শিলিগুড়ি, 7 ফেব্রুয়ারি : ''রাজ্য মন্ত্রিসভা ওই বাজেট বক্তৃতা তৈরি করেছে । সেটাই পড়েছেন রাজ্যপাল । সংবিধান মেনেই তা করেছেন তিনি । এতে আশ্চর্য হওয়ার কিছু নেই৷'' বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের বক্তৃতা প্রসঙ্গে এমনই বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ।
আজ শিলিগুড়িতে বিদ্যাসাগর স্মারক বক্তৃতা দিতে আসেন তিনি । সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই জানান বামফ্রন্ট চেয়ারম্যান । পাশাপাশি তিনি বলেন, ''কে কী ভেবে নিয়েছিলেন তা জানি না । কিন্তু রাজ্যের বাজেট অধিবেশনে প্রারম্ভে রাজ্যপাল রাজ্যের তরফে লিখে দেওয়া বক্তব্য পড়বেন । এটাই সংবিধানে রয়েছে ।''
এর আগেও অনেকবার রাজ্য-রাজ্যপাল সংঘাত হতে দেখা গেছে । রাজ্য বিধানসভা শুরুর আগে দফায় দফায় রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিভিন্ন দপ্তরের মন্ত্রীসহ মুখ্যসচিবও । সেই বৈঠকেই রাজ্যপাল জানান, বাজেটের কিছু অংশ তিনি দেখতে চান । এরপরই ফের একবার প্রকাশ্যে আসে রাজ্য-রাজ্যপাল সংঘাত । রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয় বাজেটের গোপন নথি বাজেট পেশের আগে দেখানো সম্ভব নয় । অনড় থাকেন রাজ্যপালও ।
এরপর, বাজেটের যে বক্তৃতা রাজ্যের তরফে দেওয়া হয় তার কিছু পরিবর্তনের কথা জানান রাজ্যপাল । কিন্তু তাতেও রাজি হয়নি রাজ্য সরকার । শেষপর্যন্ত রাজ্যপাল এক বিবৃতিতে বলেন, তিনি লক্ষ্মণরেখা অতিক্রম করবেন না ৷
শুক্রবার ঠিক সময় মতোই বিধানসভায় আসেন রাজ্যপাল । পাঠ করেন রাজ্যের দেওয়া সেই বক্তৃতাও । তাঁকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।