ETV Bharat / city

হেমতাবাদে বিধায়কের দেহ উদ্ধারের ঘটনায় শিলিগুড়িতে বিক্ষোভ BJP-র

"CID নয়, CBI তদন্ত চাই ৷ আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে ।" শিলিগুড়িতে হুঁশিয়ারি BJP নেতৃত্বের ।

BJP
BJP
author img

By

Published : Jul 13, 2020, 10:53 PM IST

শিলিগুড়ি, 13 জুলাই : হেমতাবাদে বিধায়কের দেহ উদ্ধারের ঘটনায় শিলিগুড়িতে বিক্ষোভ প্রদর্শন করল BJP । বিক্ষোভে অংশ নেন BJP জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল, রাজু সাহা সহ অন্যরা ৷ আজ প্রায় 40 জন BJP নেতা-কর্মী এই মিছিলে অংশ নেন ৷

শিলিগুড়ি হিলকার্ট রোড অবরোধ করে মিছিল করেন BJP কর্মী-সমর্থকরা ৷ প্রায় 30 মিনিট ধরে অবরোধ চলে ৷ বিক্ষোভের জেরে সাময়িকভাবে ব্যাহত হয় যান চলাচল ৷ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

বাগডোগরাতেও BJP-র তরফে বিক্ষোভ দেখানো হয় ৷ আজ সন্ধ্যায় বিহারমোড়ে বিক্ষোভ দেখান প্রায় 30 জন কর্মী ৷ এই ঘটনায় 14 জনকে আটক করেছে পুলিশ ৷ কাল উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে BJP ৷

শিলিগুড়ি সাংগঠনিক জেলা BJP সভাপতি প্রবীণ আগরওয়াল বলেন, "পরিকল্পনা করেই দেবেন্দ্রনাথ রায়কে খুন করা হয়েছে । আমরা CID নয়, CBI তদন্ত চাইছি । অবিলম্বে রাজ্য সরকার তদন্তভার CBI-কে দিক। আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে"

শিলিগুড়ি, 13 জুলাই : হেমতাবাদে বিধায়কের দেহ উদ্ধারের ঘটনায় শিলিগুড়িতে বিক্ষোভ প্রদর্শন করল BJP । বিক্ষোভে অংশ নেন BJP জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল, রাজু সাহা সহ অন্যরা ৷ আজ প্রায় 40 জন BJP নেতা-কর্মী এই মিছিলে অংশ নেন ৷

শিলিগুড়ি হিলকার্ট রোড অবরোধ করে মিছিল করেন BJP কর্মী-সমর্থকরা ৷ প্রায় 30 মিনিট ধরে অবরোধ চলে ৷ বিক্ষোভের জেরে সাময়িকভাবে ব্যাহত হয় যান চলাচল ৷ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

বাগডোগরাতেও BJP-র তরফে বিক্ষোভ দেখানো হয় ৷ আজ সন্ধ্যায় বিহারমোড়ে বিক্ষোভ দেখান প্রায় 30 জন কর্মী ৷ এই ঘটনায় 14 জনকে আটক করেছে পুলিশ ৷ কাল উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে BJP ৷

শিলিগুড়ি সাংগঠনিক জেলা BJP সভাপতি প্রবীণ আগরওয়াল বলেন, "পরিকল্পনা করেই দেবেন্দ্রনাথ রায়কে খুন করা হয়েছে । আমরা CID নয়, CBI তদন্ত চাইছি । অবিলম্বে রাজ্য সরকার তদন্তভার CBI-কে দিক। আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.