শিলিগুড়ি, 5 জুন : শিলিগুড়িতে মৃত্যু হল এক কোরোনা আক্রান্তের। 54 বছরের ওই ব্যক্তি শিলিগুড়ি পৌরনিগমের 45 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ কয়েকদিন ধরে মাটিগাড়ার কাওয়াখালিতে সরকার অধিগৃহীত SARI হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ তাঁর মৃত্যু হয় ৷ তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ৷ আজ সেই রিপোর্ট পজ়িটিভ আসে । কোরোনা হাসপাতালে স্থানান্তরের আগেই তাঁর মৃত্যু হয় ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য গিয়েছিলেন ওই ব্যক্তি। উপসর্গ থাকায় তাঁকে সেখান থেকে মাটিগাড়ার কাওয়াখালিতে সরকার অধিগৃহীত SARI হাসপাতালে রেফার করা হয়।
এদিকে শিলিগুড়ি পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, গত 24 ঘণ্টায় শিলিগুড়িতে কোরোনায় আক্রান্ত হয়েছে আরও 12 জন ৷ তাঁদের মধ্যে কার্শিয়ঙে আক্রান্ত তিনজন ৷ ফাঁসিদেওয়া ও খড়িবাড়িতে কোরোনায় আক্রান্ত হয়েছে চারজন ৷ সেই সঙ্গে শিলিগুড়ির প্রধাননগরে তিনজনের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে ৷ এর পাশাপাশি শিলিগুড়ি পৌরনিগমের 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক যুবকের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ ওই যুবক সম্প্রতি কলকাতা থেকে ফিরেছিল ৷ এছাড়াও আরও একজন ব্যক্তি কোরোনায় আক্রান্ত ৷ সব মিলে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা 50 ছাড়িয়েছে ৷
দার্জিলিঙের জেলাশাসক এস পুন্যম বালম জানান, "গত 24 ঘন্টায় যারা কোরোনায় আক্রান্ত হয়েছে তাদের কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।" জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য বলেন, "আজ SARI হাসপাতালে একজন কোরোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তাঁর কোরোনা সংক্রমণের জন্যই মৃত্যু হয়েছে নাকি কোমর্বিডিটি ডেথ তা খতিয়ে দেখা হচ্ছে ।"