ETV Bharat / city

যশ মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠক শিলিগুড়ি পৌরনিগমে - ইয়াস

যশ মোকাবিলায় বৈঠক শিলিগুড়ি পৌরনিগমে ৷ সংশ্লিষ্ট সমস্ত বিভাগ এবং পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠক পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্যদের ৷ উপস্থিত ছিলেন প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব-সহ অন্যরা ৷

wb_slg_03_dengue_yaas_meeting_7209673
যশ মোকাবিলায় উচ্চ পর্যায়ের বৈঠক শিলিগুড়ি পৌরনিগমে
author img

By

Published : May 24, 2021, 7:26 PM IST

শিলিগুড়ি, 24 মে : যশ ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক সারলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্যরা ৷ সোমবার শিলিগুড়ি পৌরনিগমে স্থানীয় পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দফতর, দমকল বিভাগ, বিদ্যুৎ বিভাগ, সেচ বিভাগ, জনস্বাস্থ্য ও কারিগরী দফতর, পানীয় জল সরবরাহ-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্যরা ৷

এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব, সদস্য রঞ্জন সরকার, অলক চক্রবর্তী, বিবেক বৈদ্য, কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (সদর) অমিতাভ মাইতি-সহ অন্যরা ৷

যশ পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী 24 ঘন্টার কন্ট্রোল রুম চালু করছে শিলিগুড়ি পৌরনিগম। যশের ফলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি সামাল দিতে আগেভাগেই প্রস্তুত পৌরনিগম কর্তৃপক্ষ ৷ ত্রাণ শিবির তৈরি-সহ বিভিন্ন ত্রাণসামগ্রী ইতিমধ্যে মজুত করা হয়ে গিয়েছে ৷ প্রাকৃতিক বিপর্যয়ের পর যাতে পানীয় জলের সরবরাহ এবং বিদ্যুৎ সংযোগ কোনওভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দুই দফতরের আধিকারিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷

আরও পড়ুন : যশের জন্য বাড়তি সতর্কতা আসানসোল জেলা হাসপাতালে

অন্যদিকে, করোনার পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের কর্মী এবং আধিকারিকদের আরও সতর্ক হতে বলা হয়েছে ৷ জমা জল পরিষ্কার করা এবং সার্ভে টিমকে এক সপ্তাহের মধ্যে বাড়ি বাড়ি সার্ভে করার নির্দেশ দিয়েছেন গৌতম দেব ৷ করোনার পাশাপাশি শহরে যাতে কোনওভাবেই ডেঙ্গু থাবা না বসাতে পারে, তার জন্য পৌরকর্মীদের কোমর বেঁধে ময়দানে নামার নির্দেশ দিয়েছেন তিনি ৷

শিলিগুড়ি, 24 মে : যশ ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক সারলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্যরা ৷ সোমবার শিলিগুড়ি পৌরনিগমে স্থানীয় পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দফতর, দমকল বিভাগ, বিদ্যুৎ বিভাগ, সেচ বিভাগ, জনস্বাস্থ্য ও কারিগরী দফতর, পানীয় জল সরবরাহ-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্যরা ৷

এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব, সদস্য রঞ্জন সরকার, অলক চক্রবর্তী, বিবেক বৈদ্য, কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (সদর) অমিতাভ মাইতি-সহ অন্যরা ৷

যশ পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী 24 ঘন্টার কন্ট্রোল রুম চালু করছে শিলিগুড়ি পৌরনিগম। যশের ফলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি সামাল দিতে আগেভাগেই প্রস্তুত পৌরনিগম কর্তৃপক্ষ ৷ ত্রাণ শিবির তৈরি-সহ বিভিন্ন ত্রাণসামগ্রী ইতিমধ্যে মজুত করা হয়ে গিয়েছে ৷ প্রাকৃতিক বিপর্যয়ের পর যাতে পানীয় জলের সরবরাহ এবং বিদ্যুৎ সংযোগ কোনওভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দুই দফতরের আধিকারিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷

আরও পড়ুন : যশের জন্য বাড়তি সতর্কতা আসানসোল জেলা হাসপাতালে

অন্যদিকে, করোনার পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের কর্মী এবং আধিকারিকদের আরও সতর্ক হতে বলা হয়েছে ৷ জমা জল পরিষ্কার করা এবং সার্ভে টিমকে এক সপ্তাহের মধ্যে বাড়ি বাড়ি সার্ভে করার নির্দেশ দিয়েছেন গৌতম দেব ৷ করোনার পাশাপাশি শহরে যাতে কোনওভাবেই ডেঙ্গু থাবা না বসাতে পারে, তার জন্য পৌরকর্মীদের কোমর বেঁধে ময়দানে নামার নির্দেশ দিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.