ETV Bharat / city

বন্ধ শিলিগুড়ি-কলকাতা বিমান পরিষেবা - postponed

পশ্চিমবঙ্গেও আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণী । তাই যাত্রী নিরাপত্তার স্বার্থে শিলিগুড়ি-কলকাতা বিমান পরিষেবা বন্ধ করল বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ ।

বাগডোগরা বিমানবন্দর
author img

By

Published : May 3, 2019, 10:50 PM IST

শিলিগুড়ি, 3 মে : ওড়িশায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণী । পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়েছে । তাই যাত্রী নিরাপত্তার স্বার্থে শিলিগুড়ি-কলকাতা বিমান পরিষেবা বন্ধ করল বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ । বাতিল করা হয়েছে ছয়টি বিমান । যদিও দিল্লি, গুয়াহাটিসহ অন্য রাজ্যের সঙ্গে শিলিগুড়ির বিমান পরিষেবা স্বাভাবিক রয়েছে ।

আজ সকালের পর থেকেই শিলিগুড়ি-কলকাতা বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ । বিমানবন্দরের নির্দেশক পি সুব্রহ্মণিয়ম বলেন, কলকাতার সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। মোট ছয়টি বিমান বাতিল করা হয়েছে। আগামীকাল পরিষেবা স্বাভাবিক হবে কি না তা এখনই স্পষ্ট নয়।

শিলিগুড়ি, 3 মে : ওড়িশায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণী । পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়েছে । তাই যাত্রী নিরাপত্তার স্বার্থে শিলিগুড়ি-কলকাতা বিমান পরিষেবা বন্ধ করল বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ । বাতিল করা হয়েছে ছয়টি বিমান । যদিও দিল্লি, গুয়াহাটিসহ অন্য রাজ্যের সঙ্গে শিলিগুড়ির বিমান পরিষেবা স্বাভাবিক রয়েছে ।

আজ সকালের পর থেকেই শিলিগুড়ি-কলকাতা বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ । বিমানবন্দরের নির্দেশক পি সুব্রহ্মণিয়ম বলেন, কলকাতার সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। মোট ছয়টি বিমান বাতিল করা হয়েছে। আগামীকাল পরিষেবা স্বাভাবিক হবে কি না তা এখনই স্পষ্ট নয়।

Intro:ফুনীর জেরে শিলিগুড়ি-কলকাতা বিমান পরিসেবা বন্ধ, বাতিল ছয়টি বিমান!

শিলিগুড়ি, ৩ মেঃ ইতিমধ্যে দক্ষিণভারতে প্রভাব পড়েছে ঘূর্নিঝড় ফুনীর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ধেঁয়ে আসছে উত্তরের দিকে। যার দরুণ যাত্রী নিরাপত্তার স্বার্থে কলকাতা শিলিগুড়ি বিমান পরিসেবা পুরোপুরি বাতিল করা হয়েছে। যদিও দিল্লী, গৌহাটি সহ অন্যান্য রাজ্যের সাথে শিলিগুড়ির বিমান পরিসেবা স্বাভাবিক রয়েছে।

এদিন সকালের পর থেকেই এক এক করে বিমান বাতিলের সিদ্ধান্ত নিতে শুরু করে বাগডোগরা বিমানবন্দর কতৃপক্ষ। বেলা বাড়ার সাথে সাথে শিলিগুড়ি কলকাতা যোগাযোগকারী সব কটি বিমান বাতিলের সিদ্ধান্ত নেয় বাগডোগরার বিমানবন্দর কতৃপক্ষ। সেক্ষেত্রে আগামীতে বিমান পরিসেবা কতটা স্বাভাবিক থাকবে তা নিয়ে সংশয়ে রয়েছেন খোদ বিমানবন্দর কতৃপক্ষ।

এবিষয়ে বাগডোগরা বিমানবন্দরের নির্দেশক পি সুব্রমনিয়ম বলেন, কলকাতার সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ এক্কেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। মোট ছয়টি বিমান বাতিল করা হয়েছে। আগামীকাল পরিসেবা স্বাভাবিক হবে কি না তা এখনই স্পষ্ট নয়। তবে অন্যান রাজ্যেত সাথে শিলিগুড়ির যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

Body:WB_DARJ_030519_FIGHT_POSTPONED_NITAI_WB10012Conclusion:.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.