ETV Bharat / city

Siliguri BJP Councillor: বিজেপির মহিলা কাউন্সিলরকে 'প্রাণে মারার হুমকি' - Siliguri BJP MLA Sankar Ghosh

শিলিগুড়িতে বিজেপির মহিলা কাউন্সিলরকে (Siliguri BJP Councillor) ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণে মারার হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (Threats to death by Message) । থানায় অভিযোগ দায়ের কাউন্সিলারের ।

BJP woman councillor threats to death by Message in Siliguri
Siliguri BJP Councillor: বিজেপি মহিলা কাউন্সিলরকে গালিগালাজ ও প্রাণে মারার হুমকি, চাঞ্চল্য শিলিগুড়িতে
author img

By

Published : Sep 27, 2022, 11:16 AM IST

শিলিগুড়ি, 27 সেপ্টেম্বর: অজ্ঞাত নম্বর থেকে ফোন । তারপর ম্যাসেজ করে বিজেপির কাউন্সিলরকে অকথ্য ভাষায় গালিগালাজ। পাশাপাশি প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়ার অভিযোগ । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে । ঘটনার পর থেকেই আতঙ্কিত শিলিগুড়ি পৌরনিগমের 8 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর শালিনী ডালমিয়া (Siliguri BJP Councillor) ।

সোমবার শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন কাউন্সিলর । তাঁর অভিযোগ, রবিবার রাতে একটি অজানা নম্বর থেকে বার বার ফোন আসে । কাউন্সিলার হওয়ার সুবাদেই সেই ফোন তোলেন তিনি । প্রথম কয়েকবার ফোনের অপর প্রান্ত থেকে কোনও সাড়া-শব্দ না পেলেও পরের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় । এরপর, এদিন সকালে ওই নম্বর থেকেই আসা একটি টেক্সট ম্যাসেজে গালিগালাজ করে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে তাঁকে বলে অভিযোগ (BJP woman councillor threats to death) । ওই ঘটনায় রাজনৈতিক যোগ বা অন্য কোনও বিষয় রয়েছেন কি না, তা অবশ্য স্পষ্ট করতে পারেননি কাউন্সিলর ।

ঘটনার প্রেক্ষিতে এদিন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (Siliguri BJP MLA Sankar Ghosh), শিলিগুড়ি পৌরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন-সহ অন্যান্যদের উপস্থিতিতে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । অভিযোগ খতিয়ে দেখে ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ । এ বিষয়ে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "পুলিশ সঠিক পদক্ষেপ নিতে না পারলে আগামীতে দলগতভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে । কেন এভাবে একজন মহিলা কাউন্সিলরকে প্রাণে মারার হুমকি দেওয়া হলো? কে বা কারা যুক্ত আছে ? তা অবিলম্বে তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে ।"

শালিনী ডালমিয়া বলেন, "রাতে ফোন আসায় ভেবেছিলাম কোন গুরুত্বপূর্ণ কাজে কোন ওয়ার্ডবাসী আমায় ফোন করেছে । কিন্তু ফোন তুলতে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করা হয় । প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে । রাজনৈতিক নাকি অন্য কোন বিষয় সেটা পুলিশ তদন্ত করে দেখুক ।"

আরও পড়ুন: 'বাচাল ঘোষ' বলে কুণালকে কটাক্ষ সুকান্তর

এই বিষয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, "তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজের সঙ্গে কোনওভাবে যুক্ত নয় । পুলিশ বিষয়টি তদন্ত করে মূল অপরাধীকে গ্রেফতার করুক ।"

শিলিগুড়ি, 27 সেপ্টেম্বর: অজ্ঞাত নম্বর থেকে ফোন । তারপর ম্যাসেজ করে বিজেপির কাউন্সিলরকে অকথ্য ভাষায় গালিগালাজ। পাশাপাশি প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়ার অভিযোগ । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে । ঘটনার পর থেকেই আতঙ্কিত শিলিগুড়ি পৌরনিগমের 8 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর শালিনী ডালমিয়া (Siliguri BJP Councillor) ।

সোমবার শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন কাউন্সিলর । তাঁর অভিযোগ, রবিবার রাতে একটি অজানা নম্বর থেকে বার বার ফোন আসে । কাউন্সিলার হওয়ার সুবাদেই সেই ফোন তোলেন তিনি । প্রথম কয়েকবার ফোনের অপর প্রান্ত থেকে কোনও সাড়া-শব্দ না পেলেও পরের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় । এরপর, এদিন সকালে ওই নম্বর থেকেই আসা একটি টেক্সট ম্যাসেজে গালিগালাজ করে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে তাঁকে বলে অভিযোগ (BJP woman councillor threats to death) । ওই ঘটনায় রাজনৈতিক যোগ বা অন্য কোনও বিষয় রয়েছেন কি না, তা অবশ্য স্পষ্ট করতে পারেননি কাউন্সিলর ।

ঘটনার প্রেক্ষিতে এদিন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (Siliguri BJP MLA Sankar Ghosh), শিলিগুড়ি পৌরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন-সহ অন্যান্যদের উপস্থিতিতে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । অভিযোগ খতিয়ে দেখে ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ । এ বিষয়ে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "পুলিশ সঠিক পদক্ষেপ নিতে না পারলে আগামীতে দলগতভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে । কেন এভাবে একজন মহিলা কাউন্সিলরকে প্রাণে মারার হুমকি দেওয়া হলো? কে বা কারা যুক্ত আছে ? তা অবিলম্বে তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে ।"

শালিনী ডালমিয়া বলেন, "রাতে ফোন আসায় ভেবেছিলাম কোন গুরুত্বপূর্ণ কাজে কোন ওয়ার্ডবাসী আমায় ফোন করেছে । কিন্তু ফোন তুলতে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করা হয় । প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে । রাজনৈতিক নাকি অন্য কোন বিষয় সেটা পুলিশ তদন্ত করে দেখুক ।"

আরও পড়ুন: 'বাচাল ঘোষ' বলে কুণালকে কটাক্ষ সুকান্তর

এই বিষয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, "তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজের সঙ্গে কোনওভাবে যুক্ত নয় । পুলিশ বিষয়টি তদন্ত করে মূল অপরাধীকে গ্রেফতার করুক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.