শিলিগুড়ি, 14 মে: কুয়োয় পড়ে গিয়ে মৃত্যু হল এক পূর্ণবয়স্ক চিতাবাঘের । এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ওই চিতাবাঘের দেহটি মাটিগাড়া ব্লকের চম্পাসারি এলাকার মিলনমোড় থেকে উদ্ধার হয়েছে ।
এ দিন সকালে পরিবারের সদস্যরা কুয়োয় জল তুলতে গিয়ে দেখেন তার মধ্যে একটি চিতাবাঘ ৷ এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । খবর দেওয়া হয় বন দফতরে । খবর পেয়ে সুকনা বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে যান ৷ কুয়ো থেকে ওই চিতাবাঘের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারি পার্কে পাঠানো হয়েছে ।
আরও পড়ুন : আগামী সপ্তাহেই ভারতে মিলবে স্পুটনিক-5 টিকা, দাবি নীতি আয়োগ সদস্যের
সুকনা বনাঞ্চল থেকে ওই চিতাবাঘটি খাবারের খোঁজে মিলনমোড়ের লোকালয়ে প্রবেশ করে বলে নবে করা হচ্ছে । রাতের অন্ধকারে কোনওভাবে কুয়োয় পড়ে যায় চিতাবাঘটি। জলে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান বন আধিকারিকদের ।