ETV Bharat / city

SMC Mayor In Council: শিলিগুড়ি পৌরনিগমের ভাবী ডেপুটি মেয়র রঞ্জন সরকার - প্রকাশিত হল শিলিগুড়ি পৌরনিগমের পূর্ণাঙ্গ বোর্ডের তালিকা

প্রকাশিত হল শিলিগুড়ি পৌরনিগমের পূর্ণাঙ্গ বোর্ডের তালিকা (SMC Mayor In Council) ৷ বুধবার আনুষ্ঠানিকভাবে পৌরবোর্ডের সদস্যদের নাম ঘোষণা করা হবে ৷ তৃণমূল সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে ৷

SMC Mayor In Council
প্রকাশিত হল শিলিগুড়ি পৌরনিগমের পূর্ণাঙ্গ বোর্ডের তালিকা
author img

By

Published : Mar 1, 2022, 10:11 PM IST

শিলিগুড়ি, 1 মার্চ: "শহরের প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হবে (SMC Mayor In Council)। সঙ্গে থাকবে সার্বিক উন্নয়ন।" মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন শিলিগুড়ি পৌরনিগমের ভাবী ডেপুটি মেয়র রঞ্জন সরকার। সোমবারই শিলিগুড়ি পৌরনিগমের পূর্ণাঙ্গ বোর্ড ঘোষণা হয়। আর বুধবার আনুষ্ঠানিকভাবে পৌরবোর্ডের সদস্যদের নাম ঘোষণা করার কথা রয়েছে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। সোমবার রাতেই কলকাতায় তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর প্রকাশ্যে আসে সেই তালিকা। যদিও এই বিষয়ে দল বা সরকারের তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

দলীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পৌরনিগমের ডেপুটি মেয়র করা হয়েছে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন সরকারকে। তিনি গত পৌরবোর্ডে বিরোধী দলনেতার দায়িত্ব সামলিয়েছিলেন। তারপর প্রশাসক বোর্ডের সদস্য করা হয়েছিল তাঁকে। 5টি বরোর চেয়ারম্যান করা হয়েছে গার্গী চট্টোপাধ্যায়, আলম খান, মিলি সিনহা, জয়ন্ত সাহা, প্রীতিকণা বিশ্বাসকে। পাশাপাশি মেয়র পারিষদ পদের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ ও বহুদিনের কাউন্সিলর দুলাল দত্ত, প্রাক্তন ডেপুটি মেয়র রামভজন মাহাতো, প্রাক্তন মেয়র পারিষদ কমল আগরওয়াল, মানিক দে, শ্রাবণী দত্ত, সিক্তা বসু রায়, মুন্না প্রসাদ, দিলীপ বর্মন এবং শোভা সুব্বাকে। পুরনো বোর্ডের থেকে রামভজন মাহাতো ও কমল আগরওয়ালকেই খালি জায়গা দেওয়া হয়েছে। নতুন ও পুরনোদের নিয়ে এই বোর্ড গঠন করা হয়েছে। পাশাপাশি বোর্ডে জায়গা দেওয়া হয়েছে জয়ন্ত সাহা, প্রীতিকণা বিশ্বাস, রামভজন মাহাতো এবং কমল আগরওয়ালকে। সব মিলিয়ে বোর্ডে অভিজ্ঞ তরুণ ও দলবদলদেরও জায়গা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: "তিলে তিলে তিলোত্তমা হবে শিলিগুড়ি" শপথ নিয়েই জানালেন নতুন মেয়র গৌতম দেব

অশোক ভট্টাচার্যকে পরাজিত করায় আলম খানকে উপহার হিসেবে বরো চেয়ারম্যানের পদ দেওয়া হয়েছে। এদিন রঞ্জন সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "এই জয় প্রয়াত প্রাক্তন কাউন্সিলর তথা বন্ধু কৃষ্ণচন্দ্র পালকে উৎসর্গ করলাম। শহরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে হবে। বহু কাজ রয়েছে। নদী দূষণ, ইলেকট্রিক, নিকাশি, পানীয় জলের বিভিন্ন কাজ বাকি রয়েছে। সার্বিকভাবে উন্নয়নের বহু কাজ বাকি রয়েছে।"

শিলিগুড়ি, 1 মার্চ: "শহরের প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হবে (SMC Mayor In Council)। সঙ্গে থাকবে সার্বিক উন্নয়ন।" মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন শিলিগুড়ি পৌরনিগমের ভাবী ডেপুটি মেয়র রঞ্জন সরকার। সোমবারই শিলিগুড়ি পৌরনিগমের পূর্ণাঙ্গ বোর্ড ঘোষণা হয়। আর বুধবার আনুষ্ঠানিকভাবে পৌরবোর্ডের সদস্যদের নাম ঘোষণা করার কথা রয়েছে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। সোমবার রাতেই কলকাতায় তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর প্রকাশ্যে আসে সেই তালিকা। যদিও এই বিষয়ে দল বা সরকারের তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

দলীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পৌরনিগমের ডেপুটি মেয়র করা হয়েছে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন সরকারকে। তিনি গত পৌরবোর্ডে বিরোধী দলনেতার দায়িত্ব সামলিয়েছিলেন। তারপর প্রশাসক বোর্ডের সদস্য করা হয়েছিল তাঁকে। 5টি বরোর চেয়ারম্যান করা হয়েছে গার্গী চট্টোপাধ্যায়, আলম খান, মিলি সিনহা, জয়ন্ত সাহা, প্রীতিকণা বিশ্বাসকে। পাশাপাশি মেয়র পারিষদ পদের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ ও বহুদিনের কাউন্সিলর দুলাল দত্ত, প্রাক্তন ডেপুটি মেয়র রামভজন মাহাতো, প্রাক্তন মেয়র পারিষদ কমল আগরওয়াল, মানিক দে, শ্রাবণী দত্ত, সিক্তা বসু রায়, মুন্না প্রসাদ, দিলীপ বর্মন এবং শোভা সুব্বাকে। পুরনো বোর্ডের থেকে রামভজন মাহাতো ও কমল আগরওয়ালকেই খালি জায়গা দেওয়া হয়েছে। নতুন ও পুরনোদের নিয়ে এই বোর্ড গঠন করা হয়েছে। পাশাপাশি বোর্ডে জায়গা দেওয়া হয়েছে জয়ন্ত সাহা, প্রীতিকণা বিশ্বাস, রামভজন মাহাতো এবং কমল আগরওয়ালকে। সব মিলিয়ে বোর্ডে অভিজ্ঞ তরুণ ও দলবদলদেরও জায়গা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: "তিলে তিলে তিলোত্তমা হবে শিলিগুড়ি" শপথ নিয়েই জানালেন নতুন মেয়র গৌতম দেব

অশোক ভট্টাচার্যকে পরাজিত করায় আলম খানকে উপহার হিসেবে বরো চেয়ারম্যানের পদ দেওয়া হয়েছে। এদিন রঞ্জন সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "এই জয় প্রয়াত প্রাক্তন কাউন্সিলর তথা বন্ধু কৃষ্ণচন্দ্র পালকে উৎসর্গ করলাম। শহরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে হবে। বহু কাজ রয়েছে। নদী দূষণ, ইলেকট্রিক, নিকাশি, পানীয় জলের বিভিন্ন কাজ বাকি রয়েছে। সার্বিকভাবে উন্নয়নের বহু কাজ বাকি রয়েছে।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.