শিলিগুড়ি, 16 এপ্রিল : প্রচার শেষ ৷ রাত পোহালেই শিলিগুড়িতে শুরু হবে নির্বাচন ৷ প্রচারের ব্যস্ততা শেষ, তাই হালকা মেজাজে রয়েছেন রাজনৈতিক প্রার্থী থেকে নেতা-কর্মীরা ৷ সাংগঠনিক কাজে জোর যেমন দিচ্ছে, তেমনই কেউ আবার বই পড়ে, গান শুনে, সিনেমা দেখে সময় কাটাচ্ছেন ৷ তবুও মাথায় ঘুরছে করোনার দুশ্চিন্তা ৷
শিলিগুড়িতে যেভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে তাতে যাবতীয় করোনা বিধি মেনে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে কমিশন ৷ নিরাপত্তা জনিত কারণে শহরে বিক্ষিপ্তভাবে চলছে নাকা তল্লাশি, চলছে রুটমার্চ ৷ প্রচারের সময় শেষ হলেও বুথ এজেন্টদের সঙ্গে বৈঠক করে শেষ মুহুর্তের প্রস্তুতি ঝালাই করে নিচ্ছেন প্রার্থীরা ৷
আরও পড়ুন : কোভিড আবহে কি একদিনেই বাকি ভোট ? আজ সর্বদলীয় বৈঠকে কমিশন
ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেব বলেন, "আমি কাজ ফেলে রাখি না । হাল্কা মেজাজেই সময় কাটাচ্ছি । সিনেমা দেখব । আর যেভাবে করোনা বাড়ছে তা সত্যিই বিপজ্জনক । বিজেপির নেতৃত্বরা যেভাবে প্রচার করে বেড়িয়েছেন তাতে করোনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ।"
শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী অশোক ভট্টাচার্য বলেন, "সাংগঠনিক কাজে বেশি জোর দিচ্ছি । এই দুদিন শেষ মুহর্তে একবার সব দেখে নিচ্ছি । আর করোনা নিয়ে আমরা বলেছিলাম যেভাবে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা বড় বড় মিছিল করেছে তাতে করোনা সাধারণ মানুষের জন্য আরও বেশি বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে ।"
অন্যদিকে, শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ বলেন, "নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখব, যাতে স্বাস্থ্যবিধিতে বেশি জোর দেওয়া হয় । আর প্রচার শেষ হলেও বিভিন্ন বুথে যাচ্ছি, দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা সারছি ।"