্মী সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান গৌতম দেব ।

প্রসঙ্গত, আইনুল হককে জালাস নিজামতারা আসন থেকে মহকুমা পরিষদের টিকিট দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস । আর ওই আসনে টিকিট না পেয়ে ক্ষোভে তারই ভাইপো তথা ফাঁসিদেওয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আখতার আলি দল থেকে পদত্যাগ করে নির্দল হিসাবে মনোনয়ন জমা করেছেন । শুধু তাই নয় । আখতার আলি-সহ যুব তৃণমূল কংগ্রেসের ওই ব্লকের অন্যান্য শাখা সংগঠনের একাধিক পদাধীকারি, কর্মী সমর্থকরা দলত্যাগ করে নির্দল হিসাবে মনোনয়ন জমা করে প্রতিদ্বন্দ্বিতা করছে । এতে অস্বস্তিতে পরেছে শাসকদল ।

তৃণমূল কংগ্রেস প্রার্থী আইনুল হকের হয়ে প্রচারে মেয়র গৌতম দেব

আরও পড়ুন : GTA Election 2022 : মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী বিনয় তামাং

ওই ঘটনার পরই এদিন সেই এলাকায় গিয়ে আইনুল হকের সমর্থনে প্রচার করেন গৌতম দেব । প্রচার শেষে গৌতম দেব বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে সবাই লড়াইয়ে নেমেছে । যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়ন দিয়েছে, তারা প্রত্যাহার করুক । দলের মূল স্রোতে ফিরে আসুক । দল সবার কার্যক্রম বিশ্লেষণ করে । তার জন্য একটি বিশেষ সেল আছে । যার যা কাজ সেই মতো দল দায়িত্ব দেবে । তা না হলে দল পদক্ষেপ করবে । গতবার ওই আসনে তৃণমূল কংগ্রেস পাঁচ হাজার ভোটে জিতেছিল । এবার দশ হাজার ভোটে জিতবে ।"

দার্জিলিং, 2 জুন : নির্বাচনে বিক্ষুদ্ধরা নির্দল প্রার্থী হওয়ায় এবার ড্যামেজ কন্ট্রোল করতে ময়দানে নামলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । যেসব বিক্ষুব্ধ নেতারা শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের টিকিট না পেয়ে নির্দল হিসাবে মনোনয়ন জমা করেছে, তাদের মনোনয়ন প্রত্যাহার করে দলের মূল স্রোতে ফিরে আসার আবেদন রাখলেন তিনি (Siliguri mayor urges candidates to return to party)। আর যারা দলের বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে দল কড়া পদক্ষেপ করবে বলেও সাফ হুশিয়ারি দেন গৌতম দেব ।

বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে ফাঁসিদেওয়ার জালাস নিজামতারা আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আইনুল হকের হয়ে প্রচারে যান মেয়র গৌতম দেব (goutam deb in campaign)। ফাঁসিদেওয়ার চটহাটে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে আইনুল হকের সমর্থনে একটি মিছিলের পাশাপাশি কর্মী সভাও করেন তিনি । আর কর্মী সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান গৌতম দেব ।

প্রসঙ্গত, আইনুল হককে জালাস নিজামতারা আসন থেকে মহকুমা পরিষদের টিকিট দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস । আর ওই আসনে টিকিট না পেয়ে ক্ষোভে তারই ভাইপো তথা ফাঁসিদেওয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আখতার আলি দল থেকে পদত্যাগ করে নির্দল হিসাবে মনোনয়ন জমা করেছেন । শুধু তাই নয় । আখতার আলি-সহ যুব তৃণমূল কংগ্রেসের ওই ব্লকের অন্যান্য শাখা সংগঠনের একাধিক পদাধীকারি, কর্মী সমর্থকরা দলত্যাগ করে নির্দল হিসাবে মনোনয়ন জমা করে প্রতিদ্বন্দ্বিতা করছে । এতে অস্বস্তিতে পরেছে শাসকদল ।

তৃণমূল কংগ্রেস প্রার্থী আইনুল হকের হয়ে প্রচারে মেয়র গৌতম দেব

আরও পড়ুন : GTA Election 2022 : মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী বিনয় তামাং

ওই ঘটনার পরই এদিন সেই এলাকায় গিয়ে আইনুল হকের সমর্থনে প্রচার করেন গৌতম দেব । প্রচার শেষে গৌতম দেব বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে সবাই লড়াইয়ে নেমেছে । যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়ন দিয়েছে, তারা প্রত্যাহার করুক । দলের মূল স্রোতে ফিরে আসুক । দল সবার কার্যক্রম বিশ্লেষণ করে । তার জন্য একটি বিশেষ সেল আছে । যার যা কাজ সেই মতো দল দায়িত্ব দেবে । তা না হলে দল পদক্ষেপ করবে । গতবার ওই আসনে তৃণমূল কংগ্রেস পাঁচ হাজার ভোটে জিতেছিল । এবার দশ হাজার ভোটে জিতবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.