ETV Bharat / city

পৌরভোটের আগে শিলিগুড়ি পৌরনিগমে বাম-তৃণমূল সংঘাত

গতকাল পৌরনিগমের পাঁচ বছর পূর্তিকে সামনে রেখে নাগরিক সভা করেছিলেন মেয়র অশোক ভট্টাচার্য ৷ আজ তা নিয়ে সরব হয়েছে তৃণমূল।

author img

By

Published : Mar 3, 2020, 8:10 PM IST

Siliguri Municipal Corporation
শিলিগুড়ি পৌরনিগম

শিলিগুড়ি, 3 মার্চ: সামনেই পৌরভোট ৷ তার আগে শিলিগুড়িতে উন্নয়নের কাজ ফেলে নিত্যদিন চাপানউতোরে জড়িয়ে পড়ছে বাম-তৃণমূল শিবির । গতকাল পৌরনিগমের পাঁচ বছর পূর্তিকে সামনে রেখে নাগরিক সভা করেছিলেন মেয়র অশোক ভট্টাচার্য ৷ আজ তা নিয়ে সরব হয়েছে তৃণমূল।

শিলিগুড়ি পৌরনিগমের মেয়াদ প্রায় শেষের পথে । যে কোনও দিন ঘোষণা হতে পারে নির্বাচনের দিনক্ষণ । তাই বিভিন্ন ইশুতে ক্রমশ বাম ও তৃণমূলের মধ্যে সংঘাত বাড়ছে । গতকাল শিলিগুড়িতে নাগরিক কনভেনশন করে নিজেদের 5 বছর পূর্তি উপলক্ষে প্রচার কর্মসূচি হাতে নিয়েছিলেন মেয়র অশোক ভট্টাচার্য । তার রেশ কাটতে না কাটতেই আজ তা নিয়ে রে রে করে আসরে নামে তৃণমূল শিবির । বিরোধী দলনেতা এবং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার অভিযোগ করে বলেন, "তৃণমূলকে রুখতে শিলিগুড়িতে অশোক মডেলে বাম, BJP এবং কংগ্রেস নানা অপচেষ্টা করছে । বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের প্রলোভন দেখানো হচ্ছে । কনভেনশনের নামে সরকারি অর্থ অপচয় করা হচ্ছে । যাঁরা এতদিন অর্থসংকটের কথা বলতেন, ভোট প্রচারে তাঁরাই দেদার অর্থ খরচ করে প্রচারে নামছেন ।"

পৌর নির্বাচনের আগে শিলিগুড়ি পৌরনিগমে বাম-তৃণমূল চাপানউতোর

এসব নিয়ে অবশ্য মাথা ঘামাতে চাননি মেয়র অশোক ভট্টাচার্য ৷ বলেন, " এবারের নির্বাচনে শিলিগুড়িতে কার্যত ভরাডুবি হবে তৃণমূলের । তাই নানা ক্ষেত্রে উন্নয়নের কাজে সহযোগিতার বদলে কার্যত প্রতি পদে বাধা দিচ্ছে তৃণমূল । আমরা শুধু পাঁচ বছর পূর্তি উপলক্ষে নাগরিক কনভেনশন করেছিলাম । বিজ্ঞাপন প্রচারে ঢালাও টাকা খরচের অভিযোগ ভিত্তিহীন । পত্রপত্রিকা খুললে দেখা যায় মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত বিজ্ঞাপন । সেক্ষেত্রে নীতিকথা হারিয়ে যায় ।"

শিলিগুড়ি, 3 মার্চ: সামনেই পৌরভোট ৷ তার আগে শিলিগুড়িতে উন্নয়নের কাজ ফেলে নিত্যদিন চাপানউতোরে জড়িয়ে পড়ছে বাম-তৃণমূল শিবির । গতকাল পৌরনিগমের পাঁচ বছর পূর্তিকে সামনে রেখে নাগরিক সভা করেছিলেন মেয়র অশোক ভট্টাচার্য ৷ আজ তা নিয়ে সরব হয়েছে তৃণমূল।

শিলিগুড়ি পৌরনিগমের মেয়াদ প্রায় শেষের পথে । যে কোনও দিন ঘোষণা হতে পারে নির্বাচনের দিনক্ষণ । তাই বিভিন্ন ইশুতে ক্রমশ বাম ও তৃণমূলের মধ্যে সংঘাত বাড়ছে । গতকাল শিলিগুড়িতে নাগরিক কনভেনশন করে নিজেদের 5 বছর পূর্তি উপলক্ষে প্রচার কর্মসূচি হাতে নিয়েছিলেন মেয়র অশোক ভট্টাচার্য । তার রেশ কাটতে না কাটতেই আজ তা নিয়ে রে রে করে আসরে নামে তৃণমূল শিবির । বিরোধী দলনেতা এবং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার অভিযোগ করে বলেন, "তৃণমূলকে রুখতে শিলিগুড়িতে অশোক মডেলে বাম, BJP এবং কংগ্রেস নানা অপচেষ্টা করছে । বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের প্রলোভন দেখানো হচ্ছে । কনভেনশনের নামে সরকারি অর্থ অপচয় করা হচ্ছে । যাঁরা এতদিন অর্থসংকটের কথা বলতেন, ভোট প্রচারে তাঁরাই দেদার অর্থ খরচ করে প্রচারে নামছেন ।"

পৌর নির্বাচনের আগে শিলিগুড়ি পৌরনিগমে বাম-তৃণমূল চাপানউতোর

এসব নিয়ে অবশ্য মাথা ঘামাতে চাননি মেয়র অশোক ভট্টাচার্য ৷ বলেন, " এবারের নির্বাচনে শিলিগুড়িতে কার্যত ভরাডুবি হবে তৃণমূলের । তাই নানা ক্ষেত্রে উন্নয়নের কাজে সহযোগিতার বদলে কার্যত প্রতি পদে বাধা দিচ্ছে তৃণমূল । আমরা শুধু পাঁচ বছর পূর্তি উপলক্ষে নাগরিক কনভেনশন করেছিলাম । বিজ্ঞাপন প্রচারে ঢালাও টাকা খরচের অভিযোগ ভিত্তিহীন । পত্রপত্রিকা খুললে দেখা যায় মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত বিজ্ঞাপন । সেক্ষেত্রে নীতিকথা হারিয়ে যায় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.