শিলিগুড়ি, 3 সেপ্টেম্বর : শিলিগুড়ি প্রধাননগর এলাকায় অভিযান চালিয়ে 13 লাখ টাকার বেআইনিভাবে মজুদ কাফ সিরাপ উদ্ধার করল পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধাননগর থানার অন্তর্গত দেবী ডাঙার শিমুলবাড়ি এলাকায় বেআইনিভাবে মজুদ করে রাখা ছিল ওই কফ সিরাপ এবং অন্যান্য ওষুধ।
শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া যায়, বেশ কিছুদিন ধরেই এলাকায় সক্রিয় রয়েছে বেআইনিভাবে ওষুধের চোরাচালান চক্র। তা জানতে পেরে পরিকল্পনা করেই একটি গুদামে অভিযান চালানো হয়। সেখান থেকে গ্রেপ্তার হন মহম্মদ জাহাঙ্গীর ওরফে মুন্না নামের এক ব্যক্তি। তাকে জিজ্ঞাসাবাদ করতেই,ওই ব্যক্তি স্বীকার করে নেয় তার বাড়ির গুদামে মজুদ করে রাখা আছে বিপুল পরিমাণ বেআইনিভাবে মজুদ কাফ সিরাপ এবং অন্যান্য ওষুধ। এরপর সেখানে অভিযান চালিয়ে প্রায় 13 লাখ টাকার ওষুধ বাজেয়াপ্ত করে প্রধাননগর থানার পুলিশ।