ETV Bharat / city

অসমাপ্ত মণ্ডপ, নেই প্রতিমা, শিলিগুড়িতে পুজোর ভার্চুয়ালি সূচনা - পুজো মণ্ডপ উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়

পুজো মণ্ডপ তৈরির কাজ অসম্পূর্ণ ৷ মণ্ডপে প্রতিমা নেই ৷ এই পরিস্থিতিতে শিলিগুড়িতে ভার্চুয়ালি পুজোর সূচনা করলেন মুখ্যমন্ত্রী ৷

chief-minister-virtually-inaugurated-of-durga-puja-mandap
শিলিগুড়িতে ভার্চুয়ালি পুজোর সূচনা
author img

By

Published : Oct 14, 2020, 10:04 PM IST

শিলিগুড়ি, 14 অক্টোবর : আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বেশ কয়েকটি জেলার দুর্গাপুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তেমনি শিলিগুড়ির একাধিক পুজোর আনুষ্ঠানিক সূচনাও করেন তিনি ৷ শুভ সূচনা হলেও একাধিক ক্লাবে মণ্ডপ তৈরির কাজ সম্পন্ন হয়নি ৷

আজ নিউ জলপাইগুড়ি সেন্ট্রাল কলোনির পুজো প্রাঙ্গনে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷ তিনি বলেন, "কোরোনা পরিস্থিতির মধ্যেই পুজো হচ্ছে ৷ ফলে এখনও বহু ক্লাবেই পুজোর মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা কিছুই তৈরি হয়নি ৷ কাজ চলছে ৷ তাও আমরা আনুষ্ঠানিকভাবে পুজোর সূচনা করলাম ৷ এরসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়ালে পুজোর সূচনা বা অমিত শাহের আসন্ন সফরের কোনও সম্পর্ক নেই ৷ "

আসন্ন পুজোর আগে কলকাতায় কিছু পুজা মণ্ডপ অনলাইনে উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ এছাড়া আগামী 17 অক্টোবর শিলিগুড়িতে দলীয় কর্মসূচিতে আসার কথা ছিল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ তাঁর পরিবর্তে 19 অক্টোবর আসছেন জে পি নাড্ডা ৷ এই সফরে এসে কিছু পুজোর ভার্চুয়াল সূচনা করতে পারেন তিনি ৷

শিলিগুড়ি, 14 অক্টোবর : আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বেশ কয়েকটি জেলার দুর্গাপুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তেমনি শিলিগুড়ির একাধিক পুজোর আনুষ্ঠানিক সূচনাও করেন তিনি ৷ শুভ সূচনা হলেও একাধিক ক্লাবে মণ্ডপ তৈরির কাজ সম্পন্ন হয়নি ৷

আজ নিউ জলপাইগুড়ি সেন্ট্রাল কলোনির পুজো প্রাঙ্গনে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷ তিনি বলেন, "কোরোনা পরিস্থিতির মধ্যেই পুজো হচ্ছে ৷ ফলে এখনও বহু ক্লাবেই পুজোর মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা কিছুই তৈরি হয়নি ৷ কাজ চলছে ৷ তাও আমরা আনুষ্ঠানিকভাবে পুজোর সূচনা করলাম ৷ এরসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়ালে পুজোর সূচনা বা অমিত শাহের আসন্ন সফরের কোনও সম্পর্ক নেই ৷ "

আসন্ন পুজোর আগে কলকাতায় কিছু পুজা মণ্ডপ অনলাইনে উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ এছাড়া আগামী 17 অক্টোবর শিলিগুড়িতে দলীয় কর্মসূচিতে আসার কথা ছিল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ তাঁর পরিবর্তে 19 অক্টোবর আসছেন জে পি নাড্ডা ৷ এই সফরে এসে কিছু পুজোর ভার্চুয়াল সূচনা করতে পারেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.