শিলিগুড়ি, 1 সেপ্টেম্বর: পাহাড় থেকে সমতল । সব সম্প্রদায়ের মানুষ দুর্গাপুজোর আগেই মায়ের আগমনী বার্তায় একত্রিত হল শিলিগুড়িতে । পুজোর আরও এক মাস বাকি । তার আগেই সারা রাজ্যের পাশাপাশি পুজোর আমেজে মেতে উঠল শহরবাসী । বাংলার দুর্গাপুজোকে ইউনেসকোর হেরিটেজ শিরোপা (Intangible Cultural Heritage) দেওয়া উপলক্ষে ধন্যবাদ যাত্রা হল শহর শিলিগুড়িতেও (Durga Puja Procession) ।
প্রায় এক মাস আগে বৃহস্পতিবার থেকেই শহরবাসী মেতে উঠল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় । এদিন শিলিগুড়ির তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা । শহরের বিভিন্ন ক্লাবের সদস্যদের অংশগ্রহণের পাশাপাশি শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়া, স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও অংশ নিয়েছিল । বিশাল শোভাযাত্রায় নজর কাড়ে দুর্গাপুজোর ট্যাবলো, পালকি-সহ একাধিক নজরকাড়া জিনিস । ঢাকের তালে, উলুধ্বনিতে, শঙখের আওয়াজে শহর মেতেছিল ষোলোআনা বাঙালিয়ানায়।
ওই বিশাল শোভাযাত্রাটি শহরের রাজপথ হয়ে হাসমি চক ধরে বাঘাযতীন পার্ক ময়দানে গিয়ে শেষ হয় । মিছিলে নেতৃত্ব দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Siliguri Mayor Gautam Deb), ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা, দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম, জেলা পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর, রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী-সহ অনেকে ৷ আট থেকে আশি, খুদেদের এদিন দেখা যায় ৷ মা দুর্গা তো বটেই, দেখা গিয়েছে লক্ষ্মী, সরস্বতীর সাজেও । শোভাযাত্রায় এদিন একটু আলাদাভাবে দেখা গেল শহরবাসীকে কাটাতে ।
তবে এদিন মিছিলে নজর কাড়ে সংখ্যালঘু, আদিবাসী ও গোর্খা সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ । শিলিগুড়ির অঞ্জুমান-খিদমতে-খল্কের সদস্যরা এদিন দুর্গাপুজোর শোভাযাত্রায় অংশ নেয় । পাহাড় থেকে এসেছিল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের প্রতিনিধিরাও । অংশ নেয় চা বাগানের বহু আদিবাসী মানুষ (Procession in Siliguri for Durga Pujas UNESCO recognition) ।
আরও পড়ুন: দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি উপলক্ষে শোভাযাত্রা রায়গঞ্জে
অঞ্জুমান-খিদমতে-খল্কের সম্পাদক ফিরোজ আহমেদ খান বলেন, "ইউনেসকো বাঙালির দুর্গাপুজোকে হেরিটেজ শিরোপা দিয়েছে । আর বাংলাবাসী হিসেবে আমরাও খুব গর্বিত । সেজন্য আমরা মুসলমান সম্প্রদায়ের মানুষ হয়েও এই ধন্যবাদ যাত্রায় অংশ নিয়েছি ।" শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, "মুখ্যমন্ত্রীর জন্য বাংলার দুর্গাপুজো সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে । ইউনেসকো বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে হেরিটেজ শিরোপা দিয়েছে । সারা বাংলা আজ গর্বিত । এই উচ্ছ্বাসে আর উৎসবে আজ সারা বাংলা এক হয়ে গিয়েছে ।"