শিলিগুড়ি, 4 ডিসেম্বর : মহিলা ও শিশুদের উপর বাড়তে থাকা অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে আজ পথে নামল জেলা BJP মহিলা মোর্চা । বিক্ষোভ প্রদর্শন করা হয় নিউ জলপাইগুড়ি থানায় । অভিযোগ ছিল জেলায় ধর্ষণ ও নির্যাতন রুখতে সঠিক পদক্ষেপ করছে না পুলিশ । BJP মহিলা মোর্চার তরফে ডেপুটেশনও জমা দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায় ।
প্রসঙ্গত, গত 24 নভেম্বর শিলিগুড়ি সংলগ্ন অঞ্চলে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটে । ঘটনার জেরে 1 ডিসেম্বর পুলিশের দ্বারস্থ হন নাবালিকার মা । ঘটনার বিবরণ জানিয়ে অভিযোগও দায়ের করা হয় নিউ জলপাইগুড়ি থানায় । অভিযোগ দায়েরের পর 3 দিন কেটে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ । ঘটনার জেরে আজ নিউ জলপাইগুড়ি থানার সামনে বিক্ষোভ দেখায় BJP-র জেলা মহিলা মোর্চা । জেলা মহিলা মোর্চার সভানেত্রী মাধবী মুখোপাধ্যায় বলেন, "ঘটনায় পুলিশকে আরও সংবেদনশীল হতে হবে । কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখছি তদন্ত ঠিক ভাবে এগোচ্ছে না । 24 নভেম্বর এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটে । 1 ডিসেম্বর অভিযোগ দায়ের করার পরেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি । এই ঘটনায় অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছি আমরা ।"
আরও পড়ুন : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ আত্মীয়ের, অন্তঃসত্ত্বা নাবালিকা
এদিকে পুলিশের তরফে নস্যাৎ করা হয়েছে BJP-র জেলা মহিলা মোর্চার তদন্তে গাফিলতির অভিযোগ । পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । ঘটনার সঙ্গে জড়িত কাউকেই রেয়াত করা হবেনা বলেও জানিয়েছে পুলিশ ।