ETV Bharat / city

Illegally Built River Dam Demolished : শিলিগুড়িতে মাফিয়াদের তৈরি নদীবাঁধ ভাঙল প্রশাসন - শিলিগুড়িতে মাফিয়াদের তৈরি নদী বাঁধ ভাঙল প্রশাসন

শিলিগুড়িতে নদীর চর দখল করে বিক্রি করতে মাফিয়াদের রাতারাতি দেওয়া বোল্ডারের বাঁধ ভেঙে দিল প্রশাসন (Administration Demolished Illegally Built River Dam) । প্রায় দেড়শো মিটার নদীর পাড়ে বোল্ডার দিয়ে বাঁধ তৈরি করে মাফিয়ারা ।

Administration breaks river dam built by mafias in Siliguri
Illegally Built River Dam Demolished
author img

By

Published : May 7, 2022, 2:05 PM IST

শিলিগুড়ি, 7 মে : প্রথমে সেতু, তারপর বাঁধ ! নদীর পাড় দখল করে বিক্রি করতে শিলিগুড়িতে অভিনব কায়দা অবলম্বন করেছে জমি মাফিয়ারা । প্রথমে লোহার সেতু এবং পরে প্রায় দেড়শো মিটার নদীর পাড়ে বোল্ডার দিয়ে বাঁধ তৈরি করে মাফিয়ারা । তবে শুক্রবার সেই অবৈধ বাঁধ স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত ও পুলিশের সহযোগিতায় ভেঙে দেয় সেচ দফতর (Administration breaks river dam built by mafias in Siliguri) ।

শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাসের জলডুমুর এলাকায় ওই অবৈধ বাঁধ ভেঙে দেয় জেলা প্রশাসন । বহুদিন ধরেই সেখানে সাহু নদীর পাশে অবৈধ বাঁধ বানিয়েছিল জমি মাফিয়ারা। প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ মিলতেই প্রথমে সেতু ভাঙা হয় । তারপর এদিন বাঁধ ভেঙে দেয় সেচ দফতর । মূলত সাহু নদীর চর দখলের পরিকল্পনা ছিল জমি মাফিয়াদের । জমি যাতে চড়া দামে ও দ্রুত বিক্রি হয় সেজন্য বানানো হয়েছিল সেতু ও নদীর বাঁধ । শেষে বিষয়টি চোখে পরে স্থানীয় প্রশাসনের । তারপরেই চলে অভিযান । এদিকে, 24 ঘণ্টায় আরও 16 জন জমি মাফিয়াকে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । সব মিলিয়ে গত পাঁচ দিনে 68 জন জমি মাফিয়া গ্রেফতার হয়েছে ।

আরও পড়ুন : Land Mafias Arrested : শিলিগুড়ি পুলিশের জালে আরও 12 জন জমি মাফিয়া

এবিষয়ে স্থানীয় ডাবগ্রাম 2-এর পঞ্চায়েত প্রধান সুধা সিংহ চট্টোপাধ্যায় বলেন, "আমার চোখে প্রথমে পড়েনি, পরে একদিন বিষয়টি নজরে আসে । আমি সেচ দফতরকে চিঠি দিয়ে বিষয়টি জানাই, তারপরই পদক্ষেপ করা হয় । এদিন সেই অবৈধ বাঁধ ভেঙে দেওয়া হল ।" স্থানীয় পঞ্চায়েত সদস্য শশীচন্দ্র বর্মন বলেন, "আমার জানা নেই এর পিছনে কারা আছে, তবে বাঁধটি অবৈধ । এই ঘটনায় পঞ্চায়েতের কেউ জড়িত নেই ।"

শিলিগুড়ি, 7 মে : প্রথমে সেতু, তারপর বাঁধ ! নদীর পাড় দখল করে বিক্রি করতে শিলিগুড়িতে অভিনব কায়দা অবলম্বন করেছে জমি মাফিয়ারা । প্রথমে লোহার সেতু এবং পরে প্রায় দেড়শো মিটার নদীর পাড়ে বোল্ডার দিয়ে বাঁধ তৈরি করে মাফিয়ারা । তবে শুক্রবার সেই অবৈধ বাঁধ স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত ও পুলিশের সহযোগিতায় ভেঙে দেয় সেচ দফতর (Administration breaks river dam built by mafias in Siliguri) ।

শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাসের জলডুমুর এলাকায় ওই অবৈধ বাঁধ ভেঙে দেয় জেলা প্রশাসন । বহুদিন ধরেই সেখানে সাহু নদীর পাশে অবৈধ বাঁধ বানিয়েছিল জমি মাফিয়ারা। প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ মিলতেই প্রথমে সেতু ভাঙা হয় । তারপর এদিন বাঁধ ভেঙে দেয় সেচ দফতর । মূলত সাহু নদীর চর দখলের পরিকল্পনা ছিল জমি মাফিয়াদের । জমি যাতে চড়া দামে ও দ্রুত বিক্রি হয় সেজন্য বানানো হয়েছিল সেতু ও নদীর বাঁধ । শেষে বিষয়টি চোখে পরে স্থানীয় প্রশাসনের । তারপরেই চলে অভিযান । এদিকে, 24 ঘণ্টায় আরও 16 জন জমি মাফিয়াকে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । সব মিলিয়ে গত পাঁচ দিনে 68 জন জমি মাফিয়া গ্রেফতার হয়েছে ।

আরও পড়ুন : Land Mafias Arrested : শিলিগুড়ি পুলিশের জালে আরও 12 জন জমি মাফিয়া

এবিষয়ে স্থানীয় ডাবগ্রাম 2-এর পঞ্চায়েত প্রধান সুধা সিংহ চট্টোপাধ্যায় বলেন, "আমার চোখে প্রথমে পড়েনি, পরে একদিন বিষয়টি নজরে আসে । আমি সেচ দফতরকে চিঠি দিয়ে বিষয়টি জানাই, তারপরই পদক্ষেপ করা হয় । এদিন সেই অবৈধ বাঁধ ভেঙে দেওয়া হল ।" স্থানীয় পঞ্চায়েত সদস্য শশীচন্দ্র বর্মন বলেন, "আমার জানা নেই এর পিছনে কারা আছে, তবে বাঁধটি অবৈধ । এই ঘটনায় পঞ্চায়েতের কেউ জড়িত নেই ।"

For All Latest Updates

TAGGED:

river dam
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.