ETV Bharat / city

গজলডোবায় মন্ত্রীকে গো ব্যাক স্লোগান, দেখানো হল কালো পতাকা

author img

By

Published : Jun 7, 2019, 2:05 PM IST

Updated : Jun 7, 2019, 3:13 PM IST

গজলডোবায় পর্যটন মন্ত্রী গৌতম দেবের গাড়ি ঘিরে বিক্ষোভ । "জয়শ্রীরাম" ধ্বনি তোলে অনিচ্ছুক কৃষকরা । বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন গৌতম দেব । কিন্তু, আন্দোলনকারীরা কথা বলতে রাজি হয়নি । এরপরই কথা না বলে বেরিয়ে যান গৌতম দেব ।

মন্ত্রী গৌতম দেবের গাড়ি ঘিরে বিক্ষোভ

গজলডোবা , 7 জুন : গজলডোবায় পর্যটন মন্ত্রী গৌতম দেবের গাড়ি ঘিরে বিক্ষোভ অনিচ্ছুক কৃষকদের । মন্ত্রীকে গাড়ি থেকে নামতে দেখেই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় কৃষকরা । "জয়শ্রীরাম" ধ্বনি তোলে । মন্ত্রীকে দেখে গো-ব্যাক স্লোগান দেয় । দেখানো হয় কালো পতাকা ।

গজলডোবায় কয়েক একর জমিতে পর্যটকদের জন্য হেলিপ্যাড তৈরির কাজ শুরু করেছিল প্রশাসন । জমিটিকে খুঁটি দিয়ে ঘিরে ফেলা হয়েছিল । কিন্তু অভিযোগ, এই কাজের কথা প্রশাসনের তরফে কৃষকদের জানানো হয়নি । এইভাবে জমি অধিগ্রহণের জন্য গত কয়েকদিন ধরেই এলাকায় নীরবে আন্দোলন চালাচ্ছিল ভূমিরক্ষা কমিটি । কিন্তু কোনও সুরাহা না হওয়ায় বৈঠক করে স্থানীয় কৃষকরা । সেই বৈঠকে BJP-র কিষানসভার রাজ্য নেতারাও উপস্থিত ছিলেন । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় অধিগৃহীত জমি থেকে খুঁটি উপড়ে চাষবাস শুরু করা হবে । 4 জুন খুঁটিগুলি উপড়ে ফেলতে গেলে তাদের বাধা দেয় পুলিশ । এরপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে কৃষকদের একাংশ ।

আজ এই প্রসঙ্গেই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে এসেছিলেন গৌতমবাবু । কিন্ত আন্দোলনকারীরা কথা বলতে চায়নি । তারা মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখায় । বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন গৌতম দেব । কিন্তু, আন্দোলনকারীরা কথা বলতে রাজি হয়নি । এরপরই কথা না বলে বেরিয়ে যান গৌতম দেব ।

ভিডিয়োয় দেখুন
BJP-র কিষানসভার নেতা নব্যেন্দু সরকার বলেন, "খাস জমি নেওয়া হচ্ছে ঠিকই । কিন্তু ওই জমিতে যারা থাকে তাদের অনেকেরই পাট্টা আছে । তাছাড়া কৃষকেরা ওখানে চাষবাস করে । তাই ক্ষতিপূরণ ছাড়া জমি নিয়ে হেলিপ্যাড নির্মাণ করতে দেব না । আজ মন্ত্রীকে বিক্ষোভ দেখলাম । আগামী 10 তারিখ ফের জমিতে যাব আমরা । পাশাপাশি জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চেও মামলা করব ।"

গজলডোবা , 7 জুন : গজলডোবায় পর্যটন মন্ত্রী গৌতম দেবের গাড়ি ঘিরে বিক্ষোভ অনিচ্ছুক কৃষকদের । মন্ত্রীকে গাড়ি থেকে নামতে দেখেই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় কৃষকরা । "জয়শ্রীরাম" ধ্বনি তোলে । মন্ত্রীকে দেখে গো-ব্যাক স্লোগান দেয় । দেখানো হয় কালো পতাকা ।

গজলডোবায় কয়েক একর জমিতে পর্যটকদের জন্য হেলিপ্যাড তৈরির কাজ শুরু করেছিল প্রশাসন । জমিটিকে খুঁটি দিয়ে ঘিরে ফেলা হয়েছিল । কিন্তু অভিযোগ, এই কাজের কথা প্রশাসনের তরফে কৃষকদের জানানো হয়নি । এইভাবে জমি অধিগ্রহণের জন্য গত কয়েকদিন ধরেই এলাকায় নীরবে আন্দোলন চালাচ্ছিল ভূমিরক্ষা কমিটি । কিন্তু কোনও সুরাহা না হওয়ায় বৈঠক করে স্থানীয় কৃষকরা । সেই বৈঠকে BJP-র কিষানসভার রাজ্য নেতারাও উপস্থিত ছিলেন । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় অধিগৃহীত জমি থেকে খুঁটি উপড়ে চাষবাস শুরু করা হবে । 4 জুন খুঁটিগুলি উপড়ে ফেলতে গেলে তাদের বাধা দেয় পুলিশ । এরপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে কৃষকদের একাংশ ।

আজ এই প্রসঙ্গেই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে এসেছিলেন গৌতমবাবু । কিন্ত আন্দোলনকারীরা কথা বলতে চায়নি । তারা মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখায় । বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন গৌতম দেব । কিন্তু, আন্দোলনকারীরা কথা বলতে রাজি হয়নি । এরপরই কথা না বলে বেরিয়ে যান গৌতম দেব ।

ভিডিয়োয় দেখুন
BJP-র কিষানসভার নেতা নব্যেন্দু সরকার বলেন, "খাস জমি নেওয়া হচ্ছে ঠিকই । কিন্তু ওই জমিতে যারা থাকে তাদের অনেকেরই পাট্টা আছে । তাছাড়া কৃষকেরা ওখানে চাষবাস করে । তাই ক্ষতিপূরণ ছাড়া জমি নিয়ে হেলিপ্যাড নির্মাণ করতে দেব না । আজ মন্ত্রীকে বিক্ষোভ দেখলাম । আগামী 10 তারিখ ফের জমিতে যাব আমরা । পাশাপাশি জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চেও মামলা করব ।"
Intro:গজলডোবায় মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ অনিচ্ছুক চাষি দের

মন্ত্রীকে আটকে দিয়ে জয়শ্রীরাম স্লোগান,কালপতাকা গজলডোবায়

গজলডোবার অনিচ্ছুক জমিদাতাদের বিক্ষোভের মুখে পড়লেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। গত কয়েকদিন ধরেই এলাকায় এ নিয়ে আন্দোলন চালাচ্ছে ভূমিরক্ষা কমিটি। নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় বিজেপি নেতারা।
এদিন গজলডোবার ভোরের আলোয় আসেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। তাকে ঘিরে বিক্ষোভ শুরু করেন কৃষকেরা। বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ। মন্তু গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও আন্দোলনকারীরা কথা বলতে চান নি।

অভিযোগকারীদের তরফে বিজেপির কিষান সভার নেতা নব্যেন্দু সরকার বলেন খাস জমি নেওযা হচ্ছে ঠিকই। কিন্তু ওই জমিতে যারা থাকেন তাদের অনেকেরই পাট্টা আছে। তাছাড়া কৃষকেরা ওখানে চাষবাস করেন। তাই ক্ষতিপূরণ ছাড়া জমি নিয়ে হেলিপ্যাড নির্মাণ করতে দেব না। আজ মন্ত্রীকে বিক্ষোভ দেখলাম। গনি 10 তারিখ ফের জমিতে যাব আমরা। পাশাপাশি জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চে মামলাও করব।

ভিজুয়াল গুলি দেখে নিয়ে গুছিয়ে সাজিয়ে দিও।


Body:।


Conclusion:
Last Updated : Jun 7, 2019, 3:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.