শিলিগুড়ি, 31 অগাস্ট: কলেজের মেধা তালিকা-বিভ্রাটে বাদ গেল না শিলিগুড়িও। তবে, এবার আর পর্ন তারকা নয়, শিলিগুড়ি কলেজের মেধা তালিকায় দেখা গেল কার্টুন চরিত্র শিন চ্যান ও ডোরেমনের নাম। ঘটনায় ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে শিক্ষামহলে, নিন্দার ঝড় উঠছে৷ এভাবে শিক্ষাঙ্গনকে হাসির খোরাক করে তুলছে যারা তাদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে৷ এই বিষয়ে একমত কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষও৷ তিনি জানান, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ করা হবে।
রাজ্যজুড়ে চলছে অনলাইন আবেদনের ভিত্তিতে তৈরি হওয়া মেধা তালিকা বিভ্রাট৷ মেধা তালিকায় দেখা যাচ্ছে সানি লিওন, মিয়া খালিফার মতো পর্ন তারকাদের নাম৷ এসেছে নেহা কক্করের মতো সংগীত শিল্পীর নামও৷ কখনও আশুতোষ কলেজ খবরে, কখনও বজবজ। এবার কাণ্ড শিলিগুড়িতে। শিলিগুড়ি কলেজে ফিজিক্স ও কম্পিউটার সায়েন্সের মেধা তালিকায় দেখা গলে জনপ্রিয় দুই কার্টুন চরিত্রের নাম। একজন শিন চ্যান নোহারা, আরেকজন ডোরেমন নোহারা। বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসতেই সরিয়ে ফেলা হয় ওই তালিকা। পরে সংশোধিত তালিকা প্রকাশ করা হয়৷
এই বিষয়ে কলেজ অধ্যক্ষ সুজিত ঘোষকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "নিন্দনীয় ঘটনা। শিক্ষা প্রতিষ্ঠানের গরিমাকে নষ্ট করতেই কেউ বা কারা এমন কাণ্ড ঘটিয়েছে। সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানানো হবে। "
আরও বলেন, "প্রভেশনাল মেধা তালিকায় ওই দুটো নাম ছিল। তবে, বিষয়টি নজরে আসতেই ফাইনাল মেরিট লিস্ট থেকে তা বাদ পড়েছে।"