ETV Bharat / city

সেচ দপ্তরের কাজ পেতে ইঞ্জিনিয়রকে দিতে হয় কাটমানি, অভিযোগ

সেচ দপ্তরের কাজে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়রকে 5 শতাংশ কাটমানি দিতে হয় । তা না দিলে কাজ এগোয় না । নিজেকে ঠিকাদার পরিচয় দিয়ে নাম না জানিয়ে এমনই এক উড়ো চিঠি পাঠানো হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদে । উড়ো চিঠি পেয়ে তা নবান্নে পাঠিয়ে তদন্ত চাইলেন সভাধিপতি তাপস সরকার । সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই ইঞ্জিনিয়ার ।

author img

By

Published : Jul 23, 2019, 8:48 PM IST

Updated : Jul 23, 2019, 8:55 PM IST

অভিযুক্ত ইঞ্জিনিয়র

শিলিগুড়ি, 23 জুলাই : সেচ দপ্তরের কাজে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়রকে 5 শতাংশ কাটমানি দিতে হয় । তা না দিলে কাজ এগোয় না । নিজেকে ঠিকাদার পরিচয় দিয়ে নাম না জানিয়ে এমনই এক উড়ো চিঠি পাঠানো হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদে । উড়ো চিঠি পেয়ে তা নবান্নে পাঠিয়ে তদন্ত চাইলেন সভাধিপতি তাপস সরকার । সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই ইঞ্জিনিয়ার ।

সভাধিপতি তাপস সরকার ও অভিযুক্ত ইঞ্জিনিয়র সুনীলকুমার ঠাকুরের বক্তব্য

সেচ দপ্তরের এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়র সুনীলকুমার ঠাকুর । তাঁর বিরুদ্ধেই কাটমানি নেওয়ার উড়ো চিঠি শিলিগুড়িতে । সভাধিপতি তাপস সরকার বলেন, "মহকুমার নানা প্রকল্প পর্যালোচনা করতে গিয়ে দেখেছি সেচ দপ্তরের কাজ ঢিমে তালে চলছে । সব সভাতে ওই ইঞ্জিনিয়র আসতেন না । চিঠিতে ওই ইঞ্জিনিয়রের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ আনা হয়েছে । সব জানিয়ে নবান্নে চিঠি দিয়েছি । তদন্ত চেয়েছি । তদন্ত হলেই সব স্পষ্ট হবে ।"

অভিযুক্ত ইঞ্জিনিয়র সুনীলকুমার ঠাকুর বলেন, "আমি এই ব্যাপারে কিছু জানি না । এরকম কোনও ঘটনা ঘটে না । কে বা কারা চিঠি দিয়েছে জানি না । কাটমানির অভিযোগ ভিত্তিহীন । "

শিলিগুড়ি, 23 জুলাই : সেচ দপ্তরের কাজে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়রকে 5 শতাংশ কাটমানি দিতে হয় । তা না দিলে কাজ এগোয় না । নিজেকে ঠিকাদার পরিচয় দিয়ে নাম না জানিয়ে এমনই এক উড়ো চিঠি পাঠানো হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদে । উড়ো চিঠি পেয়ে তা নবান্নে পাঠিয়ে তদন্ত চাইলেন সভাধিপতি তাপস সরকার । সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই ইঞ্জিনিয়ার ।

সভাধিপতি তাপস সরকার ও অভিযুক্ত ইঞ্জিনিয়র সুনীলকুমার ঠাকুরের বক্তব্য

সেচ দপ্তরের এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়র সুনীলকুমার ঠাকুর । তাঁর বিরুদ্ধেই কাটমানি নেওয়ার উড়ো চিঠি শিলিগুড়িতে । সভাধিপতি তাপস সরকার বলেন, "মহকুমার নানা প্রকল্প পর্যালোচনা করতে গিয়ে দেখেছি সেচ দপ্তরের কাজ ঢিমে তালে চলছে । সব সভাতে ওই ইঞ্জিনিয়র আসতেন না । চিঠিতে ওই ইঞ্জিনিয়রের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ আনা হয়েছে । সব জানিয়ে নবান্নে চিঠি দিয়েছি । তদন্ত চেয়েছি । তদন্ত হলেই সব স্পষ্ট হবে ।"

অভিযুক্ত ইঞ্জিনিয়র সুনীলকুমার ঠাকুর বলেন, "আমি এই ব্যাপারে কিছু জানি না । এরকম কোনও ঘটনা ঘটে না । কে বা কারা চিঠি দিয়েছে জানি না । কাটমানির অভিযোগ ভিত্তিহীন । "

Intro:সেচ দপ্তরের কাজে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে 5 শতাংশ কাট মানি দিতে হয়। তা না দিলে কাজ এগোয় না। নিজেকে ঠিকাদার পরিচয় দিয়ে নাম না জানিয়ে এমনই এক উড়ো চিঠি পাঠানো হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদে। উড়ো চিঠি পেয়ে তা নবান্নে পাঠিয়ে তদন্ত চাইলেন সভাধিপতি তাপস সরকার। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই ইঞ্জিনিয়ার।


Body:সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুনীল কুমার ঠাকুর। তার বিরুদ্ধেই কাট মানি নেওয়ার উড়ো চিঠি ঘিরে হুলুস্থুল শিলিগুড়িতে। সভাধিপতি তাপস সরকার বলেন মহকুমার নানা প্রকল্প পর্যালোচনা করতে গিয়ে দেখেছি সেচ দপ্তরের কাজ ঢিমে তালে চলছে। সব সভাতেও ওই ইঞ্জিনিয়ার আসতেন না। বরং অধস্তনদের পাঠাতেন। একটা উড়ো চিঠি এসেছে। স্পর্শকাতর বিষয়। চিঠিতে ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে কাট মানি নেওয়ার অভিযোগ আনা হয়েছে।


Conclusion:সভাধিপতি তাপস সরকার বলেন সব জানিয়ে নবান্নে চিঠি দিয়েছি। তদন্ত চেয়েছি। তদন্ত হলেই সব স্পষ্ট হবে। অভিযুক্ত ইঞ্জিনিয়ার সুনীল কুমার ঠাকুর বলেন কে বা কারা চিঠি দিয়েছে জানি না। কাট মানি নেই নি। অভিযোগ ভিত্তিহীন।
Last Updated : Jul 23, 2019, 8:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.