ETV Bharat / city

নিজের খেলা খেলি, বঞ্চনা কী জানি না : ঋদ্ধিমান

নিজের খেলা খেলেন ৷ আর দল নির্বাচন নির্বাচকদের হাতে ৷ এই নিয়ে বঞ্চনার অভিযোগও করতে চান না ঋদ্ধিমান সাহা ৷ বঞ্চনা শব্দটা কী, তা জানেন না বলে মন্তব্য করলেন শিলিগুড়ির পাপালি ৷

Wriddhiman Saha
ঋদ্ধিমান সাহা
author img

By

Published : Dec 7, 2019, 10:45 PM IST

শিলিগুড়ি, 7 ডিসেম্বর : তাঁর উইকেটকিপিংয়ে মুগ্ধ অধিনায়ক বিরাট কোহলি ৷ টেস্ট ক্রিকেটে প্রথম পছন্দও তিনি ৷ কিন্তু, একদিনের ক্রিকেট বা T-20 ম্যাচে সুযোগ পান না ৷ এই নিয়ে অবশ্য বেশি ভাবতে চান না ঋদ্ধিমান সাহা ৷ তাঁর বক্তব্য, নিজের খেলা খেলেন ৷ আর দল নির্বাচন নির্বাচকদের হাতে ৷ এই নিয়ে বঞ্চনার অভিযোগও করতে চান না ৷ বঞ্চনা শব্দটা কী, তা জানেন না বলে মন্তব্য করলেন শিলিগুড়ির পাপালি ৷

আজ শিলিগুড়ি পৌরনিগমের তরফে ঋদ্ধিমানকে সংবর্ধিত করেন মেয়র অশোক ভট্টাচার্য । অনুষ্ঠানের ফাঁকে হাতের চোট নিয়ে ঋদ্ধিমান বলেন, "সব ভালোমতোই এগোচ্ছে । আজই হাতের আঙুলের সেলাই কাটা হবে । আশা করছি আগামী মাসে রণজি ক্রিকেটে ফিরব ।"

টেস্ট ক্রিকেটে ভারতের এক নম্বর উইকেটকিপার হয়েও একদিনের ক্রিকেট এবং T-20 ম্যাচে সুযোগ পান না ৷ এই নিয়ে প্রশ্ন করা হলে ঋদ্ধিমান বলেন, "সেরা একাদশ বাছাইয়ের ভার নির্বাচকমণ্ডলীর । আমাদের কাজ শুধুই খেলা । তাই সেরা একাদশে কারা বিবেচ্য তা নিয়ে কথা বলতে চাই না ।" তিনি বঞ্চিত কি না এ প্রসঙ্গে তাঁর সোজাসাপ্টা জবাব, বঞ্চনা শব্দ কী তা জানেন না ।

ঋদ্ধিমান সাহা


শিলিগুড়ি পৌরনিগমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঋদ্ধিমান সাহা হাতের আঙুলে চোটের কারণে আপাতত কদিন শিলিগুড়িতে বিশ্রাম নিচ্ছেন ৷ আজ সংবর্ধনা নিতে সস্ত্রীক পৌরনিগমে আসেন ৷ ঋদ্ধিমানকে ঘরের ছেলে বলে উল্লেখ করে অশোক ভট্টাচার্য বলেন, "তাঁর আরও উন্নতি আমরা দেখতে চাই ৷"

শিলিগুড়ি, 7 ডিসেম্বর : তাঁর উইকেটকিপিংয়ে মুগ্ধ অধিনায়ক বিরাট কোহলি ৷ টেস্ট ক্রিকেটে প্রথম পছন্দও তিনি ৷ কিন্তু, একদিনের ক্রিকেট বা T-20 ম্যাচে সুযোগ পান না ৷ এই নিয়ে অবশ্য বেশি ভাবতে চান না ঋদ্ধিমান সাহা ৷ তাঁর বক্তব্য, নিজের খেলা খেলেন ৷ আর দল নির্বাচন নির্বাচকদের হাতে ৷ এই নিয়ে বঞ্চনার অভিযোগও করতে চান না ৷ বঞ্চনা শব্দটা কী, তা জানেন না বলে মন্তব্য করলেন শিলিগুড়ির পাপালি ৷

আজ শিলিগুড়ি পৌরনিগমের তরফে ঋদ্ধিমানকে সংবর্ধিত করেন মেয়র অশোক ভট্টাচার্য । অনুষ্ঠানের ফাঁকে হাতের চোট নিয়ে ঋদ্ধিমান বলেন, "সব ভালোমতোই এগোচ্ছে । আজই হাতের আঙুলের সেলাই কাটা হবে । আশা করছি আগামী মাসে রণজি ক্রিকেটে ফিরব ।"

টেস্ট ক্রিকেটে ভারতের এক নম্বর উইকেটকিপার হয়েও একদিনের ক্রিকেট এবং T-20 ম্যাচে সুযোগ পান না ৷ এই নিয়ে প্রশ্ন করা হলে ঋদ্ধিমান বলেন, "সেরা একাদশ বাছাইয়ের ভার নির্বাচকমণ্ডলীর । আমাদের কাজ শুধুই খেলা । তাই সেরা একাদশে কারা বিবেচ্য তা নিয়ে কথা বলতে চাই না ।" তিনি বঞ্চিত কি না এ প্রসঙ্গে তাঁর সোজাসাপ্টা জবাব, বঞ্চনা শব্দ কী তা জানেন না ।

ঋদ্ধিমান সাহা


শিলিগুড়ি পৌরনিগমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঋদ্ধিমান সাহা হাতের আঙুলে চোটের কারণে আপাতত কদিন শিলিগুড়িতে বিশ্রাম নিচ্ছেন ৷ আজ সংবর্ধনা নিতে সস্ত্রীক পৌরনিগমে আসেন ৷ ঋদ্ধিমানকে ঘরের ছেলে বলে উল্লেখ করে অশোক ভট্টাচার্য বলেন, "তাঁর আরও উন্নতি আমরা দেখতে চাই ৷"

Intro:চোট সারিয়ে আগামী মাসেই রঞ্জিত খেলা নিয়ে আশাবাদী টেস্ট ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। আজ শিলিগুড়িতে পৌরনিগমের তরফে ঋদ্ধিমান কে সম্বর্ধিত করেন মেয়র অশোক ভট্টাচার্য। অনুষ্ঠানের ফাঁকে ঋদ্ধিমান জানান সব ভালোমতোই এগোচ্ছে। আজই হাতের আঙ্গুলের সেলাই কাটবো। আশা করছি আগামী মাসে রঞ্জিতে ফিরব।
অন্যদিকে সেরা একাদশ নিয়ে প্রশ্ন করা হলে ঋদ্ধিমান বলেন, সেরা একাদশ বাছাইয়ের ভার নির্বাচকমন্ডলীর। আমাদের কাজ শুধুই খেলা। তাই সেরা একাদশে কারা বিবেচ্য তা নিয়ে কথা বলতে চাই না। তবে তিনি বঞ্চিত কিনা এ প্রসঙ্গে তিনি বলেন বঞ্চনা শব্দ আমার ডিকশনারিতে নেই।


Body:.শিলিগুড়ি পৌর নিগমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঋদ্ধিমান সাহা হাতের আঙ্গুলে চোটের কারণে আপাতত কদিন শিলিগুড়িতে বিশ্রাম নিচ্ছেন আজ ফাঁকা সময় পেতে সস্ত্রীক পৌরনিগমের ঋদ্ধিমান সম্বর্ধিত করে ভট্টাচার্য তিনি জানান ঘরের ছেলে তার আরও উন্নতি আমরা দেখতে চাই অন্যদিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর ঋদ্ধিমান বলেন সেরা একাদশে কারা থাকবেন তা বাছাই করার নির্বাচকমণ্ডলীর উপরে এসব নিয়ে কথা বলতে চাই না আমরা খেলোয়াড়রা শুধু ভালো খেলতে চাই কাটিয়ে কবে ফিরবেন খেলার মাঠে এই প্রশ্ন শুনে ঋদ্ধিমান বলেন হাতের আঙ্গুলের চোট সেরে উঠছে আজ সেলাই কাটবো আশা করছি সব ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারিতেই রঞ্জি ত্রফি অংশ নেব


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.