শিলিগুড়ি, 17 অক্টোবর : গ্রিন ট্রাইবুনালের নির্দেশ মেনেই গজলডোবায় পর্যটন প্রকল্পের কাজ বন্ধ করা হয়েছে । জানালেন রাজ্যের পর্যটন দপ্তরের সচিব অত্রি ভট্টাচার্য । গতকাল শিলিগুড়িতে পর্যটনের প্রসারে বণিক সভার সঙ্গে আলোচনার পর এ কথা জানান তিনি । পাশাপাশি তিনি বলেন, দেশে আর্থিক মন্দার জেরে অন্য রাজ্যগুলিতে পর্যটন শিল্পে প্রভাব পড়ছে । যদিও এ রাজ্যে এখনও সেভাবে মন্দার প্রভাব পড়েনি।
অত্রিবাবু বলেন, "গ্রিন ট্রাইবুনালের নির্দেশ মেনে গজলডোবায় রাজ্যের অন্যতম মেগা পর্যটন প্রকল্প 'ভোরের আলো'-য় আপাতত পরিকাঠামোগত সমস্ত নির্মাণ কাজ বন্ধ থাকবে । আমরা ছাড়পত্র নিয়েই ওখানে কাজ করছিলাম। কিন্তু আদালতে তা সামনে আসেনি। পরবর্তী শুনানিতে আমরা তা আদালতে জানাব। রাজ্যের তরফে পরিবেশ বিধি মানার বিষয়ে কোনও খামতি নেই। আদালত পরবর্তী রায় না দেওয়া অবধি কাজ বন্ধ থাকবে।"
হোম স্টে-র মালিকরা তাঁদের ব্যবসার প্রসারের জন্য এর আগে রাজ্য সরকারকে নীতি প্রণয়নের প্রস্তাব দিয়েছিলেন । সেই প্রসঙ্গে অত্রিবাবু বলেন, "একটি খসড়া নীতি করা হলেও তাতে কিছু জটিলতা আছে। আরো সহজ সরল নীতি আমরা পেশ করতে চাইছি ।"
পর্যটন সচিব জানান, তাঁদের দপ্তরের তরফে একটি নতুন মোবাইল অ্যাপ আনা হচ্ছে । তিনি বলেন, "জানুয়ারির মধ্যে পর্যটন দপ্তরের তরফে একটি মোবাইল অ্যাপ নিয়ে আসা হবে। ওই অ্যাপের মাধ্যমে পর্যটকরা বিভিন্ন হোটেল, ট্র্যাভেল এজেন্সি ও হোম স্টেগুলোকে রেটিং করবেন। এর ফলে ওই সংস্থাগুলিও ভালো পরিষেবা দিতে সচেষ্ট থাকবে ।"
সম্প্রতি দার্জিলিং ঘুরতে গিয়ে এক পর্যটকের দুর্ঘটনায় মৃত্যু হয় । পরিবারের অভিযোগ ছিল, লাইনের পাশে ঝুলে থাকে তারে জড়িয়ে গিয়ে তিনি ট্রেন থেকে পড়ে মারা যান । এ জন্য লাইনের দুইধারে জবরদখলকে দায়ী করা হয় । সেই প্রসঙ্গে পর্যটন সচিব বলেন, "আমরা ট্রেন লাইনের দু'ধারে সমস্ত জবরদখল সরানোর চেষ্টা করব। তবে এতে কিছুটা সময় লাগবে ।"