ফাঁসিদেওয়া, 29 অগাস্ট: সিমেন্ট বোঝাই ট্রাকে সোনা পাচারের ছক বানচাল করল DRI । পাচারের আগেই উদ্ধার হল প্রায় পাঁচ কেজি সোনা। গ্রেপ্তার করা হয়েছে চালক সহ দু'জনকে । ধৃতদের নাম মহম্মদ ইসলামউদ্দিন ও মহম্মদ শরিফ খান।
গোপন সূত্রে খবর পেয়ে আজ ফাঁসিদেওয়া এলাকায় অভিযানে নামে DRI ৷ সন্দেহ হওয়ায় ওই সিমেন্ট বোঝাই ট্রাকটিকে থামিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় সোনা ৷ চালকের কেবিনে গোপন চেম্বার থেকে 30টি সোনার বিস্কুট উদ্ধার হয় । যার বাজারমূল্য দুই কোটি 62 লাখ 40 হাজার টাকা।
গ্রেপ্তার করা হয়েছে চালক ও সহকারী চালককে । তারা দুজনেই মণিপুরের বাসিন্দা । ধৃতদের নাম মহম্মদ ইসলামউদ্দিন ও মহম্মদ শরিফ খান। পাচারকারীরা ভারত-মায়ানমার সীমান্ত থেকে অসম হয়ে সোনাগুলো বিহারে পাচারের ছক কষেছিল বলে অনুমান করছেন গোয়েন্দারা । সোনাগুলি সুইৎজ়ারল্যান্ডের হলুদ সোনা বলেই পরিচিত। ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক সোনা পাচারচক্রের যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।