জলপাইগুড়ি, 22 এপ্রিল: কোরোনা সংক্রমণ মোকাবিলার জন্য এগিয়ে এলেন পদ্মশ্রীপ্রাপক করিমুল হক । কোরোনা ভাইরাসের চিকিৎসা বা কোয়াারন্টাইন সেন্টার গড়ার জন্য নিজের অর্ধ সমাপ্ত হাসপাতাল সরকারের হাতে তুলে দিতে চাইছেন করিমুল হক । কোরোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় তিনি সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান ।
অ্যাম্বুলেন্স দাদা নামে পরিচিত করিমুল হক মালবাজার ক্রান্তির ধলাবাড়ি গ্রামের বাসিন্দা ৷ ওই গ্রামেই স্থানীয় বাসিন্দাদের চিকিৎসার জন্য তিনি একটি হাসপাতাল বানাচ্ছেন । হাসপাতালের প্রথম তল আপাতত তৈরি হয়েছে । এই হাসপাতালের 16 বেডের ওয়ার্ডে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে । তবে বর্তমান পরিস্থিতিতে সেই অর্ধসমাপ্ত হাসপাতালই সরকারের হাতে তুলে দিতে চান তিনি কোরোনা চিকিৎসার জন্য ৷
করিমুল হক জানান, ‘‘আমি চাই আমার অর্ধ সমাপ্ত হাসপাতাল সরকার কোরোনা ভাইরাসের সংক্রমণের চিকিৎসার জন্য নিয়ে নিক । অর্ধ সমাপ্ত হাসপাতালে কোরোনা রোগীর চিকিৎসার জন্য কোন অসুবিধা হবে না ৷ ’’
তিনি আরও বলেন,‘‘ আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি যাতে আমার হাসপাতালটিও কোরোনা রোগীর চিকিৎসার জন্য ব্যবহার করা হোক । এই কঠিন সময়ে সরকারকে সবরকমভাবে সহযোগিতা করতে চাই ।’’