ETV Bharat / city

মেয়রকে হেনস্থার প্রতিবাদে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল বাম-কংগ্রেসের

মেয়রকে হেনস্থার প্রতিবাদে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল করল বাম-কংগ্রেস ৷ হাসনিচক হয়ে মহাত্মা গান্ধি মোড়ে গিয়ে শেষ হয় এই মিছিল ৷

rally
নাগরিক মিছিল
author img

By

Published : Feb 11, 2020, 11:52 PM IST

শিলিগুড়ি, 11 ফেব্রুয়ারি : আসন্ন পৌরনিগম ভোটের আগে মেয়রকে হেনস্থার প্রতিবাদে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল বাম-কংগ্রেসের । আজ বিকেলে শিলিগুড়িতে হিলকার্ট রোডে এই মিছিলে সামিল হন বাম কংগ্রেসের জেলা নেতৃত্ব ।

গতকাল শিলিগুড়ি পৌরনিগমের কমিশনারকে স্মারকলিপি দিতে গিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীলশর্মা । বামেদের অভিযোগ, স্বারকলিপি দিতে গিয়ে কার্যত মেয়রের চেম্বারের বাইরে বারান্দা দখল করে দীর্ঘক্ষন বসে ছিলেন রঞ্জনবাবু ও তাঁর অনুগামীরা । CPI(M)-এর জেলা সম্পাদক জীবেশ সরকার জানান, ইচ্ছা করেই দুপুরে মেয়রকে বাড়ি যেতে দেওয়া হয়নি । তাঁকে ঘরে অনেকক্ষণ আটকে রাখা হয় । মেয়র হার্টের রোগী । এই কারণেই গতকাল দুপুরে ওষুধ খেতে বাড়িতে যেতে পারেননি তিনি । এই হেনস্থার প্রতিবাদে আমরা মিছিল করছি ।

প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শংকর মালাকার বলেন, "আমরা জোট বেঁধেই আছি । তাই কেউ আক্রান্ত হলে আমরা পাশে থাকব এটাই সিদ্ধান্ত ছিল । তাই এই প্রতিবাদ মিছিলে হাজির হয়েছি ।"

এই বিষয়ে জীবেশবাবু বলেন, "বিগত পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেস শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর শিলিগুড়িতে উশৃঙ্খল কার্যকলাপের রাজনীতিকে ক্রমশ প্রসারিত করছে ৷ বিশেষ করে মেয়রকে হেনস্থা করা, শারীরিক নিগ্রহ, নানা ধরনের কুৎসা রটানো, অপপ্রচার করা হচ্ছে ৷ গতকাল আন্দোলন, ডেপুটেশন দেওয়ার নামে যেভাবে মেয়রকে হেনস্থা করা হল তা রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক ৷ তাই আমরা দলমত নির্বিশষে সমস্ত মানুষ, শিলিগুড়ি নাগরিক সমাজ, শিলিগুড়ির সমস্ত জনপ্রতিনিধিরা তৃণমূল কংগ্রেসের উশৃঙ্খল রাজনীতির বিরুদ্ধে এই ধিক্কার মিছিলে সামিল হয়েছি ৷"

শিলিগুড়ি, 11 ফেব্রুয়ারি : আসন্ন পৌরনিগম ভোটের আগে মেয়রকে হেনস্থার প্রতিবাদে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল বাম-কংগ্রেসের । আজ বিকেলে শিলিগুড়িতে হিলকার্ট রোডে এই মিছিলে সামিল হন বাম কংগ্রেসের জেলা নেতৃত্ব ।

গতকাল শিলিগুড়ি পৌরনিগমের কমিশনারকে স্মারকলিপি দিতে গিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীলশর্মা । বামেদের অভিযোগ, স্বারকলিপি দিতে গিয়ে কার্যত মেয়রের চেম্বারের বাইরে বারান্দা দখল করে দীর্ঘক্ষন বসে ছিলেন রঞ্জনবাবু ও তাঁর অনুগামীরা । CPI(M)-এর জেলা সম্পাদক জীবেশ সরকার জানান, ইচ্ছা করেই দুপুরে মেয়রকে বাড়ি যেতে দেওয়া হয়নি । তাঁকে ঘরে অনেকক্ষণ আটকে রাখা হয় । মেয়র হার্টের রোগী । এই কারণেই গতকাল দুপুরে ওষুধ খেতে বাড়িতে যেতে পারেননি তিনি । এই হেনস্থার প্রতিবাদে আমরা মিছিল করছি ।

প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শংকর মালাকার বলেন, "আমরা জোট বেঁধেই আছি । তাই কেউ আক্রান্ত হলে আমরা পাশে থাকব এটাই সিদ্ধান্ত ছিল । তাই এই প্রতিবাদ মিছিলে হাজির হয়েছি ।"

এই বিষয়ে জীবেশবাবু বলেন, "বিগত পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেস শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর শিলিগুড়িতে উশৃঙ্খল কার্যকলাপের রাজনীতিকে ক্রমশ প্রসারিত করছে ৷ বিশেষ করে মেয়রকে হেনস্থা করা, শারীরিক নিগ্রহ, নানা ধরনের কুৎসা রটানো, অপপ্রচার করা হচ্ছে ৷ গতকাল আন্দোলন, ডেপুটেশন দেওয়ার নামে যেভাবে মেয়রকে হেনস্থা করা হল তা রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক ৷ তাই আমরা দলমত নির্বিশষে সমস্ত মানুষ, শিলিগুড়ি নাগরিক সমাজ, শিলিগুড়ির সমস্ত জনপ্রতিনিধিরা তৃণমূল কংগ্রেসের উশৃঙ্খল রাজনীতির বিরুদ্ধে এই ধিক্কার মিছিলে সামিল হয়েছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.