শিলিগুড়ি, ২৪ ফেব্রুয়ারি : নারী সুরক্ষা, নারী পাচার, শিশুশ্রমসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বীরাঙ্গনা সীমা শাহকে রোল মডেল রেখে গতকাল শিলিগুড়িতে আয়োজিত হল 'স্বয়ংসিদ্ধা' অনুষ্ঠান। উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার ভরতলাল মীনা, DCP ইস্ট গৌরব লাল, শিলিগুড়ির মহকুমাশাসক সিরাদ দানেশ্বরসহ অন্যান্য পুলিশ কর্তারা।
অনুষ্ঠানে পুলিশ কমিশনারেটের তরফে তথ্যচিত্র তুলে ধরা হয় স্কুল পড়ুয়াদের সামনে। তাতে দেখান হয় কীভাবে গ্রামাঞ্চলের মেয়েরা পাচার হয় ভিনরাজ্যে। সেবিষয়ে সচেতন হয়ে তা থেকে কীভাবে মুক্তি পাওয়া যেতে পারে তাও দেখান হয়। একইসাথে গুড টাচ বা ব্যাড টাচের খুঁটিনাটিও বলা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রায় ছ'টি স্কুলের পড়ুয়াসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সাথে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেয় সীমা। জানায় পুলিশ কর্তাদের কাছ থেকে সম্মানিত হয়ে সে আপ্লুত। আগামীতেও নারী জাতির কল্যাণে এবং নারীদের সুরক্ষা প্রদানে কাজ করতে চায় সে।
এবিষয়ে পুলিশ কমিশনার ভরতলাল মীনা বলেন, "বর্তমানে ফেসবুকসহ বিভিন্ন সোশাল মিডিয়ার ব্যবহার বাড়ছে। সেক্ষেত্রে আমরা স্কুলের মেয়েদের সচেতন করার কাজ করছি। সোশাল মিডিয়ায় কারও সাথে পরিচয় হলে সেই বিষয় গোপন না রেখে সকলের সাথে শেয়ার করা উচিত নিজের স্বার্থে। একইসাথে অপরিচিত ব্যক্তির সাথে পরিচয় করার আগেও তার বিষয়ে সবটা জেনে তারপরই তথ্য আদানপ্রদান বা গল্প করা উচিত।"
প্রসঙ্গত, গতবছর বীরাঙ্গনা সম্মান পেয়েছিল দার্জিলিঙের সীমা শাহ। সে শিলিগুড়ির রাজেন্দ্রপ্রসাদ হাইস্কুলের ক্লাস টুয়েলভের ছাত্রী। হারিয়ে যাওয়া শিশুদের খুঁজে বার করা, বাল্য বিবাহ রোধে ব্যবস্থা নেওয়া, শিশুদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।