ETV Bharat / city

Train cancelled due to Agnipath Protest: অগ্নিপথ-বিক্ষোভের জেরে দশটি ট্রেন বাতিল করল উত্তর-পূর্ব সীমান্ত রেল - নিউ জলপাইগুড়ি রেল স্টেশন

অগ্নিপথ-বিক্ষোভের জেরে অব্যাহত যাত্রী হয়রানি (Agnipath Scheme Protest)। শনিবার আরও দশটি ট্রেন বাতিল করল উত্তর-পূর্ব সীমান্ত রেল (Train cancelled due to Agnipath Protest)। এছাড়াও ঘুর পথে চলবে আরও আটটি ট্রেন ।

North Eastern Railway cancels ten trains due to Agnipath Scheme Protest
Train cancelled due to Agnipath Protest
author img

By

Published : Jun 18, 2022, 5:05 PM IST

শিলিগুড়ি, 18 জুন: অগ্নিপথ বিক্ষোভের (Agnipath Scheme Protest) জেরে একাধিক ট্রেন পরিষেবা বাতিল করায় বিপাকে পর্যটক থেকে নিত্য যাত্রীরা (passengers facing problems)। শুক্রবারের পর শনিবার আরও দশটি যাত্রীবাহী ট্রেন বাতিল করল উত্তর-পূর্ব সীমান্ত রেল । এর আগেই বিক্ষোভের জেরে প্রায় এক ডজনের বেশি ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ । মূলত যাত্রী নিরাপত্তার স্বার্থে ও রেলের সম্পত্তি ক্ষয়ক্ষতি হওয়া থেকে রক্ষা করতেই ইস্ট-সেন্ট্রাল রেলের সঙ্গে আলোচনা করে ওইসব ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ ।

শনিবার সকালে ট্রেন বাতিল হওয়ায় বিপাকে পরতে দেখা যায় যাত্রীদের । অনেকেই হোটেলে ফেরত চলে যান । অনেকে আবার সড়কপথেই গন্তব্যের দিকে রওনা দেন । এদিকে নিরাপত্তার স্বার্থে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে(New Jalpaiguri Station) মোতায়েন করা হয় অতিরিক্ত আরপিএফ এবং রেল পুলিশ ।

উত্তর-পূর্ব সীমান্ত রেল (North Eastern Railway)কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, অওয়ধ অসম এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস, নর্থ-ইস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে (Train cancelled due to Agnipath Protest)। পাশাপাশি 15483 আলিপুরদুয়ার দিল্লি এক্সপ্রেস, 15909 ডিব্রুগড় লালগড় এক্সপ্রেস, 12505 কামক্ষ্যা আনন্দবিহার এক্সপ্রেস বাতিল করা হয়েছে । 12508 শিলচর ত্রিভান্দ্রাম এক্সপ্রেস বাতিল করা হয়েছে । এছাড়াও শিলচর ত্রিভান্দ্রাম এক্সপ্রেস ট্রেনটিকে গুয়াহাটি থেকে কামাক্ষ্যা হয়ে গোয়ালপাড়া টাউন হয়ে নিউ বঙ্গাইগাঁও দিয়ে পরিচালনা করা হবে বলে জানা গিয়েছে । পাশাপাশি এদিন কামাক্ষ্যা ভগৎকোঠী এক্সপ্রেস, গুয়াহাটি নিউ বঙ্গাইগাঁও প্যাসেঞ্জার, ডিব্রুগড় লালগড় এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি দিল্লি এক্সপ্রেস, জোর হাট টাউন-গুয়াহাটি জনশতাব্দী এক্সপ্রেস, ক্যাপিটাল এক্সপ্রেস, কাটিহার সমস্তিপুর-বাড়াউনি-পূর্ণিয়া, ডিমাপুর কামাক্ষ্যা এক্সপ্রেস, শিফুং এক্সপ্রেস, আলিপুরদুয়ার ইন্টারসিটি ও লামডিং ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে ।

পাশাপাশি ত্রিভান্দ্রাম এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, তাম্বারাম এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, নর্থ ইস্ট এক্সপ্রেস, ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেনগুলিকে বিকল্প পথে পরিচালনা করা হচ্ছে । যাত্রী নিরাপত্তার স্বার্থে একাধিক যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ করার দুর্ভোগ বেড়েই চলেছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষের ।

ট্রেন বাতিলের জেরে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে যাত্রী হয়রানি

আরও পড়ুন: Train cancelled due to Agnipath Protest: অগ্নিপথ-বিক্ষোভের জের, বাতিল 2 ডিভিশনের একাধিক ট্রেন ও পরীক্ষা স্পেশাল

ইস্ট-সেন্ট্রাল রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনার পরই ওই ট্রেনগুলি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে । তিনি বলেন, "আমরা পরিস্থিতির উপর নজর রাখছি । বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে । তবে আরও কিছু ট্রেন বিকল্প পথে ঘুরিয়ে চালানো হচ্ছে ।" যাত্রী শাহিদ মহম্মদ বলেন, "রেলের সঙ্গে আন্দোলনের কোন যোগাযোগ নেই ৷ এভাবে আন্দোলন করা উচিৎ হয়নি ।"

শিলিগুড়ি, 18 জুন: অগ্নিপথ বিক্ষোভের (Agnipath Scheme Protest) জেরে একাধিক ট্রেন পরিষেবা বাতিল করায় বিপাকে পর্যটক থেকে নিত্য যাত্রীরা (passengers facing problems)। শুক্রবারের পর শনিবার আরও দশটি যাত্রীবাহী ট্রেন বাতিল করল উত্তর-পূর্ব সীমান্ত রেল । এর আগেই বিক্ষোভের জেরে প্রায় এক ডজনের বেশি ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ । মূলত যাত্রী নিরাপত্তার স্বার্থে ও রেলের সম্পত্তি ক্ষয়ক্ষতি হওয়া থেকে রক্ষা করতেই ইস্ট-সেন্ট্রাল রেলের সঙ্গে আলোচনা করে ওইসব ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ ।

শনিবার সকালে ট্রেন বাতিল হওয়ায় বিপাকে পরতে দেখা যায় যাত্রীদের । অনেকেই হোটেলে ফেরত চলে যান । অনেকে আবার সড়কপথেই গন্তব্যের দিকে রওনা দেন । এদিকে নিরাপত্তার স্বার্থে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে(New Jalpaiguri Station) মোতায়েন করা হয় অতিরিক্ত আরপিএফ এবং রেল পুলিশ ।

উত্তর-পূর্ব সীমান্ত রেল (North Eastern Railway)কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, অওয়ধ অসম এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস, নর্থ-ইস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে (Train cancelled due to Agnipath Protest)। পাশাপাশি 15483 আলিপুরদুয়ার দিল্লি এক্সপ্রেস, 15909 ডিব্রুগড় লালগড় এক্সপ্রেস, 12505 কামক্ষ্যা আনন্দবিহার এক্সপ্রেস বাতিল করা হয়েছে । 12508 শিলচর ত্রিভান্দ্রাম এক্সপ্রেস বাতিল করা হয়েছে । এছাড়াও শিলচর ত্রিভান্দ্রাম এক্সপ্রেস ট্রেনটিকে গুয়াহাটি থেকে কামাক্ষ্যা হয়ে গোয়ালপাড়া টাউন হয়ে নিউ বঙ্গাইগাঁও দিয়ে পরিচালনা করা হবে বলে জানা গিয়েছে । পাশাপাশি এদিন কামাক্ষ্যা ভগৎকোঠী এক্সপ্রেস, গুয়াহাটি নিউ বঙ্গাইগাঁও প্যাসেঞ্জার, ডিব্রুগড় লালগড় এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি দিল্লি এক্সপ্রেস, জোর হাট টাউন-গুয়াহাটি জনশতাব্দী এক্সপ্রেস, ক্যাপিটাল এক্সপ্রেস, কাটিহার সমস্তিপুর-বাড়াউনি-পূর্ণিয়া, ডিমাপুর কামাক্ষ্যা এক্সপ্রেস, শিফুং এক্সপ্রেস, আলিপুরদুয়ার ইন্টারসিটি ও লামডিং ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে ।

পাশাপাশি ত্রিভান্দ্রাম এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, তাম্বারাম এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, নর্থ ইস্ট এক্সপ্রেস, ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেনগুলিকে বিকল্প পথে পরিচালনা করা হচ্ছে । যাত্রী নিরাপত্তার স্বার্থে একাধিক যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ করার দুর্ভোগ বেড়েই চলেছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষের ।

ট্রেন বাতিলের জেরে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে যাত্রী হয়রানি

আরও পড়ুন: Train cancelled due to Agnipath Protest: অগ্নিপথ-বিক্ষোভের জের, বাতিল 2 ডিভিশনের একাধিক ট্রেন ও পরীক্ষা স্পেশাল

ইস্ট-সেন্ট্রাল রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনার পরই ওই ট্রেনগুলি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে । তিনি বলেন, "আমরা পরিস্থিতির উপর নজর রাখছি । বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে । তবে আরও কিছু ট্রেন বিকল্প পথে ঘুরিয়ে চালানো হচ্ছে ।" যাত্রী শাহিদ মহম্মদ বলেন, "রেলের সঙ্গে আন্দোলনের কোন যোগাযোগ নেই ৷ এভাবে আন্দোলন করা উচিৎ হয়নি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.