ETV Bharat / city

নন্দীগ্রাম মামলায় বিচারপতির বেঞ্চ পরিবর্তনের আবেদনে তৃণমূলকে বিঁধলেন সায়ন্তন - নন্দীগ্রাম মামলা

সায়ন্তন বসু বলেন, "বিচার ব্যবস্থার প্রতি ন্যূনতম সম্মান ভাবনা তাদের নেই । সংবিধান এবং আইন আদালতের প্রতি ন্যূনতম আস্থা ও সম্মান যাদের আছে, তারা এধরণের কথা বলতে পারে না ।"

sayantan-basu-slammed-tmc-over-application-to-change-bench-of-judge-for-nandigram-election-petition
sayantan-basu-slammed-tmc-over-application-to-change-bench-of-judge-for-nandigram-election-petition
author img

By

Published : Jun 18, 2021, 6:17 PM IST

শিলিগুড়ি, 18 জুন : নন্দীগ্রাম বিধানসভা আসনের পুনর্গণনার মামলা বিচারক কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চে যেন না হয়, এই আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু । এই প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । তাঁর কথায়, দেশের সংবিধান, আইন-আদালতের প্রতি তৃণমূলের আস্থা নেই ৷

শুক্রবার শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন্তন বসু বলেন, "বিচার ব্যবস্থার প্রতি ন্যূনতম সম্মান ভাবনা তাদের নেই । সংবিধান এবং আইন আদালতের প্রতি ন্যূনতম আস্থা ও সম্মান যাদের আছে, তারা এধরণের কথা বলতে পারে না । কোনও বিচারপতি কোনওদিনই কোনও রাজনৈতিক দলের ঘনিষ্ঠ হতে পারেন না । তা হয়ে থাকলে প্রমাণ করুক ।"

শুনুন কী বললেন সায়ন্তন বসু

আরও পড়ুন: Nandigram Election Petition : নন্দীগ্রাম মামলা কৌশিক চন্দের বেঞ্চে নয়, আবেদন মমতার আইনজীবীর

কলকাতা হাইকোর্টে নন্দীগ্রাম বিধানসভা আসনের ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন সেই মামলা ওঠে বিচারপতি কৌশিক চন্দর সিঙ্গল বেঞ্চে । এরপরই মুখ্যমন্ত্রী আইনজীবী সঞ্জয় বসু চিঠি লিখে হাইকোর্টের প্রধান বিচারপতিকে আবেদন করেন, বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে যেন ওই মামলার শুনানি না হয় । কারণ বিচারপতি একসময় বিজেপির সক্রিয় সদস্য ছিলেন ৷ ফলে মামলা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে ।

শিলিগুড়ি, 18 জুন : নন্দীগ্রাম বিধানসভা আসনের পুনর্গণনার মামলা বিচারক কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চে যেন না হয়, এই আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু । এই প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । তাঁর কথায়, দেশের সংবিধান, আইন-আদালতের প্রতি তৃণমূলের আস্থা নেই ৷

শুক্রবার শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন্তন বসু বলেন, "বিচার ব্যবস্থার প্রতি ন্যূনতম সম্মান ভাবনা তাদের নেই । সংবিধান এবং আইন আদালতের প্রতি ন্যূনতম আস্থা ও সম্মান যাদের আছে, তারা এধরণের কথা বলতে পারে না । কোনও বিচারপতি কোনওদিনই কোনও রাজনৈতিক দলের ঘনিষ্ঠ হতে পারেন না । তা হয়ে থাকলে প্রমাণ করুক ।"

শুনুন কী বললেন সায়ন্তন বসু

আরও পড়ুন: Nandigram Election Petition : নন্দীগ্রাম মামলা কৌশিক চন্দের বেঞ্চে নয়, আবেদন মমতার আইনজীবীর

কলকাতা হাইকোর্টে নন্দীগ্রাম বিধানসভা আসনের ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন সেই মামলা ওঠে বিচারপতি কৌশিক চন্দর সিঙ্গল বেঞ্চে । এরপরই মুখ্যমন্ত্রী আইনজীবী সঞ্জয় বসু চিঠি লিখে হাইকোর্টের প্রধান বিচারপতিকে আবেদন করেন, বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে যেন ওই মামলার শুনানি না হয় । কারণ বিচারপতি একসময় বিজেপির সক্রিয় সদস্য ছিলেন ৷ ফলে মামলা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.