ETV Bharat / city

Surjya Kanta on KMC Election 2021 : পৌরভোটে বিজেপি-তৃণমূল বিরোধীদের পাশে থাকার বার্তা সূর্যকান্তের

কলকাতা পৌর নির্বাচনে (Kolkata Corporation Election 2021) কারও সঙ্গে জোট বাঁধেনি বামেরা ৷ তবে যারা তৃণমূল ও বিজেপির সঙ্গে জোর টক্কর দেবে, তাদেরই সমর্থন করবে বামফ্রন্ট ৷ একদিনের শিলিগুড়ি সফরে এসে একথা বললেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra on KMC Election 2021) ৷

left front will support anti-tmc anti-bjp parties, says surjya kanta mishra
Surjya Kanta Mishra : পৌরভোটে বিজেপি-তৃণমূল বিরোধীদের পাশেই সূর্যকান্তরা
author img

By

Published : Nov 27, 2021, 4:23 PM IST

শিলিগুড়ি, 27 নভেম্বর : কলকাতার আসন্ন পৌর নির্বাচনে (Kolkata Corporation Election 2021) অন্য কোনও দলের সঙ্গে জোট না হলেও বিজেপি ও তৃণমূলকে হারানোই বামফ্রন্টের লক্ষ্য ৷ শনিবার শিলিগুড়িতে এসে নিজেদের অবস্থান স্পষ্টভাবে জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra on Kolkata Corporation Election 2021) ৷ একদিনের দলীয় কর্মসূচিতে যোগ দিতে শনিবারই উত্তরবঙ্গ পৌঁছন তিনি ৷

আরও পড়ুন : Left Candidates for Kolkata Corporation Election 2021: 17 আসন ছেড়ে রেখে কলকাতা পৌরভোটে বামেদের প্রার্থী তালিকা প্রকাশ

আগামী 19 ডিসেম্বর ভোট হবে কলকাতা পৌরনিগম এলাকায় ৷ তার জন্য শুক্রবারই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট (Left Front Candidate List for Municipal Election) ৷ তবে 144 টি ওয়ার্ডের মধ্যে সবক’টিতেই প্রার্থী দেয়নি তারা ৷ 17 টি আসন ছেড়ে রেখে বাকি 127 টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে ৷ বামেদের বক্তব্য হল, কারও সঙ্গে জোট না হলেও সমমনোভাবাপন্ন যেকোনও রাজনৈতিক দল, যারা তৃণমূল এবং বিজেপিকে হারাতে বা টক্কর দিতে পারবে, সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে তাদেরই সমর্থন করবে বামফ্রন্ট ৷

শনিবার শিলিগুড়িতে পৌঁছে একই কথা বলেছেন সূর্যকান্ত মিশ্র ৷ তিনি বলেন, ‘‘জোটের ব্যাপার নয় ৷ বামফ্রন্ট প্রার্থী তালিকা ঘোষণা করেছে ৷ যেসব ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থী দেয়নি, সেখানে বিজেপি ও তৃণমূলকে হারাতে পারে, এমন কোনও রাজনৈতিক দল, যাদের বিশ্বাসযোগ্যতা সবথেকে বেশি, তাদেরই সমর্থন করা হবে ৷’’

তৃণমূল, বিজপিকে যারা হারাতে পারবে, তাদের পাশেই থাকবে বামফ্রন্ট ৷ জানালেন সূর্যকান্ত মিশ্র ৷

আরও পড়ুন : Kolkata Corporation Election 2021 : কলকাতায় ফিরহাদ-সহ 6 বিধায়ককে ফের প্রার্থী করল তৃণমূল

সিপিএম সূত্রে খবর, এদিন শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে একটি জরুরি বৈঠক রয়েছে দলীয় নেতৃত্বের ৷ তাতে যোগ দিতেই একদিনের সফরে শিলিগুড়ি আসেন সূর্যকান্ত ৷ এদিনের বৈঠকে শিলিগুড়ি পৌরনিগম এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে দলের সাংগঠনিক শক্তি, প্রার্থী বাছাই নিয়ে আলোচনা হতে পারে ৷

শিলিগুড়ি, 27 নভেম্বর : কলকাতার আসন্ন পৌর নির্বাচনে (Kolkata Corporation Election 2021) অন্য কোনও দলের সঙ্গে জোট না হলেও বিজেপি ও তৃণমূলকে হারানোই বামফ্রন্টের লক্ষ্য ৷ শনিবার শিলিগুড়িতে এসে নিজেদের অবস্থান স্পষ্টভাবে জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra on Kolkata Corporation Election 2021) ৷ একদিনের দলীয় কর্মসূচিতে যোগ দিতে শনিবারই উত্তরবঙ্গ পৌঁছন তিনি ৷

আরও পড়ুন : Left Candidates for Kolkata Corporation Election 2021: 17 আসন ছেড়ে রেখে কলকাতা পৌরভোটে বামেদের প্রার্থী তালিকা প্রকাশ

আগামী 19 ডিসেম্বর ভোট হবে কলকাতা পৌরনিগম এলাকায় ৷ তার জন্য শুক্রবারই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট (Left Front Candidate List for Municipal Election) ৷ তবে 144 টি ওয়ার্ডের মধ্যে সবক’টিতেই প্রার্থী দেয়নি তারা ৷ 17 টি আসন ছেড়ে রেখে বাকি 127 টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে ৷ বামেদের বক্তব্য হল, কারও সঙ্গে জোট না হলেও সমমনোভাবাপন্ন যেকোনও রাজনৈতিক দল, যারা তৃণমূল এবং বিজেপিকে হারাতে বা টক্কর দিতে পারবে, সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে তাদেরই সমর্থন করবে বামফ্রন্ট ৷

শনিবার শিলিগুড়িতে পৌঁছে একই কথা বলেছেন সূর্যকান্ত মিশ্র ৷ তিনি বলেন, ‘‘জোটের ব্যাপার নয় ৷ বামফ্রন্ট প্রার্থী তালিকা ঘোষণা করেছে ৷ যেসব ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থী দেয়নি, সেখানে বিজেপি ও তৃণমূলকে হারাতে পারে, এমন কোনও রাজনৈতিক দল, যাদের বিশ্বাসযোগ্যতা সবথেকে বেশি, তাদেরই সমর্থন করা হবে ৷’’

তৃণমূল, বিজপিকে যারা হারাতে পারবে, তাদের পাশেই থাকবে বামফ্রন্ট ৷ জানালেন সূর্যকান্ত মিশ্র ৷

আরও পড়ুন : Kolkata Corporation Election 2021 : কলকাতায় ফিরহাদ-সহ 6 বিধায়ককে ফের প্রার্থী করল তৃণমূল

সিপিএম সূত্রে খবর, এদিন শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে একটি জরুরি বৈঠক রয়েছে দলীয় নেতৃত্বের ৷ তাতে যোগ দিতেই একদিনের সফরে শিলিগুড়ি আসেন সূর্যকান্ত ৷ এদিনের বৈঠকে শিলিগুড়ি পৌরনিগম এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে দলের সাংগঠনিক শক্তি, প্রার্থী বাছাই নিয়ে আলোচনা হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.