ETV Bharat / city

উত্তরবঙ্গ মেডিকেলে শিশুসহ 4 জনের মৃত্যু - উত্তরবঙ্গ মেডিকেল কলেজ

বৃহস্পতিবার 2 জনের মৃত্যু হয়েছিল । তারা কোরোনা আক্রান্ত ছিল । শুক্রবার যে চারজনের মৃত্যু হয়েছে, তার মধ্যে দু'জনের কোভিড রিপোর্ট নেগেটিভ । বাকি দু'জনের রিপোর্ট এখনও আসেনি ।

north Bengal medical
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ
author img

By

Published : Jun 13, 2020, 3:37 AM IST

শিলিগুড়ি, 13 জুন : ফের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিট (RICU)-তে মৃত্যু হল চারজনের । এর মধ্যে চার বছরের শিশুও রয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার কৌশিক সমাজদার জানান, মৃত চারজনের মধ্যে দু'জনের কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি দু'জনের রিপোর্ট রাত অবধি আসেনি। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে ।

বৃহস্পতিবারও উত্তরবঙ্গ মেডিকেলের RICU-তে দুই কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছিল। ফলে গত 48 ঘণ্টায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মোট 6 জনের মৃত্যু হল।

অন্যদিকে, শিলিগুড়িতে নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন আরও 5 জন। এছাড়া মাটিগাড়ায় আক্রান্ত 1 জন। পাহাড়ে আক্রান্ত 2 জন। কালিম্পঙে আক্রান্ত আরও 5 জন। স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি কলেজ সংলগ্ন 17 নম্বর ওয়ার্ডে এক আক্রান্তের খোঁজ মিলেছে। এছাড়া 46 নম্বর ওয়ার্ডে রয়েছেন দুই আক্রান্ত। পৌরনিগমের 40 ও 45 নম্বর ওয়ার্ডেও আক্রান্তের খোঁজ মিলেছে। আক্রান্তদের কোভিড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া আটকাতে শনিবার থেকে রেগুলেটেড মার্কেট সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি বিভিন্ন বাজারে নিয়মনীতি মানা হচ্ছে কি না তা দেখতে টাস্ক ফোর্সের তরফে দফায় দফায় অভিযান হবে বলে জানিয়েছেন দার্জিলিঙের জেলাশাসক এস পুণ্যম বালম।

শিলিগুড়ি, 13 জুন : ফের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিট (RICU)-তে মৃত্যু হল চারজনের । এর মধ্যে চার বছরের শিশুও রয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার কৌশিক সমাজদার জানান, মৃত চারজনের মধ্যে দু'জনের কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি দু'জনের রিপোর্ট রাত অবধি আসেনি। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে ।

বৃহস্পতিবারও উত্তরবঙ্গ মেডিকেলের RICU-তে দুই কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছিল। ফলে গত 48 ঘণ্টায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মোট 6 জনের মৃত্যু হল।

অন্যদিকে, শিলিগুড়িতে নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন আরও 5 জন। এছাড়া মাটিগাড়ায় আক্রান্ত 1 জন। পাহাড়ে আক্রান্ত 2 জন। কালিম্পঙে আক্রান্ত আরও 5 জন। স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি কলেজ সংলগ্ন 17 নম্বর ওয়ার্ডে এক আক্রান্তের খোঁজ মিলেছে। এছাড়া 46 নম্বর ওয়ার্ডে রয়েছেন দুই আক্রান্ত। পৌরনিগমের 40 ও 45 নম্বর ওয়ার্ডেও আক্রান্তের খোঁজ মিলেছে। আক্রান্তদের কোভিড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া আটকাতে শনিবার থেকে রেগুলেটেড মার্কেট সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি বিভিন্ন বাজারে নিয়মনীতি মানা হচ্ছে কি না তা দেখতে টাস্ক ফোর্সের তরফে দফায় দফায় অভিযান হবে বলে জানিয়েছেন দার্জিলিঙের জেলাশাসক এস পুণ্যম বালম।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.