শিলিগুড়ি, 1 সেপ্টেম্বর : উত্তরবঙ্গের 8 জেলার বিজেপির জনপ্রতিনিধিদের নিয়ে ডাকা বৈঠকে অনুপস্থিত একাধিক বিজেপি বিধায়ক ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিকমহলে ৷ সোমবার শিলিগুড়ির সেবক রোডর একটি ভবনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব উত্তরবঙ্গের সাংসদ এবং বিধায়কদের নিয়ে বৈঠক ডাকা হয়েছিল । সেই বৈঠকেই এদিন গরহাজির রইলেন বিজেপির পাঁচ বিধায়ক ।
বিজেপি সূত্রে খবর, পুরাতন মালদার বিধায়ক গোপাল চন্দ্র সাহা, রঘুনাথপুরের বিধায়ক বিবেকানন্দ বাউড়ি, কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ, বালুরঘাটের বিধায়ক অশোককুমার লাহিড়ী, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এবং হাবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু এদিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন ৷ আর ওই বিজেপি বিধায়কের অনুপস্থিতিকে কেন্দ্র করে ফের একবার দলবদলের জল্পনা তৈরি হয়েছে ৷ রাজনৈতিকমহলের জল্পনা ওই পাঁচ বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন ৷
বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের পরাজয়ের পর বিজেপির একাধিক নেতা এবং কর্মী ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন । বাদ পড়েনি বিধায়ক, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রামপঞ্চায়েতের সদস্যরাও । সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ এবং বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস । আর তাঁদের ওই যোগদানের পর উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বৈঠকে বিজেপির 5 বিধায়কের অনুপস্থিতিকে কেন্দ্র করে জলঘোলা শুরু হয়েছে ৷
আরও পড়ুন : Rujira Banerjee to ED: করোনাকালে দিল্লি যেতে পারবেন না, বাড়িতে আসতে ইডি-কে চিঠি রুজিরার
যদিও ওই বৈঠকে অনুপস্থিত থাকা বিজেপি বিধায়কদের মধ্যে বেশ কয়েকজন, ইতিমধ্যে দলীয় নেতৃত্বকে তাঁদের বৈঠকে যোগ না দিতে পারার বিষয়টি জানিয়েছিলেন বলে খবর ৷ উত্তরবঙ্গের আট জেলার মোট 30 জন নির্বাচিত বিজেপি বিধায়ক রয়েছেন ৷ যাঁদের মধ্যে আগেই পদত্যাগ করেছেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ বাকি 29 জন বিধায়কদের মধ্যে এ দিন 24 জন বিধায়ক বৈঠকে উপস্থিত ছিলেন ৷
এ নিয়ে বিজেপির পরিষদীয় দলের নেতা তথা মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা বলেন, ‘‘গঙ্গারামপুর এবং বালুরঘাটের দুই বিধায়ক বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে আমাদের আগেই জানিয়েছিলেন ৷ বাকিরা কেন অনুপস্থিত সেই বিষয়টি জানা নেই ৷ তবে, তাঁদের অনুপস্থিত থাকার সঙ্গে, তৃণমূলে যোগ দেওয়ার কোনও সম্পর্ক নেই ৷’’
আরও পড়ুন : Visva Bharati Agitation : বিশ্বভারতীতে আন্দোলনকারী পড়ুয়াদের সমর্থনে অবস্থানে বসল কংগ্রেস
সামনেই রাজ্যে বিধানসভা উপনির্বাচন, পৌরসভার নির্বাচন এবং পঞ্চায়েত ভোট রয়েছে ৷ সেই নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি ৷ সেই নিয়ে সাংসদ এবং বিধায়কদের সঙ্গে আজ বৈঠক করেন বিজেপির শীর্ষ নেতারা ৷ উত্তরবঙ্গের উন্নয়নের পাশাপাশি, আগামীতে নিজেদের বিধানসভা নির্বাচনের ফলাফল ধরে রাখতে গেলে কী কী ধরনের পদক্ষেপ করা উচিত তারই রোডম্যাপ তৈরি করা হয় এই দিনের বৈঠকে। ৷