ETV Bharat / city

রাজ্যের অনুরোধ, বাগডোগরায় আগামীকাল থেকে শুরু হচ্ছে না বিমান চলাচল - আমফানে বিধ্বস্ত বাংলা

বাগডোগরা বিমান বন্দর থেকে বিমান চলাচলের সূচি ঘোষণা করেও রাজ্যের অনুরোধের বাতিল হয়ে গেল বিমান চলাচল। বিমান বন্দর সুত্রে খবর, আগামীকালকের বদলে 28 মে থেকে শুরু হবে বিমান চলাচল।

canceled flights
বাগডোগরা
author img

By

Published : May 24, 2020, 10:08 PM IST

শিলিগুড়ি, 24 মে : আগামীকাল থেকে 36 দিনের জন্য বাগডোগরা বিমান বন্দর থেকে বিমান চলাচলের সূচি ঘোষণা করেও রাজ্যের অনুরোধের বাতিল হয়ে গেল বিমান চলাচল। বিমান বন্দর সূত্রে খবর, আগামীকালকের বদলে 28 মে থেকে শুরু হবে বিমান চলাচল।

সম্প্রতি রাজ্যের তরফে কেন্দ্রকে অনুরোধ জানিয়ে বলা হয় আমফানে বিধ্বস্ত বাংলা । সেই কারণে আপাতত বিমান চলাচল বন্ধ রাখা হোক। কারণ ভিনরাজ্য থেকে যাঁরা আসবেন, তাঁদের মনিটরিং এবং স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে সমস্যা হতে পারে। আধিকারিকেরাও আপাতত ব্যস্ত আছেন উদ্ধার কাজে।

অন্যদিকে, বিমান বন্দর সুত্রে জানা গিয়েছে বাগডোগরা থেকে আপাতত কমছে বিমান সংখ্যাও। বিমান বন্দর সুত্রেই জানা গিয়েছে, 5টি বিমান সংস্থার 15টি বিমান আপাতত চলবে। যা অন্য সময়ের চেয়ে অনেক কম। আগে দৈনিক 35 জোড়া বিমান এখান থেকে চলাচল করত। আপাতত 11টি বিমান রোজ চললেও, এখান থেকে 4টি বিমান সপ্তাহের নির্দিষ্ট কিছু দিনে চলাচল করবে। কলকাতা ছাড়াও দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু ও মুম্বই অভিমুখে বিমান চলাচল করবে।

বিমান বন্দরের অধিকর্তা সুব্রক্ষণ্য পি জানান, প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টিকিট বিক্রিও শুরু হয়েছিল। যাত্রীবহনে কেন্দ্রীয় নির্দেশিকা মেনে চলবে বিমানগুলি। কিন্তু রাজ্যের অনুরোধের প্রেক্ষিতে আপাতত বিমান চলাচল বাতিল হয়ে গেল। আগামী 28 মে থেকে ফের চলবে বিমান।

শিলিগুড়ি, 24 মে : আগামীকাল থেকে 36 দিনের জন্য বাগডোগরা বিমান বন্দর থেকে বিমান চলাচলের সূচি ঘোষণা করেও রাজ্যের অনুরোধের বাতিল হয়ে গেল বিমান চলাচল। বিমান বন্দর সূত্রে খবর, আগামীকালকের বদলে 28 মে থেকে শুরু হবে বিমান চলাচল।

সম্প্রতি রাজ্যের তরফে কেন্দ্রকে অনুরোধ জানিয়ে বলা হয় আমফানে বিধ্বস্ত বাংলা । সেই কারণে আপাতত বিমান চলাচল বন্ধ রাখা হোক। কারণ ভিনরাজ্য থেকে যাঁরা আসবেন, তাঁদের মনিটরিং এবং স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে সমস্যা হতে পারে। আধিকারিকেরাও আপাতত ব্যস্ত আছেন উদ্ধার কাজে।

অন্যদিকে, বিমান বন্দর সুত্রে জানা গিয়েছে বাগডোগরা থেকে আপাতত কমছে বিমান সংখ্যাও। বিমান বন্দর সুত্রেই জানা গিয়েছে, 5টি বিমান সংস্থার 15টি বিমান আপাতত চলবে। যা অন্য সময়ের চেয়ে অনেক কম। আগে দৈনিক 35 জোড়া বিমান এখান থেকে চলাচল করত। আপাতত 11টি বিমান রোজ চললেও, এখান থেকে 4টি বিমান সপ্তাহের নির্দিষ্ট কিছু দিনে চলাচল করবে। কলকাতা ছাড়াও দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু ও মুম্বই অভিমুখে বিমান চলাচল করবে।

বিমান বন্দরের অধিকর্তা সুব্রক্ষণ্য পি জানান, প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টিকিট বিক্রিও শুরু হয়েছিল। যাত্রীবহনে কেন্দ্রীয় নির্দেশিকা মেনে চলবে বিমানগুলি। কিন্তু রাজ্যের অনুরোধের প্রেক্ষিতে আপাতত বিমান চলাচল বাতিল হয়ে গেল। আগামী 28 মে থেকে ফের চলবে বিমান।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.