ETV Bharat / city

গাড়ি ধাওয়া করে উদ্ধার গাঁজা, ধৃত 4

author img

By

Published : Jul 9, 2020, 3:57 AM IST

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ও বাগডোগরা থানার যৌথ অভিযানে চার পাচারকারী সহ উদ্ধার গাঁজা ৷

Weed recovered from Siliguri
উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা

শিলিগুড়ি, 9 জুলাই : বিপুল পরিমাণ গাঁজা-সহ পুলিশের জালে চার পাচারকারী ৷ গতকাল তাদের গ্রেপ্তার করেছে বাগডোগরা থানার পুলিশ ৷ ধৃতদের নাম অশোক গুপ্তা, প্রতাপ রায়, শীতল সরকার এবং মাম্পি সরকার । এর মধ্যে একজন নিউ জলপাইগুড়ি, দু'জন কোচবিহার ও একজন জলপাইগুড়ির বাসিন্দা ৷ গতকালই তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছিল ৷ বিচারক অশোক ও প্রতাপকে পুলিশ রিমান্ড ও বাকি দু'জনকে জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ৷

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ও বাগডোগরা থানার যৌথ অভিযানে গতকাল এই সাফল্য মেলে । জানা গেছে, গোপন সূত্রের খবর পেয়ে নির্দিষ্ট একটি গাড়ি দাঁড় করাতে তৎপর হয় পুলিশ । আর পুলিশ দেখেই পালানোর উপক্রম করে পাচারকারীরা । পিছু নেয় বাগডোগরা থানার পুলিশ । বিহার মোড় এলাকায় পাকড়াও করা হয় গাড়িটিকে । গাড়িতের তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা । গাড়িতে থাকা চারজনকেই গ্রেপ্তার করা হয় ।

এ-বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের DCP পশ্চিম কুনওয়ার ভূষণ সিং বলেন, "বড় সাফল্য মিলেছে। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ঘটনার তদন্তের স্বার্থে দু'জনকে রিমান্ডে নেওয়া হয়েছে ।" প্রাথমিকভাবে জানা গেছে, ওই বিপুল পরিমাণ গাঁজা বিহারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল । তবে সম্পূর্ণ ঘটনা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে ।

কিছুদিন আগেও প্রায় সাড়ে আট কেজি গাঁজা উদ্ধার করেছিল রায়গঞ্জ থানার পুলিশ ৷ সেই গাঁজাও শিলিগুড়ি থেকেই পাচার করা হচ্ছিল বলে জানা গেছে ৷ আর সেই পাচারচক্রেও ছিল একইরকম দল ৷ এক মহিলা ও তিন পুরুষ ৷ তাদের সকলকেই গ্রেপ্তার করেছিল পুলিশ ৷

শিলিগুড়ি, 9 জুলাই : বিপুল পরিমাণ গাঁজা-সহ পুলিশের জালে চার পাচারকারী ৷ গতকাল তাদের গ্রেপ্তার করেছে বাগডোগরা থানার পুলিশ ৷ ধৃতদের নাম অশোক গুপ্তা, প্রতাপ রায়, শীতল সরকার এবং মাম্পি সরকার । এর মধ্যে একজন নিউ জলপাইগুড়ি, দু'জন কোচবিহার ও একজন জলপাইগুড়ির বাসিন্দা ৷ গতকালই তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছিল ৷ বিচারক অশোক ও প্রতাপকে পুলিশ রিমান্ড ও বাকি দু'জনকে জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ৷

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ও বাগডোগরা থানার যৌথ অভিযানে গতকাল এই সাফল্য মেলে । জানা গেছে, গোপন সূত্রের খবর পেয়ে নির্দিষ্ট একটি গাড়ি দাঁড় করাতে তৎপর হয় পুলিশ । আর পুলিশ দেখেই পালানোর উপক্রম করে পাচারকারীরা । পিছু নেয় বাগডোগরা থানার পুলিশ । বিহার মোড় এলাকায় পাকড়াও করা হয় গাড়িটিকে । গাড়িতের তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা । গাড়িতে থাকা চারজনকেই গ্রেপ্তার করা হয় ।

এ-বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের DCP পশ্চিম কুনওয়ার ভূষণ সিং বলেন, "বড় সাফল্য মিলেছে। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ঘটনার তদন্তের স্বার্থে দু'জনকে রিমান্ডে নেওয়া হয়েছে ।" প্রাথমিকভাবে জানা গেছে, ওই বিপুল পরিমাণ গাঁজা বিহারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল । তবে সম্পূর্ণ ঘটনা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে ।

কিছুদিন আগেও প্রায় সাড়ে আট কেজি গাঁজা উদ্ধার করেছিল রায়গঞ্জ থানার পুলিশ ৷ সেই গাঁজাও শিলিগুড়ি থেকেই পাচার করা হচ্ছিল বলে জানা গেছে ৷ আর সেই পাচারচক্রেও ছিল একইরকম দল ৷ এক মহিলা ও তিন পুরুষ ৷ তাদের সকলকেই গ্রেপ্তার করেছিল পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.