ETV Bharat / city

Goutam Deb covid Positive : করোনা আক্রান্ত হয়ে নার্সিংহোমে ভর্তি গৌতম দেব - করোনা আক্রান্ত গৌতম দেব

করোনার কবলে এবার শিলিগুড়ি পৌর নির্বাচনের 33 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব (Goutam Deb covid Positive) ৷

Goutam Deb
করোনা আক্রান্ত গৌতম দেব
author img

By

Published : Jan 17, 2022, 9:21 PM IST

Updated : Jan 18, 2022, 10:41 AM IST

শিলিগুড়ি, 17 জানুয়ারি : করোনা আক্রান্ত হলেন তৃণমূল নেতা গৌতম দেব ৷ শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তথা শিলিগুড়ি পুর নির্বাচনে 33 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তিনি (Goutam Deb Covid Positive) । তাঁর করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ।

এবারের শিলিগুড়ি পৌর নির্বাচনে নিজের ওয়ার্ডের পাশাপাশি দলের অন্য প্রার্থীদের প্রচারেও টানা ঘুরছিলেন তিনি । এরই মাঝে তাঁর জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় । এরপর পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে । আপাতত নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি ৷ টুইট করে নিজের কোভিড পজিটিভ হওয়ার কথা জানানোর পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদেরও আইসোলেশনে যাওয়ার অনুরোধ করেছেন প্রাক্তন মন্ত্রী । কয়েকদিন আগেই কোভিডের বুস্টার ডোজ নিয়েছিলেন তিনি ৷

  • I have been tested positive today. Just now took admission at Neotia Getwell. It is my earnest request that those who came in close contact with me in the recent past, should get themselves tested immediately.

    — Gautam Deb (@gautamdebaitc) January 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে এই ক'দিনে যেভাবে প্রচার করেছেন তাতে আরও বেশ কয়েকজন প্রার্থী ও দলের অনেক কর্মী সংক্রমিত হতে পারেন বলে আশঙ্কা ৷ যদিও এই বিষয়ে জানার জন্য গৌতম দেবকে ফোন করা হলে তিনি ফোন তোলেননি । এদিকে গত চব্বিশ ঘণ্টায় শিলিগুড়ি পৌরনিগম এলাকায় 129 জন করোনা আক্রান্ত হয়েছেন ।

সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশে গৌতম দেব ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজও গিয়েছিলেন ৷ তবে গৌতম দেব করোনা আক্রান্ত হওয়ায় নির্বাচনের আগে বেশ বিপাকে পরতে হতে পারে শাসকদলকে । কারণ এবারের নির্বাচনে শিলিগুড়ি পৌরনিগম দখল করতে গৌতম দেবকেই সমস্ত দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এমনকি গৌতম দেবকে মেয়র মুখ করেই একপ্রকার লড়াইয়ে নেমেছে তৃণমূল । আর ঠিক নির্বাচনের মুখেই এই খবর ৷

আরও পড়ুন : SMC Election 2022 : জনসংযোগ বাড়াতে নিজের নির্বাচনী ওয়ার্ডে বাড়ি ভাড়া নিলেন গৌতম দেব

শিলিগুড়ি, 17 জানুয়ারি : করোনা আক্রান্ত হলেন তৃণমূল নেতা গৌতম দেব ৷ শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তথা শিলিগুড়ি পুর নির্বাচনে 33 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তিনি (Goutam Deb Covid Positive) । তাঁর করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ।

এবারের শিলিগুড়ি পৌর নির্বাচনে নিজের ওয়ার্ডের পাশাপাশি দলের অন্য প্রার্থীদের প্রচারেও টানা ঘুরছিলেন তিনি । এরই মাঝে তাঁর জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় । এরপর পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে । আপাতত নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি ৷ টুইট করে নিজের কোভিড পজিটিভ হওয়ার কথা জানানোর পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদেরও আইসোলেশনে যাওয়ার অনুরোধ করেছেন প্রাক্তন মন্ত্রী । কয়েকদিন আগেই কোভিডের বুস্টার ডোজ নিয়েছিলেন তিনি ৷

  • I have been tested positive today. Just now took admission at Neotia Getwell. It is my earnest request that those who came in close contact with me in the recent past, should get themselves tested immediately.

    — Gautam Deb (@gautamdebaitc) January 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে এই ক'দিনে যেভাবে প্রচার করেছেন তাতে আরও বেশ কয়েকজন প্রার্থী ও দলের অনেক কর্মী সংক্রমিত হতে পারেন বলে আশঙ্কা ৷ যদিও এই বিষয়ে জানার জন্য গৌতম দেবকে ফোন করা হলে তিনি ফোন তোলেননি । এদিকে গত চব্বিশ ঘণ্টায় শিলিগুড়ি পৌরনিগম এলাকায় 129 জন করোনা আক্রান্ত হয়েছেন ।

সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশে গৌতম দেব ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজও গিয়েছিলেন ৷ তবে গৌতম দেব করোনা আক্রান্ত হওয়ায় নির্বাচনের আগে বেশ বিপাকে পরতে হতে পারে শাসকদলকে । কারণ এবারের নির্বাচনে শিলিগুড়ি পৌরনিগম দখল করতে গৌতম দেবকেই সমস্ত দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এমনকি গৌতম দেবকে মেয়র মুখ করেই একপ্রকার লড়াইয়ে নেমেছে তৃণমূল । আর ঠিক নির্বাচনের মুখেই এই খবর ৷

আরও পড়ুন : SMC Election 2022 : জনসংযোগ বাড়াতে নিজের নির্বাচনী ওয়ার্ডে বাড়ি ভাড়া নিলেন গৌতম দেব

Last Updated : Jan 18, 2022, 10:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.