শিলিগুড়ি, 30 এপ্রিল : জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি চিতাবাঘের (Leopard Dead in A Car Accident at NH31 in Siliguri) ৷ শুক্রবার মাঝরাতে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি শহরে ৷ জানা গিয়েছে, এদিন রাতে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার মুনি চা-বাগানের কাছে 31 নম্বর জাতীয় সড়কে একটি চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই চিতাবাঘের ৷
বন দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার চা বাগানের পাশে জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে চিতাবাঘটি একটি গাড়ির সামনে চলে আসে ৷ মৃত চিতাবাঘটি এক থেকে দেড় বছরের ছিল বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার ট্রাফিক গার্ড ও বাগডোগরা বনবিভাগের কর্মীরা ৷ ঘটনাস্থল থেকে চিতাবাঘের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে ৷
আরও পড়ুন : Leopard Injured: নকশালবাড়িতে গাড়ির ধাক্কায় জখম চিতাবাঘ
এ নিয়ে চলতি বছরে চারটি চিতাবাঘের একইভাবে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল ৷ বন দফতরের তরফে জাতীয় সড়কের উপর যেসব জায়গায় চিতাবাঘ ও হাতির করিডর রয়েছে, সে সব জায়গায় গাড়ির গতি মেপে দেওয়া হয়েছে ৷ কিন্তু তার পরেও চালকদের অসতর্কতার কারণে একের পর এক বন্যপ্রাণীর মৃত্যু হচ্ছে বলে অভিযোগ উঠছে ৷