ETV Bharat / city

আকাশপথে কাঠমাণ্ডুর সঙ্গে জুড়তে পারে বাগডোগরা - siliguri

পরিকাঠামো তৈরি হয়েছে । রাজ্য সরকার জমি দিলেই আগামী দু'বছরের মধ্যে বাগডোগরায় নতুন টার্মিনালের কাজ হয়ে যাবে । ডোমেস্টিক বিমানবন্দরের পাশাপাশি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবেও নতুন করে আত্মপ্রকাশ করবে বাগডোগরা বিমানবন্দর । জানালেন বাগডোগরা এয়ারপোর্ট ডিরেক্টর সুব্রমণি পি ।

বাগডোগরা বিমানবন্দর
author img

By

Published : Jun 21, 2019, 6:54 PM IST

শিলিগুড়ি, 21 জুন : ভুটানের পারো ও থাইল্যান্ডের ব্যাঙ্ককের পর এবার আকাশপথে নেপালের কাঠমাণ্ডুর সঙ্গে জুড়তে পারে বাগডোগরা । আজ ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের তরফে ডেস্টিনেশন নর্থবেঙ্গল শীর্ষক আলোচনা সভায় এসে এই সম্ভাবনার কথা জানালেন এয়ারপোর্ট ডিরেক্টর সুব্রমণি পি । আগামীদিনে ডোমেস্টিক বিমানবন্দরের পাশাপাশি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবেও নতুন করে আত্মপ্রকাশ করবে বাগডোগরা ।

রাজ্য সরকার বাগডোগরা বিমানবন্দরে জ্বালানি কর তুলে নেয় । তারপর থেকেই বাগডোগরা হয়ে চলাচলের প্রবণতা বেড়েছে । ভায়া বাগডোগরা হয়ে এখন চলাচল করতে আগ্রহী বহু বিমানসংস্থা । আজ এয়ারপোর্ট ডিরেক্টর জানান, এই মুহূর্তে প্রতিদিন 37টি বিমান উড়ছে এই বিমানবন্দর থেকে । একটি আন্তর্জাতিক বিমান ছাড়াও কলকাতা, দিল্লি, হায়দরাবাদ, মুম্বইসহ দেশের নয়টি বড় শহরে চালানো হচ্ছে বিমান ।

তিনি আরও বলেন, "গত বছর 23 কোটি টাকা মুনাফা করেছে বাগডোগরা । যাত্রীসংখ্যার বিচারে দেশের দ্রুততম উন্নয়নশীল বিমানবন্দরের তালিকায় স্থান পেয়েছে বাগডোগরা । এই মুহূর্তে দেশের 22টি প্রধান বিমানবন্দরের অন্যতম এটি । তাই এবার আন্তর্জাতিক বিমান আরও বেশি করে চালাতে আমরা আগ্রহী । কাঠমাণ্ডুর এক বিমানসংস্থা বাগডোগরা থেকে বিমান চালাতে আগ্রহ দেখিয়েছে । আলোচনা চলছে । আমরা সব দিক থেকেই প্রস্তুত আছি । তাই বণিকসভা এবং বিমানসংস্থাগুলির কাছে আমরা অনুরোধ করছি এই লাভজনক বিমানবন্দরে আপনারা বিমান নিয়ে আসুন । "

তাঁর বক্তব্য, সব কিছু তৈরি রয়েছে । যাত্রীসংখ্যা বাড়ছে । সেই কারণে রাজ্য সরকারের কাছে জমি চাওয়া হয়েছিল । একবার জমি পেয়ে গেলে দু'বছরের মধ্যে নতুন টার্মিনালের কাজ হয়ে যাবে । পরিকল্পনা ও পরিকাঠামো তৈরি রয়েছে । এখন শুধু রাজ্য সরকার জমি দেওয়ার অপেক্ষায় । অফিশিয়ালি সরকারের তরফ থেকে এখনও আশ্বাস না মিললেও যেমনটা শোনা যাচ্ছে দুই-তিন মাসের মধ্যে সরকার জমি হস্তান্তর করবে । ডোমেস্টিক বিমানবন্দরের পাশাপাশি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে নতুন করে আত্মপ্রকাশ করবে বাগডোগরা বিমানবন্দর ।

শিলিগুড়ি, 21 জুন : ভুটানের পারো ও থাইল্যান্ডের ব্যাঙ্ককের পর এবার আকাশপথে নেপালের কাঠমাণ্ডুর সঙ্গে জুড়তে পারে বাগডোগরা । আজ ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের তরফে ডেস্টিনেশন নর্থবেঙ্গল শীর্ষক আলোচনা সভায় এসে এই সম্ভাবনার কথা জানালেন এয়ারপোর্ট ডিরেক্টর সুব্রমণি পি । আগামীদিনে ডোমেস্টিক বিমানবন্দরের পাশাপাশি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবেও নতুন করে আত্মপ্রকাশ করবে বাগডোগরা ।

রাজ্য সরকার বাগডোগরা বিমানবন্দরে জ্বালানি কর তুলে নেয় । তারপর থেকেই বাগডোগরা হয়ে চলাচলের প্রবণতা বেড়েছে । ভায়া বাগডোগরা হয়ে এখন চলাচল করতে আগ্রহী বহু বিমানসংস্থা । আজ এয়ারপোর্ট ডিরেক্টর জানান, এই মুহূর্তে প্রতিদিন 37টি বিমান উড়ছে এই বিমানবন্দর থেকে । একটি আন্তর্জাতিক বিমান ছাড়াও কলকাতা, দিল্লি, হায়দরাবাদ, মুম্বইসহ দেশের নয়টি বড় শহরে চালানো হচ্ছে বিমান ।

তিনি আরও বলেন, "গত বছর 23 কোটি টাকা মুনাফা করেছে বাগডোগরা । যাত্রীসংখ্যার বিচারে দেশের দ্রুততম উন্নয়নশীল বিমানবন্দরের তালিকায় স্থান পেয়েছে বাগডোগরা । এই মুহূর্তে দেশের 22টি প্রধান বিমানবন্দরের অন্যতম এটি । তাই এবার আন্তর্জাতিক বিমান আরও বেশি করে চালাতে আমরা আগ্রহী । কাঠমাণ্ডুর এক বিমানসংস্থা বাগডোগরা থেকে বিমান চালাতে আগ্রহ দেখিয়েছে । আলোচনা চলছে । আমরা সব দিক থেকেই প্রস্তুত আছি । তাই বণিকসভা এবং বিমানসংস্থাগুলির কাছে আমরা অনুরোধ করছি এই লাভজনক বিমানবন্দরে আপনারা বিমান নিয়ে আসুন । "

তাঁর বক্তব্য, সব কিছু তৈরি রয়েছে । যাত্রীসংখ্যা বাড়ছে । সেই কারণে রাজ্য সরকারের কাছে জমি চাওয়া হয়েছিল । একবার জমি পেয়ে গেলে দু'বছরের মধ্যে নতুন টার্মিনালের কাজ হয়ে যাবে । পরিকল্পনা ও পরিকাঠামো তৈরি রয়েছে । এখন শুধু রাজ্য সরকার জমি দেওয়ার অপেক্ষায় । অফিশিয়ালি সরকারের তরফ থেকে এখনও আশ্বাস না মিললেও যেমনটা শোনা যাচ্ছে দুই-তিন মাসের মধ্যে সরকার জমি হস্তান্তর করবে । ডোমেস্টিক বিমানবন্দরের পাশাপাশি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে নতুন করে আত্মপ্রকাশ করবে বাগডোগরা বিমানবন্দর ।

Intro:শিলিগুড়ি, 21 জুন: পারো এবং ব্যংককের পর এবার অচিরেই আকাশপথে জুড়তে পারে বাগডোগরা ও কাঠমান্ডু। আজ ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের তরফে ডেস্টিনেশন নর্থবেঙ্গল শীর্ষক আলোচনা সভায় এসে জানালেন এয়ারপোর্ট ডিরেক্টর সুব্রক্ষনি পি।

রাজ্যের সরকার বাগডোগরা বিমানবন্দরে জ্বালানি কর তুলে নেওয়ার পর থেকেই এই বিমকনবন্দর হয়ে চলাচলের প্রবণতা বেড়েছে। ভায়া বাগডোগরা হয়ে চলাচল করতে আগ্রহী বহু বিমানসংস্থা। আজ এয়ারপোর্ট ডিরেক্টর জানান, এই মুহূর্তে রোজ 37টি বিমান চলছে এই বিমনবন্দর থেকে। একটি আন্তর্জাতিক বিমান ছাড়াও কলকাতা, দিল্লি, হায়দরাবাদ, মুম্বাইসহ দেশের নয়টি বড় শহরে চালানো হচ্ছে বিমান।

সুব্রক্ষনি পি আরো জানান, গত বছর 23 কোটি টাকা মুনাফা অর্জন করেছে এই বিমানবন্দর। যাত্রীসংখ্যার বিচারে দেশের দ্রুততম উন্নয়নশীল বিমকনবন্দরের তালিকায় স্থান পেয়েছে বাগডোগরা। একই সঙ্গে তিনি বলেন এই মুহূর্তে দেশের 22টি প্রধান বিমকনবন্দরের অন্যতম এই এয়ারপোর্ট। তাই এবার আন্তর্জাতিক বিমান আরো বেশি করে চালাতে আমরা আগ্রহী। তিনি বলেন কাঠমান্ডুর এক বিমান সংস্থা বাগডোগরা থেকে বিমান চালাতে আগ্রহ দেখিয়ে আলোচনা চালাচ্ছে। আমরা সব দিক থেকেই প্রস্তুত আছি। তাই বনিকসভা এবং বিমানসংস্থাগুলির কাছে আমরা অনুরোধ করছি এই লাভজনক বিমানবন্দরে আপনারা বিমান নিয়ে আসুন।

এদিন সুব্রক্ষনি পি বলেন যাত্রীসংখ্যা বাড়ছে বলেই রাজ্যের কাছে জমি চেয়েছিলাম আমরা। এখনো সেই জমি মেলেনি। লিখিত ভাবে আশ্বাস না পেলেও আমরা শুনেছি আগামী কয়েক মাসের মধ্যে জমি অধিগ্রহণ করে আমাদের হাতে তুলে দেবে রাজ্য সরকার। তারপর দুই বছরের মধ্যে আরো একটি অত্যাধুনিক টার্মিনাল তৈরি করা হবে এখানে। ডোমেস্টিক বিমানবন্দরের পাশাপাশি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে নতুন করে আত্মপ্রকাশ করবে বাগডোগরা বিমানবন্দর।


Body:.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.