ETV Bharat / city

সংবিধান মেনেই রাজ্যপাল বাজেট পড়েছেন, আশ্চর্যের কিছু নেই : বিমান বসু - Left Front Chairman biman basu

''কে কী ভেবে নিয়েছিলেন তা জানি না । কিন্তু রাজ্যের বাজেট অধিবেশনের প্রারম্ভে রাজ্যপাল রাজ্যের তরফে লিখে দেওয়া বক্তব্য পড়বেন । এটাই সংবিধানে রয়েছে ।'' বললেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ।

Left Front Chairman biman bose
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু
author img

By

Published : Feb 7, 2020, 10:30 PM IST

শিলিগুড়ি, 7 ফেব্রুয়ারি : ''রাজ্য মন্ত্রিসভা ওই বাজেট বক্তৃতা তৈরি করেছে । সেটাই পড়েছেন রাজ্যপাল । সংবিধান মেনেই তা করেছেন তিনি । এতে আশ্চর্য হওয়ার কিছু নেই৷'' বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের বক্তৃতা প্রসঙ্গে এমনই বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ।

আজ শিলিগুড়িতে বিদ্যাসাগর স্মারক বক্তৃতা দিতে আসেন তিনি । সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই জানান বামফ্রন্ট চেয়ারম্যান । পাশাপাশি তিনি বলেন, ''কে কী ভেবে নিয়েছিলেন তা জানি না । কিন্তু রাজ্যের বাজেট অধিবেশনে প্রারম্ভে রাজ্যপাল রাজ্যের তরফে লিখে দেওয়া বক্তব্য পড়বেন । এটাই সংবিধানে রয়েছে ।''

রাজ্যপাল রাজ্যের লেখা বক্তৃতা পড়বেন, এটাই সংবিধানে রয়েছে ; বললেন বিমান বসু

এর আগেও অনেকবার রাজ্য-রাজ্যপাল সংঘাত হতে দেখা গেছে । রাজ্য বিধানসভা শুরুর আগে দফায় দফায় রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিভিন্ন দপ্তরের মন্ত্রীসহ মুখ্যসচিবও । সেই বৈঠকেই রাজ্যপাল জানান, বাজেটের কিছু অংশ তিনি দেখতে চান । এরপরই ফের একবার প্রকাশ্যে আসে রাজ্য-রাজ্যপাল সংঘাত । রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয় বাজেটের গোপন নথি বাজেট পেশের আগে দেখানো সম্ভব নয় । অনড় থাকেন রাজ্যপালও ।
এরপর, বাজেটের যে বক্তৃতা রাজ্যের তরফে দেওয়া হয় তার কিছু পরিবর্তনের কথা জানান রাজ্যপাল । কিন্তু তাতেও রাজি হয়নি রাজ্য সরকার । শেষপর্যন্ত রাজ্যপাল এক বিবৃতিতে বলেন, তিনি লক্ষ্মণরেখা অতিক্রম করবেন না ৷

শুক্রবার ঠিক সময় মতোই বিধানসভায় আসেন রাজ্যপাল । পাঠ করেন রাজ্যের দেওয়া সেই বক্তৃতাও । তাঁকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

শিলিগুড়ি, 7 ফেব্রুয়ারি : ''রাজ্য মন্ত্রিসভা ওই বাজেট বক্তৃতা তৈরি করেছে । সেটাই পড়েছেন রাজ্যপাল । সংবিধান মেনেই তা করেছেন তিনি । এতে আশ্চর্য হওয়ার কিছু নেই৷'' বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের বক্তৃতা প্রসঙ্গে এমনই বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ।

আজ শিলিগুড়িতে বিদ্যাসাগর স্মারক বক্তৃতা দিতে আসেন তিনি । সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই জানান বামফ্রন্ট চেয়ারম্যান । পাশাপাশি তিনি বলেন, ''কে কী ভেবে নিয়েছিলেন তা জানি না । কিন্তু রাজ্যের বাজেট অধিবেশনে প্রারম্ভে রাজ্যপাল রাজ্যের তরফে লিখে দেওয়া বক্তব্য পড়বেন । এটাই সংবিধানে রয়েছে ।''

রাজ্যপাল রাজ্যের লেখা বক্তৃতা পড়বেন, এটাই সংবিধানে রয়েছে ; বললেন বিমান বসু

এর আগেও অনেকবার রাজ্য-রাজ্যপাল সংঘাত হতে দেখা গেছে । রাজ্য বিধানসভা শুরুর আগে দফায় দফায় রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিভিন্ন দপ্তরের মন্ত্রীসহ মুখ্যসচিবও । সেই বৈঠকেই রাজ্যপাল জানান, বাজেটের কিছু অংশ তিনি দেখতে চান । এরপরই ফের একবার প্রকাশ্যে আসে রাজ্য-রাজ্যপাল সংঘাত । রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয় বাজেটের গোপন নথি বাজেট পেশের আগে দেখানো সম্ভব নয় । অনড় থাকেন রাজ্যপালও ।
এরপর, বাজেটের যে বক্তৃতা রাজ্যের তরফে দেওয়া হয় তার কিছু পরিবর্তনের কথা জানান রাজ্যপাল । কিন্তু তাতেও রাজি হয়নি রাজ্য সরকার । শেষপর্যন্ত রাজ্যপাল এক বিবৃতিতে বলেন, তিনি লক্ষ্মণরেখা অতিক্রম করবেন না ৷

শুক্রবার ঠিক সময় মতোই বিধানসভায় আসেন রাজ্যপাল । পাঠ করেন রাজ্যের দেওয়া সেই বক্তৃতাও । তাঁকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

Intro:সংবিধান মেনেই রাজ্যের লেখা বাজেট বক্তৃতার লেখনী পড়লেন রাজ্যপাল। এটাই দস্তুর। শিলিগুড়িতে বললেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।


Body:আজ শিলিগুড়িতে বিদ্যাসাগর স্বারক বক্তৃতা দিতে আসেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সেখানে তিনি বলেন রাজ্য মন্ত্রীসভা ওই বাজেট বক্তৃতা তৈরি করেছে। সেটাই পড়েছেন রাজ্যপাল। সংবিধান মেনেই তা করেছেন তিনি। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।

তিনি বলেন কে কি ভেবে নিয়েছিলেন তা জানি না। কিন্তু রাজ্যের বাজেট অধিবেশনে প্রারম্ভে রাজ্যপাল রাজ্যের তরফে লিখে দেওয়া বক্তব্য পড়বেন। এটাই সংবিধানে রয়েছে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.