ETV Bharat / city

পুষ্প প্রদর্শনীর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কালো টম্যাটো

author img

By

Published : Feb 7, 2021, 2:17 PM IST

আপাতদৃষ্টিতে দূর থেকে দেখে মনে হবে বড় আকারের আঙুর । কিন্তু স্বাদে আর গন্ধে সাধারণ টম্যাটোকেও হার মানায় এই কালো টম্যাটো ।

Black tomato is winning hearts in flower show
Black tomato is winning hearts in flower show

শিলিগুড়ি, 7 ফেব্রুয়ারি : সুস্বাদু রান্না হোক বা স্যালাড । অপরিহার্য টম্যাটো । কিন্তু, পরিচিত লাল বা সবুজের বদলে যদি সেই টম্যাটোর রং হয় কালো ? হ্যাঁ, কালো ! আপাতদৃষ্টিতে দেখে মনে হবে বড় কালো আঙুরের মতো কোনও ফল । কিন্তু স্বাদে আর গন্ধে সাধারণ টম্যাটোকেও হার মানায় ওই কালো টম্যাটো । আর সেই কালো রঙের টম্যাটো দেখতেই এখন ভিড় শিলিগুড়ির পুষ্প প্রদর্শনী মেলায় । কালো রঙের ওই টম্যাটোই এখন গোটা মেলার কেন্দ্রবিন্দুতে । বালুরঘাটের বাসিন্দা পেশায় সবজি ব্যবসায়ী পার্থ ঘোষ একাধিক গবেষণার মধ্যে দিয়ে তৈরি করেছেন এই কালো টম্যাটো ।

মূলত ইজ়রায়েলে উৎপাদিত হয় এই কালো টম্যাটো । ভারতের পরিবেশ ও আবহাওয়ায় কালো টম্যাটোর উৎপাদনে বিশেষ কিছু সমস্যা হয় । কিন্তু পার্থ ঘোষ তাঁর এক আত্মীয়ের মাধ্যমে কালো টম্যাটোর বীজ ইজ়রায়েল থেকে আনান । এরপর সাধারণ পরিবেশে খাপ খাওয়ানোর জন্য বীজটিকে বিশেষভাবে তৈরি করা হয় । একাধিকবার অসফল হলেও শেষমেশ কালো টম্যাটোর উৎপাদন করেছেন পার্থ ঘোষ । সাফল্য আসতেই রাজ্যের সবজি চাষিদের কালো টম্যাটোর বিষয়ে অবগত করতে বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নিতে শুরু করেছেন তিনি । শিলিগুড়ির প্রদর্শনী মেলাতেও দর্শকদের আকর্ষণের কেন্দ্রে এই বিশেষ কালো টম্যাটো ।

আরও পড়ুন : ভেবেচিন্তে কথা বলুন, সচিনকে পরামর্শ পাওয়ারের

পার্থ ঘোষ বলেন, "সাধারণ মানুষ এবং অন্যান্য সবজি উৎপাদকরা যাতে কালো টম্যাটোর বিষয়ে জানে সেজন্য প্রদর্শনীতে অংশ নিয়ে থাকি । এই টম্যাটো সাধারণ টম্যাটোর থেকে স্বাদে অনেক ভালো । তবে এখনও বাজারে বিক্রির মতো উৎপাদন কেউ শুরু করেনি । তবে আশা করি, আগামীতে কৃষকরা ইচ্ছে প্রকাশ করবে ।"

স্বাদে-গন্ধে সাধারণ টম্যাটোকেও হার মানায় কালো টম্যাটো

শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির সম্পাদক প্রশান্ত সেন বলেন, "কালো টম্যাটো সত্যি আশ্চর্যজনক । সাধারণ মানুষ কালো টম্যাটো দেখতে উৎসুক ।" গৃহবধূ লিপিকা সাহা বলেন, "আমি সত্যি অবাক হয়ে গিয়েছি যে কালো টম্যাটোও হয় । আমার খুব ইচ্ছে আছে বীজ পেলে বাড়িতে অবশ্যই লাগাব ।" আরেক দর্শক নির্মলেন্দু দাস বলেন, "দারুন কনসেপ্ট । লাল বা সবুজ ছাড়াও যে কালো টম্যাটো হয় সেটা এই প্রথম দেখলাম ।"

আরও পড়ুন : মেয়ে হওয়ার পর অনুষ্কার কি অবস্থা দেখুন !

শিলিগুড়ি, 7 ফেব্রুয়ারি : সুস্বাদু রান্না হোক বা স্যালাড । অপরিহার্য টম্যাটো । কিন্তু, পরিচিত লাল বা সবুজের বদলে যদি সেই টম্যাটোর রং হয় কালো ? হ্যাঁ, কালো ! আপাতদৃষ্টিতে দেখে মনে হবে বড় কালো আঙুরের মতো কোনও ফল । কিন্তু স্বাদে আর গন্ধে সাধারণ টম্যাটোকেও হার মানায় ওই কালো টম্যাটো । আর সেই কালো রঙের টম্যাটো দেখতেই এখন ভিড় শিলিগুড়ির পুষ্প প্রদর্শনী মেলায় । কালো রঙের ওই টম্যাটোই এখন গোটা মেলার কেন্দ্রবিন্দুতে । বালুরঘাটের বাসিন্দা পেশায় সবজি ব্যবসায়ী পার্থ ঘোষ একাধিক গবেষণার মধ্যে দিয়ে তৈরি করেছেন এই কালো টম্যাটো ।

মূলত ইজ়রায়েলে উৎপাদিত হয় এই কালো টম্যাটো । ভারতের পরিবেশ ও আবহাওয়ায় কালো টম্যাটোর উৎপাদনে বিশেষ কিছু সমস্যা হয় । কিন্তু পার্থ ঘোষ তাঁর এক আত্মীয়ের মাধ্যমে কালো টম্যাটোর বীজ ইজ়রায়েল থেকে আনান । এরপর সাধারণ পরিবেশে খাপ খাওয়ানোর জন্য বীজটিকে বিশেষভাবে তৈরি করা হয় । একাধিকবার অসফল হলেও শেষমেশ কালো টম্যাটোর উৎপাদন করেছেন পার্থ ঘোষ । সাফল্য আসতেই রাজ্যের সবজি চাষিদের কালো টম্যাটোর বিষয়ে অবগত করতে বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নিতে শুরু করেছেন তিনি । শিলিগুড়ির প্রদর্শনী মেলাতেও দর্শকদের আকর্ষণের কেন্দ্রে এই বিশেষ কালো টম্যাটো ।

আরও পড়ুন : ভেবেচিন্তে কথা বলুন, সচিনকে পরামর্শ পাওয়ারের

পার্থ ঘোষ বলেন, "সাধারণ মানুষ এবং অন্যান্য সবজি উৎপাদকরা যাতে কালো টম্যাটোর বিষয়ে জানে সেজন্য প্রদর্শনীতে অংশ নিয়ে থাকি । এই টম্যাটো সাধারণ টম্যাটোর থেকে স্বাদে অনেক ভালো । তবে এখনও বাজারে বিক্রির মতো উৎপাদন কেউ শুরু করেনি । তবে আশা করি, আগামীতে কৃষকরা ইচ্ছে প্রকাশ করবে ।"

স্বাদে-গন্ধে সাধারণ টম্যাটোকেও হার মানায় কালো টম্যাটো

শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির সম্পাদক প্রশান্ত সেন বলেন, "কালো টম্যাটো সত্যি আশ্চর্যজনক । সাধারণ মানুষ কালো টম্যাটো দেখতে উৎসুক ।" গৃহবধূ লিপিকা সাহা বলেন, "আমি সত্যি অবাক হয়ে গিয়েছি যে কালো টম্যাটোও হয় । আমার খুব ইচ্ছে আছে বীজ পেলে বাড়িতে অবশ্যই লাগাব ।" আরেক দর্শক নির্মলেন্দু দাস বলেন, "দারুন কনসেপ্ট । লাল বা সবুজ ছাড়াও যে কালো টম্যাটো হয় সেটা এই প্রথম দেখলাম ।"

আরও পড়ুন : মেয়ে হওয়ার পর অনুষ্কার কি অবস্থা দেখুন !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.