ETV Bharat / city

অমিল বাসের টিকিট এবং বিমানের টিকিটের চড়া দাম, দুর্ভোগে যাত্রীরা - চড়া দাম বিমানের টিকিট

সোমবার সকাল থেকেই ভিড় শিলিগুড়ি জংশনের বাস টার্মিনাসে । যাত্রীরা কলকাতার বিভিন্ন বাসের খোঁজ করছেন । অথচ টিকিট মিলছে না । সেই সঙ্গে একই হাল দেখা যায় বাগডোগরা বিমানবন্দরে । সেখানে বিমান চলাচল স্বাভাবিক । অথচ বিমানের চাহিদা বাড়ায় টিকিটের দাম বেড়ে গেছে ।

tickets are not available
দুর্ভোগে যাত্রীরা
author img

By

Published : Dec 16, 2019, 6:12 PM IST

Updated : Dec 16, 2019, 10:03 PM IST

শিলিগুড়ি, 16 ডিসেম্বর : CAA এবং NRC-র প্রতিবাদে গতকাল নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাবতীয় ট্রেন বাতিল হয়ে যায় । আজ ফের ট্রেন চলবে কি না তাও নিশ্চিত নয় । এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে বাস এবং বিমানের টিকিটের খোঁজ শুরু করেছেন নিউ জলপাইগুড়িতে আটকে পড়া যাত্রীরা । অপর্যাপ্ত বাসের কারণে টিকিটের হাহাকার দেখা দিয়েছে । অন্যদিকে চাহিদা বাড়ায় পাল্লা দিয়ে বেড়েছে বিমানের টিকিটের দাম । ফলে দুর্ভোগে যাত্রীরা ।

tickets are not available
দুর্ভোগে যাত্রীরা

সোমবার সকাল থেকেই ভিড় শিলিগুড়ি জংশনের বাস টার্মিনাসে । যাত্রীরা কলকাতার বিভিন্ন বাসের খোঁজ করছেন । অথচ টিকিট মিলছে না । অপর্যাপ্ততার কারণে টিকিট মিলবে না জেনে কার্যত হতাশ হচ্ছেন তারা । ক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ, বাইরে দালালরা বাসের টিকিট কালোবাজারি করে বিক্রি করছেন । কাউন্টার থেকে কোনও বাসের টিকিট মিলছে না ।

tickets are not available
দুর্ভোগে যাত্রীরা

সেই সঙ্গে একই হাল দেখা যায় বাগডোগরা বিমানবন্দরে । সেখানে বিমান চলাচল স্বাভাবিক । বিমানের চাহিদা বাড়ায় টিকিটের দাম বেড়ে গেছে । যে বিমানের টিকিট 4 থেকে 7 হাজারে পাওয়া যায়, তা এখন 17 হাজার ছুঁয়েছে । অস্বাভাবিক দাম বৃদ্ধি পাওয়ায় বিমানের টিকিট কাটতে পারছেন না অধিকাংশ যাত্রী ।

অমিল বাসের টিকিট এবং বিমানের টিকিটের চড়া দাম

আবার অন্যদিকে হোটেলগুলিও ঝোপ বুঝে কোপ মারছে । বাস ও ট্রেনের টিকিট না পাওয়ায় যাত্রীদের বাধ্য হয়ে হোটেলে থাকতে হচ্ছে । তবে সেখানেও সমস্যা । ভালো হোটেলে ঘর নেই, আর যেসব হোটেলে নিম্নমানের ঘর রয়েছে তার ভাড়া অনেক বেশি ।

শিলিগুড়ি, 16 ডিসেম্বর : CAA এবং NRC-র প্রতিবাদে গতকাল নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাবতীয় ট্রেন বাতিল হয়ে যায় । আজ ফের ট্রেন চলবে কি না তাও নিশ্চিত নয় । এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে বাস এবং বিমানের টিকিটের খোঁজ শুরু করেছেন নিউ জলপাইগুড়িতে আটকে পড়া যাত্রীরা । অপর্যাপ্ত বাসের কারণে টিকিটের হাহাকার দেখা দিয়েছে । অন্যদিকে চাহিদা বাড়ায় পাল্লা দিয়ে বেড়েছে বিমানের টিকিটের দাম । ফলে দুর্ভোগে যাত্রীরা ।

tickets are not available
দুর্ভোগে যাত্রীরা

সোমবার সকাল থেকেই ভিড় শিলিগুড়ি জংশনের বাস টার্মিনাসে । যাত্রীরা কলকাতার বিভিন্ন বাসের খোঁজ করছেন । অথচ টিকিট মিলছে না । অপর্যাপ্ততার কারণে টিকিট মিলবে না জেনে কার্যত হতাশ হচ্ছেন তারা । ক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ, বাইরে দালালরা বাসের টিকিট কালোবাজারি করে বিক্রি করছেন । কাউন্টার থেকে কোনও বাসের টিকিট মিলছে না ।

tickets are not available
দুর্ভোগে যাত্রীরা

সেই সঙ্গে একই হাল দেখা যায় বাগডোগরা বিমানবন্দরে । সেখানে বিমান চলাচল স্বাভাবিক । বিমানের চাহিদা বাড়ায় টিকিটের দাম বেড়ে গেছে । যে বিমানের টিকিট 4 থেকে 7 হাজারে পাওয়া যায়, তা এখন 17 হাজার ছুঁয়েছে । অস্বাভাবিক দাম বৃদ্ধি পাওয়ায় বিমানের টিকিট কাটতে পারছেন না অধিকাংশ যাত্রী ।

অমিল বাসের টিকিট এবং বিমানের টিকিটের চড়া দাম

আবার অন্যদিকে হোটেলগুলিও ঝোপ বুঝে কোপ মারছে । বাস ও ট্রেনের টিকিট না পাওয়ায় যাত্রীদের বাধ্য হয়ে হোটেলে থাকতে হচ্ছে । তবে সেখানেও সমস্যা । ভালো হোটেলে ঘর নেই, আর যেসব হোটেলে নিম্নমানের ঘর রয়েছে তার ভাড়া অনেক বেশি ।

Intro:গতকাল নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাবতীয় ট্রেন বাতিলের পর আজ ফের ট্রেন চলবে কিনা নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে বাস এবং বিমানের টিকিটের খোঁজ শুরু করেছেন আটকে পড়া যাত্রীরা। অপর্যাপ্ত বাসের কারণে টিকিটের হাহাকার দেখা দিয়েছে। অন্যদিকে চাহিদা বাড়ায় পাল্লা দিয়ে বেড়েছে বিমানের টিকিটের দাম। ফলে দুর্ভোগে আটকে পড়া যাত্রীরা।




Body:
সকাল থেকেই ভিড় রয়েছে শিলিগুড়ি জংশন এর বাস টার্মিনাসে। যাত্রীরা এসে খোঁজ করছেন কলকাতার বিভিন্ন বাসের টিকিট মিলবে কিনা। অপর্যাপ্ততার কারণে টিকিট মিলবে না জেনে কার্যত হতাশ হচ্ছেন তারা। ক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ, বাইরে দালালরা টিকিট কালোবাজারি করে বিক্রি করছেন। কাউন্টার থেকে কোনও বাসের টিকিট মিলছে না।
একই হাল বাগডোগরা বিমানবন্দরে। সেখানে প্লেন চলাচল স্বাভাবিক হলেও চাহিদা বাড়ায় টিকিটের দাম বেড়েছে। যাত্রীদের অভিযোগ, যে বিমানের টিকিট 4 থেকে 7 হাজারে মেলে চাহিদা বাড়ায় সেই টিকিট আজ 17 হাজার টাকা ছুঁয়েছে। দাম শুনে বিমানের টিকিট কাটতে পারেনি অধিকাংশ যাত্রী। তাদের আক্ষেপ, সাধ থাকলেও সাধ্য নেই। অগত্যা আটকে আছি। যাত্রীদের কেউ কেউ বলেছেন পকেটের টাকা শেষ হয়ে যাচ্ছে। দ্রুত বাড়ি ফিরতে হবে। কিভাবে ফিরবো বুঝে উঠতে পারছিনা।

যাত্রীদের একাংশের অভিযোগ, ঝোপ বুঝে কোপ মারছে হোটেলগুলিও। ভালো হোটেলে ঘর নেই, যেসব হোটেলে নিম্নমানের ঘর রয়েছে সেখানে গড়ে হাজার টাকার নিচে ঘর দেওয়া হচ্ছে না। ফলে কেউ রাত কাটিয়েছেন রেলস্টেশনে কেউ বা বাস টার্মিনালে। চরম দুর্ভোগ চলছেই।

পিটিসি দিয়ে করা আছে। বিমানবন্দরের ভিজ্যুয়াল বাইট ও বাস টার্মিনাসের ভিজ্যুয়াল ও যাত্রীদের বাইট সহ। প্যাকেজের জন্য।


Conclusion:
Last Updated : Dec 16, 2019, 10:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.