শিলিগুড়ি, 1 অক্টোবর : প্রধান নগর থানার পুলিশের অভিযানে ব্রাউন সুগার-সহ গ্রেপ্তার করা হয়েছে এক মহিলাকে । তার থেকে উদ্ধার হয়েছে 610 গ্রাম মাদক ।
গতরাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মহানন্দা ব্রিজ পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালানো হয় । সেখান থেকে এক মহিলাকে আটক করে পুলিশ । তার থেকে উদ্ধার হয় 610 গ্রাম ব্রাউন সুগার । এরপর ওই মহিলাকে গ্রেপ্তার করে প্রধান নগর থানার পুলিশ । ধৃত মহিলা মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা । তাকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।
দিন কয়েক আগেও মাটিগাড়া এলাকায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছিল । তাদের থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার । ফলে এই এলাকায় মাদক চক্র সক্রিয় বলে মনে করছে পুলিশ । ধৃত মহিলাকে পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ।