শিলিগুড়ি, 16 ডিসেম্বর : CAA এবং NRC-র প্রতিবাদে গতকাল নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাবতীয় ট্রেন বাতিল হয়ে যায় । আজ ফের ট্রেন চলবে কি না তাও নিশ্চিত নয় । এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে বাস এবং বিমানের টিকিটের খোঁজ শুরু করেছেন নিউ জলপাইগুড়িতে আটকে পড়া যাত্রীরা । অপর্যাপ্ত বাসের কারণে টিকিটের হাহাকার দেখা দিয়েছে । অন্যদিকে চাহিদা বাড়ায় পাল্লা দিয়ে বেড়েছে বিমানের টিকিটের দাম । ফলে দুর্ভোগে যাত্রীরা ।
সোমবার সকাল থেকেই ভিড় শিলিগুড়ি জংশনের বাস টার্মিনাসে । যাত্রীরা কলকাতার বিভিন্ন বাসের খোঁজ করছেন । অথচ টিকিট মিলছে না । অপর্যাপ্ততার কারণে টিকিট মিলবে না জেনে কার্যত হতাশ হচ্ছেন তারা । ক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ, বাইরে দালালরা বাসের টিকিট কালোবাজারি করে বিক্রি করছেন । কাউন্টার থেকে কোনও বাসের টিকিট মিলছে না ।
সেই সঙ্গে একই হাল দেখা যায় বাগডোগরা বিমানবন্দরে । সেখানে বিমান চলাচল স্বাভাবিক । বিমানের চাহিদা বাড়ায় টিকিটের দাম বেড়ে গেছে । যে বিমানের টিকিট 4 থেকে 7 হাজারে পাওয়া যায়, তা এখন 17 হাজার ছুঁয়েছে । অস্বাভাবিক দাম বৃদ্ধি পাওয়ায় বিমানের টিকিট কাটতে পারছেন না অধিকাংশ যাত্রী ।
আবার অন্যদিকে হোটেলগুলিও ঝোপ বুঝে কোপ মারছে । বাস ও ট্রেনের টিকিট না পাওয়ায় যাত্রীদের বাধ্য হয়ে হোটেলে থাকতে হচ্ছে । তবে সেখানেও সমস্যা । ভালো হোটেলে ঘর নেই, আর যেসব হোটেলে নিম্নমানের ঘর রয়েছে তার ভাড়া অনেক বেশি ।