ETV Bharat / city

রাজ্যে রাষ্ট্রপতি শাসন ভবিতব্য, মন্তব্য রাহুল সিনহার - BJP নেতা রাহুল সিনহা

রাহুল সিনহার অভিযোগ, "যাদবপুরে রাজ্যপালকে যারা হেনস্থা করছে তারা তৃণমূলের পোষা গুন্ডা । তৃণমূলের সঙ্গে মাওবাদীদের যোগাযোগ রয়েছে । প্রাণ সংশয় হতে পারে রাজ্যপালের ।"

Rahul comment on presidential rule in West Bengal
রাজ্যে রাষ্ট্রপতি শাসন ভবিতব্য, মন্তব্য রাহুল সিনহা
author img

By

Published : Dec 24, 2019, 10:57 PM IST

শিলিগুড়ি, 24 ডিসেম্বর : রাজ্য ও রাজ্যপাল সংঘাত চরম পর্যায়ে পৌঁছিয়েছে । এই সংঘাতের জন্য রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন BJP-র সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা । তিনি আজ শিলিগুড়িতে রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, এভাবে চললে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে ।

রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক তিক্ততায় পৌঁছিয়েছে । সম্প্রতি যাদবপুরে সমাবর্তন উৎসবে গিয়ে রাজ্যপালকে পড়ুয়াদের বিক্ষোভের সামনে পড়তে হয় । রাজ্যপালকে ছাড়াই যাদবপুরে সমাবর্তন হয় । আজ এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে BJP নেতা রাহুল সিনহা এই কথা বলেন । তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান, " রাজ্যে রাষ্ট্রপতি শাসন ভবিতব্য । তাঁর অভিযোগ, "যাদবপুরে রাজ্যপালকে যারা হেনস্থা করছে তারা তৃণমূলের পোষা গুন্ডা । তৃণমূলের সঙ্গে মাওবাদীদের যোগাযোগ রয়েছে । প্রাণ সংশয় হতে পারে রাজ্যপালের ।"

রাহুল সিনহা বলেন ,"রাজ্যপাল যেখানেই যাচ্ছেন সেখানেই বিক্ষোভ দেখানো হচ্ছে । আসলে পেছন থেকে তৃণমূল বিক্ষোভকারীদের মদত দিচ্ছে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা রাজ্যপালকে বিক্ষোভ দেখাচ্ছে তারা ছাত্র নয় তারা তৃণমূলের গুন্ডা ।"

শিলিগুড়ি, 24 ডিসেম্বর : রাজ্য ও রাজ্যপাল সংঘাত চরম পর্যায়ে পৌঁছিয়েছে । এই সংঘাতের জন্য রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন BJP-র সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা । তিনি আজ শিলিগুড়িতে রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, এভাবে চললে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে ।

রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক তিক্ততায় পৌঁছিয়েছে । সম্প্রতি যাদবপুরে সমাবর্তন উৎসবে গিয়ে রাজ্যপালকে পড়ুয়াদের বিক্ষোভের সামনে পড়তে হয় । রাজ্যপালকে ছাড়াই যাদবপুরে সমাবর্তন হয় । আজ এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে BJP নেতা রাহুল সিনহা এই কথা বলেন । তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান, " রাজ্যে রাষ্ট্রপতি শাসন ভবিতব্য । তাঁর অভিযোগ, "যাদবপুরে রাজ্যপালকে যারা হেনস্থা করছে তারা তৃণমূলের পোষা গুন্ডা । তৃণমূলের সঙ্গে মাওবাদীদের যোগাযোগ রয়েছে । প্রাণ সংশয় হতে পারে রাজ্যপালের ।"

রাহুল সিনহা বলেন ,"রাজ্যপাল যেখানেই যাচ্ছেন সেখানেই বিক্ষোভ দেখানো হচ্ছে । আসলে পেছন থেকে তৃণমূল বিক্ষোভকারীদের মদত দিচ্ছে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা রাজ্যপালকে বিক্ষোভ দেখাচ্ছে তারা ছাত্র নয় তারা তৃণমূলের গুন্ডা ।"

Intro:এমন চললে রাজ্যে রাষ্ট্রপতি শাসন ভবিতব্য বলে মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় নেতা রাহুল সিনহা। শিলিগুড়িতে তিনি বলেন যাদবপুরে রাজ্যপালকে যারা হেনস্থা করছে তারা তৃণমূলের পোষা গুন্ডা। তৃণমূলের সঙ্গে মাওবাদীদের যোগাযোগ রয়েছে। প্রাণ সংশয় হতে পারে রাজ্যপালের।


Body:রাজ্যপাল যেখানেই যাচ্ছেন সেখানেই বিক্ষোভ দেখানো হচ্ছে আসলে পেছন থেকে তৃণমূল কংগ্রেস বিক্ষোভকারীদের মদদ দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজ্যপালকে বিক্ষোভ দেখাচ্ছেন তারা ছাত্র নয় তারা তৃণমূলের গুন্ডা শিলিগুড়িতে বললেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা তিনি বলেন রাজ্যপালের প্রাণ সংশয় হতে পারে এমন পরিস্থিতি চলতে থাকলে রাজ্যে 356 ধারা ভবিতব্য তবে আমরা রাষ্ট্রপতি শাসন চাইছি না আসলে তা চাইছে তৃণমূল কংগ্রেস


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.