ETV Bharat / city

ট্রাইবুনালের নির্দেশে গজলডোবায় আপাতত কাজ বন্ধ, জানালেন পর্যটন সচিব

অত্রি ভট্টাচার্য বলেন, "গ্রিন ট্রাইবুনালের নির্দেশ মেনে গজলডোবায় রাজ্যের অন্যতম মেগা পর্যটন প্রকল্প 'ভোরের আলো'-য় আপাতত পরিকাঠামোগত সমস্ত নির্মাণ কাজ বন্ধ থাকবে । আমরা ছাড়পত্র নিয়েই ওখানে কাজ করছিলাম। কিন্তু আদালতে তা সামনে আসেনি। পরবর্তী শুনানিতে আমরা তা আদালতে জানাব। রাজ্যের তরফে পরিবেশ বিধি মানার বিষয়ে কোনও খামতি নেই। আদালত পরবর্তী রায় না দেওয়া অবধি কাজ বন্ধ থাকবে।"

green bench
author img

By

Published : Oct 17, 2019, 3:15 AM IST

শিলিগুড়ি, 17 অক্টোবর : গ্রিন ট্রাইবুনালের নির্দেশ মেনেই গজলডোবায় পর্যটন প্রকল্পের কাজ বন্ধ করা হয়েছে । জানালেন রাজ্যের পর্যটন দপ্তরের সচিব অত্রি ভট্টাচার্য । গতকাল শিলিগুড়িতে পর্যটনের প্রসারে বণিক সভার সঙ্গে আলোচনার পর এ কথা জানান তিনি । পাশাপাশি তিনি বলেন, দেশে আর্থিক মন্দার জেরে অন্য রাজ্যগুলিতে পর্যটন শিল্পে প্রভাব পড়ছে । যদিও এ রাজ্যে এখনও সেভাবে মন্দার প্রভাব পড়েনি।

অত্রিবাবু বলেন, "গ্রিন ট্রাইবুনালের নির্দেশ মেনে গজলডোবায় রাজ্যের অন্যতম মেগা পর্যটন প্রকল্প 'ভোরের আলো'-য় আপাতত পরিকাঠামোগত সমস্ত নির্মাণ কাজ বন্ধ থাকবে । আমরা ছাড়পত্র নিয়েই ওখানে কাজ করছিলাম। কিন্তু আদালতে তা সামনে আসেনি। পরবর্তী শুনানিতে আমরা তা আদালতে জানাব। রাজ্যের তরফে পরিবেশ বিধি মানার বিষয়ে কোনও খামতি নেই। আদালত পরবর্তী রায় না দেওয়া অবধি কাজ বন্ধ থাকবে।"

হোম স্টে-র মালিকরা তাঁদের ব্যবসার প্রসারের জন্য এর আগে রাজ্য সরকারকে নীতি প্রণয়নের প্রস্তাব দিয়েছিলেন । সেই প্রসঙ্গে অত্রিবাবু বলেন, "একটি খসড়া নীতি করা হলেও তাতে কিছু জটিলতা আছে। আরো সহজ সরল নীতি আমরা পেশ করতে চাইছি ।"

পর্যটন সচিব জানান, তাঁদের দপ্তরের তরফে একটি নতুন মোবাইল অ্যাপ আনা হচ্ছে । তিনি বলেন, "জানুয়ারির মধ্যে পর্যটন দপ্তরের তরফে একটি মোবাইল অ্যাপ নিয়ে আসা হবে। ওই অ্যাপের মাধ্যমে পর্যটকরা বিভিন্ন হোটেল, ট্র্যাভেল এজেন্সি ও হোম স্টেগুলোকে রেটিং করবেন। এর ফলে ওই সংস্থাগুলিও ভালো পরিষেবা দিতে সচেষ্ট থাকবে ।"

সম্প্রতি দার্জিলিং ঘুরতে গিয়ে এক পর্যটকের দুর্ঘটনায় মৃত্যু হয় । পরিবারের অভিযোগ ছিল, লাইনের পাশে ঝুলে থাকে তারে জড়িয়ে গিয়ে তিনি ট্রেন থেকে পড়ে মারা যান । এ জন্য লাইনের দুইধারে জবরদখলকে দায়ী করা হয় । সেই প্রসঙ্গে পর্যটন সচিব বলেন, "আমরা ট্রেন লাইনের দু'ধারে সমস্ত জবরদখল সরানোর চেষ্টা করব। তবে এতে কিছুটা সময় লাগবে ।"

শিলিগুড়ি, 17 অক্টোবর : গ্রিন ট্রাইবুনালের নির্দেশ মেনেই গজলডোবায় পর্যটন প্রকল্পের কাজ বন্ধ করা হয়েছে । জানালেন রাজ্যের পর্যটন দপ্তরের সচিব অত্রি ভট্টাচার্য । গতকাল শিলিগুড়িতে পর্যটনের প্রসারে বণিক সভার সঙ্গে আলোচনার পর এ কথা জানান তিনি । পাশাপাশি তিনি বলেন, দেশে আর্থিক মন্দার জেরে অন্য রাজ্যগুলিতে পর্যটন শিল্পে প্রভাব পড়ছে । যদিও এ রাজ্যে এখনও সেভাবে মন্দার প্রভাব পড়েনি।

অত্রিবাবু বলেন, "গ্রিন ট্রাইবুনালের নির্দেশ মেনে গজলডোবায় রাজ্যের অন্যতম মেগা পর্যটন প্রকল্প 'ভোরের আলো'-য় আপাতত পরিকাঠামোগত সমস্ত নির্মাণ কাজ বন্ধ থাকবে । আমরা ছাড়পত্র নিয়েই ওখানে কাজ করছিলাম। কিন্তু আদালতে তা সামনে আসেনি। পরবর্তী শুনানিতে আমরা তা আদালতে জানাব। রাজ্যের তরফে পরিবেশ বিধি মানার বিষয়ে কোনও খামতি নেই। আদালত পরবর্তী রায় না দেওয়া অবধি কাজ বন্ধ থাকবে।"

হোম স্টে-র মালিকরা তাঁদের ব্যবসার প্রসারের জন্য এর আগে রাজ্য সরকারকে নীতি প্রণয়নের প্রস্তাব দিয়েছিলেন । সেই প্রসঙ্গে অত্রিবাবু বলেন, "একটি খসড়া নীতি করা হলেও তাতে কিছু জটিলতা আছে। আরো সহজ সরল নীতি আমরা পেশ করতে চাইছি ।"

পর্যটন সচিব জানান, তাঁদের দপ্তরের তরফে একটি নতুন মোবাইল অ্যাপ আনা হচ্ছে । তিনি বলেন, "জানুয়ারির মধ্যে পর্যটন দপ্তরের তরফে একটি মোবাইল অ্যাপ নিয়ে আসা হবে। ওই অ্যাপের মাধ্যমে পর্যটকরা বিভিন্ন হোটেল, ট্র্যাভেল এজেন্সি ও হোম স্টেগুলোকে রেটিং করবেন। এর ফলে ওই সংস্থাগুলিও ভালো পরিষেবা দিতে সচেষ্ট থাকবে ।"

সম্প্রতি দার্জিলিং ঘুরতে গিয়ে এক পর্যটকের দুর্ঘটনায় মৃত্যু হয় । পরিবারের অভিযোগ ছিল, লাইনের পাশে ঝুলে থাকে তারে জড়িয়ে গিয়ে তিনি ট্রেন থেকে পড়ে মারা যান । এ জন্য লাইনের দুইধারে জবরদখলকে দায়ী করা হয় । সেই প্রসঙ্গে পর্যটন সচিব বলেন, "আমরা ট্রেন লাইনের দু'ধারে সমস্ত জবরদখল সরানোর চেষ্টা করব। তবে এতে কিছুটা সময় লাগবে ।"

Intro: গ্রীন ট্রাইবুনালের নির্দেশ মেনেই গজলডোবায় নির্মান বন্ধ করা হল ঃ অত্রি ভট্টাচার্য   গ্রীন ট্রাইবুনালের নির্দেশিকা মেনে রাজ্যের অন্যতম মেগা ট্যুরিসম প্রকল্প গজলডোবার ভোরের আলোয় আপাতত সমস্ত পরিকাঠামো নির্মান সংক্রান্ত কাজ বন্ধ থাকবে বলে জানালেন রাজ্যের পর্যটন সচিব অত্রি ভট্টাচার্য। শিলিগুড়িতে পর্যটনের প্রসারে বণিক সভার সঙ্গে আলোচনা শেষে এই খবর জানান তিনি। পাশাপাশি তিনি বলেন মন্দার জেরে অন্য রাজ্যগুলিতে প্রভাব পড়েছে পর্যটনে। যদিও এ রাজ্যে সেভাবে মন্দার প্রভাব পড়েনি। এদিন পর্যটন সচিব অত্রি ভট্টাচার্য বলেন গ্রীন ট্রাইব্যুনালের নির্দেশ আমরা পেয়েছি। আমরা ছাড়পত্র নিয়েই ওখানে কাজ করছিলাম। কিন্তু আদালতে তা সামনে আসে নি। পরবর্তি শুনানীতে আমরা তা আদালতে জানাবো। রাজ্যের তরফে পরিবেশ বিধি মানার বিষয়ে কোনও খামতি নেই। আদালত পরবর্তি রায় না দেওয়া অবধি কাজ বন্ধ থাকবে।    


Body:হোম স্টে এর প্রসারে এর আগেই রাজ্যের তরফে নীতি তৈরীর প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের হোম স্টে গুলির মালিকেরা। সেই নীতি প্রসঙ্গে তিনি বলেন একটি খসড়া নীতি তৈরী হলেও তাতে কিছু জটিলতা আছে। তাই আরো সহজ সরল নীতি আমরা পেশ করতে চাইছি। পাশাপাশি পর্যটন সচিব বলেন আগামি জানুয়ারীর মধ্যে দপ্তরের তরফে একটি মোবাইল আপস নিয়ে আসা হবে। ওই আপে পর্যটকেরা বিভিন্ন হোটেল, ট্রাভেল এজেন্সি হোম স্টেগুলিকে রেটিং করবেন। এরফলে ওই সংস্থাগুলিও আরো ভালো পরিসেবা দিতে সচেষ্ট থাকবে। তা না হলে তাদের রেটিং এ নেতিবাচক রিপোর্ট প্রকাশ্যে আসবে। এদিন পর্যটন সচিব বলেন সম্প্রতি এক পর্যটক দার্জিলিং এ বেড়াতে গিয়ে টয় ট্রেন থেকে পড়ে মারা যান। তার পরিবার অভিযোগ তুলেছিল লাইনের পাশে ঝুলে থাকা তারে জড়িয়ে তিনি মারা যাবে। কিছুটা সময় লাগবে। তবে আমরা ট্রেন লাইনের দুধারে সমস্ত জবর দখল সরানোর চেষ্টা করব।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.