ETV Bharat / city

Long Distance Buses Demand Increasing in Siliguri : 15 দিন বন্ধ বিমান পরিষেবা, শিলিগুড়িতে চাহিদা বাড়ছে দূরপাল্লার বাসের - demand for long distance buses is increasing in Siliguri due to closure of air services

শিলিগুড়িতে 15 দিন বিমান পরিষেবা বন্ধ থাকার জন্য দূরপাল্লার বেসরকারি বাসের চাহিদা বাড়ছে (Long Distance Buses Demand Increasing in Siliguri) ৷ কেমন রয়েছে দূরপাল্লার বাসগুলির ভাড়া ?

siliguri
শিলিগুড়িতে বিমান পরিষেবা বন্ধ থাকায় বাসের চাহিদা বাড়ছে
author img

By

Published : Apr 11, 2022, 3:54 PM IST

শিলিগুড়ি, 11 এপ্রিল : বিমান পরিষেবা বন্ধ থাকায় শিলিগুড়িতে বাড়ছে দূরপাল্লার বাসের চাহিদা ৷ রানওয়েতে কাজের জন্য 11 এপ্রিল সোমবার থেকে 15 দিনের জন্য বিমান পরিষেবা বন্ধ থাকবে বাগডোগরায় ৷ তাই যাত্রীদের ভরসা বলতে বাস । তাতেই ভিড় বাড়ছে দূরপাল্লার বাসে (Demand for Long Distance Buses is Increasing in Siliguri due to Closure of Air Services) । ইতিমধ্যে অধিকাংশ বেসরকারি লাক্সারি, ভলভো বাসের বুকিং প্রায় শেষ হয়ে গিয়েছে । তবে চাহিদা বাড়তেই বেসরকারি বাসের অ্যাপ কোম্পানিগুলি ভাড়া বাড়িয়ে টিকিট বিক্রি করছে বলে অভিযোগ । যদিও বাসের ভাড়া বাড়ানো হয়নি বলে দাবি বাস ওনার্স এবং বুকিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ।


সাধারণ স্লিপার ক্লাস ডিলাক্স বাসগুলিরও চাহিদা বেড়ে গিয়েছে । শিলিগুড়ি জংশনের তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে প্রতিদিন বিহার, অসম এবং কলকাতা মিলিয়ে প্রায় শতাধিক বাস চলাচল করে । এই বাসগুলির টিকিট প্রত্যেকটি বাস কোম্পানির কাউন্টার থেকে মেলে । তাছাড়াও বেসরকারি অ্যাপ কোম্পানিগুলি এই বাসের টিকিট বিক্রি করছে ।

অন্যদিকে যাত্রী চাহিদা বেড়ে যেতেই এই অ্যাপ কোম্পানিগুলি প্রতিদিন ভাড়ার তালিকা পাল্টে নতুন নতুন দামে টিকিট বিক্রি করছে বলে অভিযোগ । শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার জন্য বেসরকারি নন এসি স্লিপারের বাস ভাড়া 500 থেকে 600 টাকা । সাধারণ ভলভো বাসের ভাড়া 1150 টাকা ৷ ভলভো মাল্টি এক্সেলর ভাড়া 1300 থেকে 1500 টাকা এবং ভলভো মাল্টি এক্সেল সেমি স্লিপার বাসের ভাড়া প্রায় 1500 থেকে 1800 টাকা ।

আরও পড়ুন : Vorer Alo : পর্যটক টানতে নতুন রূপে সাজছে ভোরের আলো

বিষয়টি নিয়ে শিলিগুড়ি বাস ওনার্স এবং বুকিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সন্তোষ সাহা বলেন, "বিমান পরিষেবা বাতিল হতেই ভলভো, সেমি স্লিপার, মাল্টি এক্সেল গাড়িগুলির চাহিদা বেড়েছে । আসলে মানুষ চায় আরাম করে স্বাচ্ছন্দ্যে নিজের গন্তব্যে পৌঁছতে ৷ তাই ইদানিং ভলভো বাসের চাহিদা বাড়ছে । তবে জ্বালানির দাম বাড়লেও যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে ভাড়া বাড়ানো হয়নি ।"

বিমান পরিষেবা বন্ধের বিষয়ে বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর শুভ্রমণি পি বলেন, "বিমানবন্দরে রানওয়ের চূড়ান্ত পর্যায়ের কাজের জন্য এই ক'দিন পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছি আমরা । বর্ডার রোড অর্গানাইজেশন কাজটি করছে । এতে পরবর্তীতে রানওয়ে নিয়ে আর কোনও সমস্যা হবে না ।"

তবে বিমান পরিষেবা বন্ধের সময়কালে বেসরকারি লাক্সারি-ভলভো গাড়ির চাহিদা বাড়লেও সরকারি বাসে সেই অর্থে যাত্রীদের ভিড় নেই । শিলিগুড়ি জংশনের তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে দুটি বাস কলকাতা যায় । এর মধ্যে একটি সাধারণ রকেট পরিষেবা এবং অন্যটি এসি রকেট পরিষেবা । এছাড়াও কোচবিহার, আলিপুর ও ময়নাগুড়ি থেকে সরাসরি কলকাতার জন্য সরকারি বাস পরিষেবা রয়েছে ।

আরও পড়ুন : Ambulift Facility at Bagdogra Airport : অসুস্থ ও বয়স্কদের সুবিধার্থে বাগডোগরা বিমানবন্দরে চালু অ্য়াম্বুলিফ্ট পরিষেবা, খরচ কেমন ?

শিলিগুড়ি, 11 এপ্রিল : বিমান পরিষেবা বন্ধ থাকায় শিলিগুড়িতে বাড়ছে দূরপাল্লার বাসের চাহিদা ৷ রানওয়েতে কাজের জন্য 11 এপ্রিল সোমবার থেকে 15 দিনের জন্য বিমান পরিষেবা বন্ধ থাকবে বাগডোগরায় ৷ তাই যাত্রীদের ভরসা বলতে বাস । তাতেই ভিড় বাড়ছে দূরপাল্লার বাসে (Demand for Long Distance Buses is Increasing in Siliguri due to Closure of Air Services) । ইতিমধ্যে অধিকাংশ বেসরকারি লাক্সারি, ভলভো বাসের বুকিং প্রায় শেষ হয়ে গিয়েছে । তবে চাহিদা বাড়তেই বেসরকারি বাসের অ্যাপ কোম্পানিগুলি ভাড়া বাড়িয়ে টিকিট বিক্রি করছে বলে অভিযোগ । যদিও বাসের ভাড়া বাড়ানো হয়নি বলে দাবি বাস ওনার্স এবং বুকিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ।


সাধারণ স্লিপার ক্লাস ডিলাক্স বাসগুলিরও চাহিদা বেড়ে গিয়েছে । শিলিগুড়ি জংশনের তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে প্রতিদিন বিহার, অসম এবং কলকাতা মিলিয়ে প্রায় শতাধিক বাস চলাচল করে । এই বাসগুলির টিকিট প্রত্যেকটি বাস কোম্পানির কাউন্টার থেকে মেলে । তাছাড়াও বেসরকারি অ্যাপ কোম্পানিগুলি এই বাসের টিকিট বিক্রি করছে ।

অন্যদিকে যাত্রী চাহিদা বেড়ে যেতেই এই অ্যাপ কোম্পানিগুলি প্রতিদিন ভাড়ার তালিকা পাল্টে নতুন নতুন দামে টিকিট বিক্রি করছে বলে অভিযোগ । শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার জন্য বেসরকারি নন এসি স্লিপারের বাস ভাড়া 500 থেকে 600 টাকা । সাধারণ ভলভো বাসের ভাড়া 1150 টাকা ৷ ভলভো মাল্টি এক্সেলর ভাড়া 1300 থেকে 1500 টাকা এবং ভলভো মাল্টি এক্সেল সেমি স্লিপার বাসের ভাড়া প্রায় 1500 থেকে 1800 টাকা ।

আরও পড়ুন : Vorer Alo : পর্যটক টানতে নতুন রূপে সাজছে ভোরের আলো

বিষয়টি নিয়ে শিলিগুড়ি বাস ওনার্স এবং বুকিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সন্তোষ সাহা বলেন, "বিমান পরিষেবা বাতিল হতেই ভলভো, সেমি স্লিপার, মাল্টি এক্সেল গাড়িগুলির চাহিদা বেড়েছে । আসলে মানুষ চায় আরাম করে স্বাচ্ছন্দ্যে নিজের গন্তব্যে পৌঁছতে ৷ তাই ইদানিং ভলভো বাসের চাহিদা বাড়ছে । তবে জ্বালানির দাম বাড়লেও যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে ভাড়া বাড়ানো হয়নি ।"

বিমান পরিষেবা বন্ধের বিষয়ে বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর শুভ্রমণি পি বলেন, "বিমানবন্দরে রানওয়ের চূড়ান্ত পর্যায়ের কাজের জন্য এই ক'দিন পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছি আমরা । বর্ডার রোড অর্গানাইজেশন কাজটি করছে । এতে পরবর্তীতে রানওয়ে নিয়ে আর কোনও সমস্যা হবে না ।"

তবে বিমান পরিষেবা বন্ধের সময়কালে বেসরকারি লাক্সারি-ভলভো গাড়ির চাহিদা বাড়লেও সরকারি বাসে সেই অর্থে যাত্রীদের ভিড় নেই । শিলিগুড়ি জংশনের তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে দুটি বাস কলকাতা যায় । এর মধ্যে একটি সাধারণ রকেট পরিষেবা এবং অন্যটি এসি রকেট পরিষেবা । এছাড়াও কোচবিহার, আলিপুর ও ময়নাগুড়ি থেকে সরাসরি কলকাতার জন্য সরকারি বাস পরিষেবা রয়েছে ।

আরও পড়ুন : Ambulift Facility at Bagdogra Airport : অসুস্থ ও বয়স্কদের সুবিধার্থে বাগডোগরা বিমানবন্দরে চালু অ্য়াম্বুলিফ্ট পরিষেবা, খরচ কেমন ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.