ETV Bharat / city

GST on Hotel: জিএসটির চাপে বাড়ছে হোটেল ভাড়া, পর্যটক কমার আশঙ্কায় ব্যবসায়ীরা - জিএসটির চাপে বাড়ছে হোটেল ভাড়া

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পর এবার পর্যটনেও জিএসটির খাঁড়া ৷ এর ফলে মধ্যবিত্তের সাধের ঘুরতে যাওয়ায় কোপ পড়ল বলেই মনে করছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যাসোসিয়েশন (GST on Hotel)৷

darjeeling
জিএসটির চাপে হোটেল ভাড়া বৃদ্ধি
author img

By

Published : Jul 25, 2022, 10:28 PM IST

দার্জিলিং, 25 জুলাই: হোটেল ভাড়ায় জিএসটির কোপ(Hotel rent is increasing due to hike in GST rate)। যার ফলে মহার্ঘ্য হতে চলেছে পর্যটন । 18 জুলাই থেকে লাগু হয়েছে জিএসটি ৷ ছোট ও মাঝারি মাপের হোটেলগুলিতে জিএসটি লাগু হওয়ায় সমস্যায় পড়তে চলেছে মধ্যবিত্ত ভ্রমণ পিপাসুরা । তবে হোম-স্টে ওই জিএসটির আওতায় রয়েছে কি না, তা নিয়ে ধন্দে পর্যটন ব্যবসায়ীরা । হোটেল ভাড়ার উপর 12 শতাংশ জিএসটি বসেছে । হাজার টাকা থেকে সাড়ে 7 হাজার টাকা পর্যন্ত ভাড়ার হোটেলগুলিতে 18 শতাংশ জিএসটি লাগু করা হয়েছে । যে কারণে পর্যটনে সিঁদুরে কালো মেঘ দেখছেন হোটেল ব্যবসায়ীরা । পর্যটক কমার আশঙ্কা করছেন তাঁরা ৷


বরাবরই পর্যটন মরশুমে তুলনামূলক হোম-স্টে, কম দামি ও মাঝারি হোটেলগুলিতেই চাপ বেশি থাকে । সেই জায়গায় দাঁড়িয়ে ঘর ভাড়া ও খাদ্যদ্রব্যে জিএসটি লাগু হওয়ায় চিন্তায় হোম-স্টে-সহ হোটেল ব্যবসায়ীরা । ইতিমধ্যে হোটেল ও হোম-স্টে গুলোয় পুজোর বুকিং শুরু হয়ে গিয়েছে । বুকিংয়ের সময় প্যাকেজের দাম যা নির্ধারণ করা হয়েছিল, এখন জিএসটি লাগু হওয়ায় তা বেড়ে গিয়েছে ৷ ফলে বুকিং নিয়েও বিপাকে ব্যবসায়ীরা । অন্যদিকে, বুকিংয়ের সময় ভাড়া বেশি চাইলেও ক্ষুব্ধ হন পর্যটকরা । তবে হোম-স্টে সেই নিয়মের বাইরে থাকলে কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করছে পর্যটন মহল ।

আরও পড়ুন : ক্রেতাদের থেকে আদায় করা যাবে না পরিষেবা ফি, হোটেল-রেস্তোরাঁগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের
শিলিগুড়ি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল ঘোষ বলেন, "এমনিতেই এখনও করোনা বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি পর্যটন ব্যবসা ৷ তার মধ্যে কেন্দ্রের এই জিএসটি নীতি খুব খারাপ প্রভাব ফেলছে হোটেল ব্যবসায়ীদের উপর । পর্যটকদের পাশাপাশি শিলিগুড়ি ও পাহাড়ে প্রচুর মানুষ কাজের সূত্রে গিয়ে থাকেন । তাঁদের সব থেকে বেশি সমস্যায় পড়তে হবে । হোম স্টে-র ক্ষেত্রেও একই সমস্যায় পড়বেন পর্যটকরা ।"

জিএসটির চাপে হোটেল ভাড়া বৃদ্ধিতে ব্যবসায়ী ও ট্যুরিজম অ্যাসোসিয়েশনের প্রতিক্রিয়া

হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যালের কথায়, "ইতিমধ্যে বুকিং শুরু হয়ে গিয়েছে । ফের হোটেলের উপর কর বসানোয় মাঝারি ও ছোট হোটেলগুলি সমস্যায় পড়বে । তবে হোম-স্টে নিয়ে এখনও কেন্দ্রের জিএসটি নীতি পরিষ্কার নয় । তবে প্যাকেজ ট্যুরিজমে ব্যাপক বাড়তি টাকা গুনতে হবে পর্যটকদের ।"

ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মৈত্র বলেন, "চাপ অবশ্যই পড়বে । তবে যারা বিলাসবহুল হোটেল ভাড়া নেন তাঁদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা না-হলেও মাঝারি, ছোট ও হোম স্টে-র উপর জিএসটি বৃদ্ধির এই প্রভাব পড়বে । দার্জিলিং, কালিম্পং এলাকায় হোম-স্টের সংখ্যা প্রায় তিন হাজার । সেই জায়গায় হোটেল সংখ্যাটা প্রায় দেড় হাজার । এর মধ্যে হাতে গোনা কয়েকটি বিলাসবহুল হোটেল ছাড়া বাকিগুলো মাঝারি ও ছোট হোটেল । যেহেতু একটা বিশাল সংখ্যক পর্যটকরা মাঝারি ও ছোট হোটেলের উপর বেশি নির্ভর করেন তাই তাঁদের উপর প্রভাব পড়বে ৷"

আরও পড়ুন : এপ্রিলে রেকর্ড জিএসটি সংগ্রহ করে এলিট ক্লাবে ঢুকে পড়ল রাজ্য

দার্জিলিং, 25 জুলাই: হোটেল ভাড়ায় জিএসটির কোপ(Hotel rent is increasing due to hike in GST rate)। যার ফলে মহার্ঘ্য হতে চলেছে পর্যটন । 18 জুলাই থেকে লাগু হয়েছে জিএসটি ৷ ছোট ও মাঝারি মাপের হোটেলগুলিতে জিএসটি লাগু হওয়ায় সমস্যায় পড়তে চলেছে মধ্যবিত্ত ভ্রমণ পিপাসুরা । তবে হোম-স্টে ওই জিএসটির আওতায় রয়েছে কি না, তা নিয়ে ধন্দে পর্যটন ব্যবসায়ীরা । হোটেল ভাড়ার উপর 12 শতাংশ জিএসটি বসেছে । হাজার টাকা থেকে সাড়ে 7 হাজার টাকা পর্যন্ত ভাড়ার হোটেলগুলিতে 18 শতাংশ জিএসটি লাগু করা হয়েছে । যে কারণে পর্যটনে সিঁদুরে কালো মেঘ দেখছেন হোটেল ব্যবসায়ীরা । পর্যটক কমার আশঙ্কা করছেন তাঁরা ৷


বরাবরই পর্যটন মরশুমে তুলনামূলক হোম-স্টে, কম দামি ও মাঝারি হোটেলগুলিতেই চাপ বেশি থাকে । সেই জায়গায় দাঁড়িয়ে ঘর ভাড়া ও খাদ্যদ্রব্যে জিএসটি লাগু হওয়ায় চিন্তায় হোম-স্টে-সহ হোটেল ব্যবসায়ীরা । ইতিমধ্যে হোটেল ও হোম-স্টে গুলোয় পুজোর বুকিং শুরু হয়ে গিয়েছে । বুকিংয়ের সময় প্যাকেজের দাম যা নির্ধারণ করা হয়েছিল, এখন জিএসটি লাগু হওয়ায় তা বেড়ে গিয়েছে ৷ ফলে বুকিং নিয়েও বিপাকে ব্যবসায়ীরা । অন্যদিকে, বুকিংয়ের সময় ভাড়া বেশি চাইলেও ক্ষুব্ধ হন পর্যটকরা । তবে হোম-স্টে সেই নিয়মের বাইরে থাকলে কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করছে পর্যটন মহল ।

আরও পড়ুন : ক্রেতাদের থেকে আদায় করা যাবে না পরিষেবা ফি, হোটেল-রেস্তোরাঁগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের
শিলিগুড়ি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল ঘোষ বলেন, "এমনিতেই এখনও করোনা বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি পর্যটন ব্যবসা ৷ তার মধ্যে কেন্দ্রের এই জিএসটি নীতি খুব খারাপ প্রভাব ফেলছে হোটেল ব্যবসায়ীদের উপর । পর্যটকদের পাশাপাশি শিলিগুড়ি ও পাহাড়ে প্রচুর মানুষ কাজের সূত্রে গিয়ে থাকেন । তাঁদের সব থেকে বেশি সমস্যায় পড়তে হবে । হোম স্টে-র ক্ষেত্রেও একই সমস্যায় পড়বেন পর্যটকরা ।"

জিএসটির চাপে হোটেল ভাড়া বৃদ্ধিতে ব্যবসায়ী ও ট্যুরিজম অ্যাসোসিয়েশনের প্রতিক্রিয়া

হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যালের কথায়, "ইতিমধ্যে বুকিং শুরু হয়ে গিয়েছে । ফের হোটেলের উপর কর বসানোয় মাঝারি ও ছোট হোটেলগুলি সমস্যায় পড়বে । তবে হোম-স্টে নিয়ে এখনও কেন্দ্রের জিএসটি নীতি পরিষ্কার নয় । তবে প্যাকেজ ট্যুরিজমে ব্যাপক বাড়তি টাকা গুনতে হবে পর্যটকদের ।"

ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মৈত্র বলেন, "চাপ অবশ্যই পড়বে । তবে যারা বিলাসবহুল হোটেল ভাড়া নেন তাঁদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা না-হলেও মাঝারি, ছোট ও হোম স্টে-র উপর জিএসটি বৃদ্ধির এই প্রভাব পড়বে । দার্জিলিং, কালিম্পং এলাকায় হোম-স্টের সংখ্যা প্রায় তিন হাজার । সেই জায়গায় হোটেল সংখ্যাটা প্রায় দেড় হাজার । এর মধ্যে হাতে গোনা কয়েকটি বিলাসবহুল হোটেল ছাড়া বাকিগুলো মাঝারি ও ছোট হোটেল । যেহেতু একটা বিশাল সংখ্যক পর্যটকরা মাঝারি ও ছোট হোটেলের উপর বেশি নির্ভর করেন তাই তাঁদের উপর প্রভাব পড়বে ৷"

আরও পড়ুন : এপ্রিলে রেকর্ড জিএসটি সংগ্রহ করে এলিট ক্লাবে ঢুকে পড়ল রাজ্য

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.