দার্জিলিং, 23 অক্টোবর : পাঁচদিন পর নিখোঁজ হোমগার্ড সুমন থাপার দেহ উদ্ধার করতে সক্ষম হল প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী । শনিবার ধস সরিয়ে ওই হোমগার্ডের দেহ উদ্ধার করা হয় । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পাহাড়ে ৷
19 অক্টোবর রাতে টানা বৃষ্টির জেরে দার্জিলিং সদরের মহকুমাশাসকের বাংলোর একাংশ ধসে ভেঙে পড়ে । সেই ধসের ঘটনার পরই নিখোঁজ হন বাংলোতে কর্তব্যরত রঙ্গলিয়ট থানার হোমগার্ড সুমন থাপা । তড়িঘড়ি উদ্ধারকাজে নামে পুলিশ, দমকল, সিভিল ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলা দল । টানা পাঁচদিন উদ্ধারকাজ চালানোর পর শুক্রবার রাতে সুমনের দেহ ধসের নীচে চাপা পড়া অবস্থায় দেখতে পাওয়া যায় ৷ কিন্তু পাহাড়ে চলছে প্রবল বর্ষণ ৷ তাই সেই সময়ের জন্য উদ্ধারকার্য বন্ধ রাখতে বাধ্য হন বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷
শনিবার ভোর থেকে ফের উদ্ধার কাজ শুরু হয় ৷ প্রায় সাড়ে চার ঘণ্টার টানা চেষ্টার পর দেহ তুলো আনতে সক্ষম হন বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সিভিল ডিফেন্সের কর্মীরা । দেহ প্রথমে ময়নাতদন্তের জন্য দার্জিলিং সদর হাসপাতালে পাঠানো হয় । তারপর পুলিশ সুপারের কার্যালয়ে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা সুমন থাপাকে শেষ শ্রদ্ধা জানান ৷
দার্জিলিং জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার রিনচেন লামা বলেন, "টানা পাঁচদিন ধরে উদ্ধারকাজ চালানো হয়েছিল । বৃষ্টির কারণে দেহ উদ্ধার করতে বেশ কিছুটা সময় লেগে যায় । এদিন সকালে দেহ উদ্ধারে আমরা সক্ষম হয়েছি ।" স্থানীয় বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী রাজমং তামাং বলেন, "আরও আগে দেহ উদ্ধার করা যেত । পুলিশ-প্রশাসন সহযোগিতা করায় তাঁদের আমরা ধন্যবাদ জানাই ।"
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ক্ষতিপূরণ বিপর্যয় মোকাবিলা ধারা অনুযায়ী মৃতের পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে । পরবর্তীতে পরিবারকে রাজ্য সরকারের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন জেলাশাসক এস পুন্নমবলম ।
আরও পড়ুন : Darjeeling Landslide : পাহাড়ে নতুন করে জাতীয় সড়কে ধস, সমতলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন