ETV Bharat / city

দেশীয় পর্যটকদের অবাধ বিচরণ সম্ভব সিকিমে, জানাল হিমালয়ান টুরিজ়ম - ভুটান

গতকালই সিকিম সরকার নির্দেশিকা জারি করেছিল । আজ দুপুরে ভুটান সরকার নির্দেশিকা জারি করে । দু’বারই বিদেশি পর্যটকদের আনাগোনা বন্ধ করার কথা স্পষ্ট করা হয় ।

sikkim is open for indian tourists
ভারতীয় পর্যটকদের জন্য খোলা সিকিম ও ভুটান
author img

By

Published : Mar 6, 2020, 7:38 PM IST

Updated : Mar 6, 2020, 11:12 PM IST

শিলিগুড়ি, 6 মার্চ : COVID-19 বা কোরোনা ভাইরাসের আতঙ্কে সিকিম সরকারের তরফে বিদেশি পর্যটকদের আনাগোনায় ইতি টানা হয়েছে সাময়িকভাবে । যদিও এদেশের পর্যটকদের জন্য খোলা রয়েছে সিকিম । আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে জরুরী বৈঠকে করে বেসরকারি পর্যটন সংস্থা হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড টুরিজম নেটওয়ার্কের (HHTDN) সদস্যরা এমনটাই জানালেন । সংস্থার তরফে জানানো হয়, সিকিম ও ভুটান বিদেশি পর্যটকদের জন্য বন্ধ হলেও দার্জিলিং-ডুয়ার্স খোলা আছে । আজও বহু বিদেশি পর্যটককে দার্জিলিং, কালিম্পংসহ ডুয়ার্সে পাঠানো হয়েছে ।

গতকালই সিকিম সরকার নির্দেশিকা জারি করেছিল । আজ দুপুরে ভুটান সরকারও বিদেশি পর্যটকদের অবাধ বিচরণ নিষিদ্ধ করে নির্দেশিকা জারি করে । এর ফলে সমস্যা দেখা দেয় । এদেশের পর্যটকরাও একপ্রকার অস্বস্তিতে পড়ে যান । অনেকেই সিকিমের বুকিং বাতিল করতে উদ্যত হন । পর্যটকদের আশ্বস্ত করতে হিমালয়ান টুরিজমের পক্ষ থেকে আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে জরুরী সাংবাদিক বৈঠক করা হয় ৷ বেসরকারি ওই পর্যটন সংস্থার পক্ষ থেকে তন্ময় গোস্বামী বলেন, ‘‘ভুটান সরকারের ও সিকিম সরকারের সিদ্ধান্তকে স্বাগত । এদেশের পর্যটকদের ক্ষেত্রে সিকিমে ঘুরতে যাওয়ায় কোনও বাধা নেই । সিকিম পুরোপুরিভাবেই খোলা রয়েছে ৷ তবে তুষারপাতের জন্য অল্প কিছু পর্যটন স্থল বন্ধ রয়েছে । বিদেশি পর্যটকদের জন্য ডুয়ার্স, দার্জিলিং ও কালিম্পং খোলা রয়েছে । তবে প্রতি ক্ষেত্রেই নিজেদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ।’’

সিকিমে আবাধ বিচরণ করতে পারবেন দেশীয় পর্যটকরা

শিলিগুড়ি, 6 মার্চ : COVID-19 বা কোরোনা ভাইরাসের আতঙ্কে সিকিম সরকারের তরফে বিদেশি পর্যটকদের আনাগোনায় ইতি টানা হয়েছে সাময়িকভাবে । যদিও এদেশের পর্যটকদের জন্য খোলা রয়েছে সিকিম । আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে জরুরী বৈঠকে করে বেসরকারি পর্যটন সংস্থা হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড টুরিজম নেটওয়ার্কের (HHTDN) সদস্যরা এমনটাই জানালেন । সংস্থার তরফে জানানো হয়, সিকিম ও ভুটান বিদেশি পর্যটকদের জন্য বন্ধ হলেও দার্জিলিং-ডুয়ার্স খোলা আছে । আজও বহু বিদেশি পর্যটককে দার্জিলিং, কালিম্পংসহ ডুয়ার্সে পাঠানো হয়েছে ।

গতকালই সিকিম সরকার নির্দেশিকা জারি করেছিল । আজ দুপুরে ভুটান সরকারও বিদেশি পর্যটকদের অবাধ বিচরণ নিষিদ্ধ করে নির্দেশিকা জারি করে । এর ফলে সমস্যা দেখা দেয় । এদেশের পর্যটকরাও একপ্রকার অস্বস্তিতে পড়ে যান । অনেকেই সিকিমের বুকিং বাতিল করতে উদ্যত হন । পর্যটকদের আশ্বস্ত করতে হিমালয়ান টুরিজমের পক্ষ থেকে আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে জরুরী সাংবাদিক বৈঠক করা হয় ৷ বেসরকারি ওই পর্যটন সংস্থার পক্ষ থেকে তন্ময় গোস্বামী বলেন, ‘‘ভুটান সরকারের ও সিকিম সরকারের সিদ্ধান্তকে স্বাগত । এদেশের পর্যটকদের ক্ষেত্রে সিকিমে ঘুরতে যাওয়ায় কোনও বাধা নেই । সিকিম পুরোপুরিভাবেই খোলা রয়েছে ৷ তবে তুষারপাতের জন্য অল্প কিছু পর্যটন স্থল বন্ধ রয়েছে । বিদেশি পর্যটকদের জন্য ডুয়ার্স, দার্জিলিং ও কালিম্পং খোলা রয়েছে । তবে প্রতি ক্ষেত্রেই নিজেদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ।’’

সিকিমে আবাধ বিচরণ করতে পারবেন দেশীয় পর্যটকরা
Last Updated : Mar 6, 2020, 11:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.