শিলিগুড়ি, 11 মে: মোবাইল টাওয়ার বসানোর নাম করে প্রতারণার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার ভীন জেলার এক কলেজ ছাত্র । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে । সোমবার আসানসোলে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানার পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম কুন্দন মাহাতো । আসানসোলের কলেজে তৃতীয় বর্ষের পড়ুয়া সে ৷ বাড়ি পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার নিয়ামতপুর নয়াপাড়া এলাকায় ৷ অভিযোগ, ফোন করে বিভিন্ন বাড়ির মালিককে মোবাইল টাওয়ার বসানোর জন্য জায়গা চায় ওই যুবক । এরপর টাওয়ার বসানোর জন্য বাড়ির মালিকদের কাছ থেকে মোটা টাকা তুলে নেয় ।
আরও পড়ুন: কলকাতা পৌরনিগমের উদ্যোগে পরিবহনকর্মী ও হকারদের টিকাকরণ
আরও জানা গিয়েছে, মোবাইল টাওয়ার বসানোর নাম করে টাকা নিয়ে প্রতারণার একটি চক্র রাজ্যে সক্রিয় হয়েছে । তাদের মধ্যে বেশিরভাগই কলেজ পড়ুয়া ৷ সম্প্রতি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া এলাকার একটি মহিলাকে ফোন করে টাওয়ার বসানোর নাম করে ওই যুবক দুই লক্ষেরও অধিক টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ । এরপর ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ব্যাঙ্কের টাকা লেনদেনের বিবরণ ধরে যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃত যুবককে জিজ্ঞাসা করে ওই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানার পুলিশ ৷