ETV Bharat / city

লকডাউনে সরকারের বিরুদ্ধে ধর্না, শিলিগুড়িতে গ্রেফতার বিজেপির 3 বিধায়ক - coronavirus

লকডাউনের সকালে সরকারের বিরুদ্ধে নানা অভিযোগে ধরনায় বসায় বিজেপির তিনজন বিধায়ককে গ্রেফতার করা হয়েছে ৷ শিলিগুড়িতে ঘটেছে এই ঘটনা ৷

3 bjp mlas arrested at siliguri as they staged dharna in lockdown
লকডাউনে সরকারের বিরুদ্ধে ধর্না, শিলিগুড়িতে গ্রেফতার বিজেপির 3 বিধায়ক
author img

By

Published : May 16, 2021, 12:27 PM IST

শিলিগুড়ি, 16 মে: রবিবার লকডাউনের সকালে নজিরবিহীন ঘটনা শিলিগুড়িতে । করোনা মোকাবিলায় সরকারি ব্যর্থতার অভিযোগে শিলিগুড়ির হাসমিচকে ধর্নায় বসলেন তিন বিজেপি বিধায়ক ৷ করোনা পরিস্থিতিতে পুলিশ ধর্না প্রত্যাহার করার আবেদন করলেও তা না-মানায় তিন বিধায়ককে গ্রেফতার করা হয় ৷

করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের অব্যবস্থা, করোনায় সংক্রমিতদের মৃত্যু, নির্বাচিত জনপ্রতিনিধিদের বাদ দিয়ে সরকারি বৈঠকে পরাজিত প্রার্থীদের বসানো এবং কোনও সরকারি বৈঠকে নির্বাচিত জনপ্রতিনিধিদের না-ডাকা - এমনই নানা অভিযোগে ধর্নায় বসেছিলেন শিলিগুড়ি ও শিলিগুড়ি মহকুমার তিন বিজেপি বিধায়ক । শিলিগুড়ির সফদর হাসমি চকে রাস্তায় ধর্নায় বসেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ও মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ।

তাঁরা ধর্নায় বসতেই শিলিগুড়ি থানার পুলিশ আধিকারিকদের পাশাপাশি কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা হাসমি চকে উপস্থিত হন । পুলিশ আধিকারিকদের তরফ থেকে বিধায়কদের ধর্না প্রত্যাহার করার জন্য একাধিকবার আবেদন জানানো হয় । কিন্তু ধর্না প্রত্যাহার না করায়, শেষমেষ তিন বিধায়ককে বিপর্যয় মোকাবিলা ধারা লঙ্ঘন করার অপরাধে গ্রেফতার করা হয় ।

আরও পড়ুন: আজ থেকে কার্যত লকডাউন রাজ্যে, কী কী থাকছে বন্ধ, কী কী থাকবে খোলা;দেখে নিন

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষে অভিযোগ, "নির্বাচিত বিধায়কদের নিজেদের বিধানসভার মানুষদের কথা বলতে রাস্তায় বসতে হয় । আর নির্বাচিত জনপ্রতিনিধিদের বাদ দিয়ে পরাজিত প্রার্থীদের রাজ্য সরকার সরকারি বোর্ডে বসায় ৷ কিন্তু তাতে করোনা পরিস্থিতির একটুকুও উন্নতি হয়নি । আর ধর্না করতে গেলে পুলিশ বিধায়কদের গ্রেফতার করে।"

ধর্নায় বিজেপি বিধায়করা

বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, "মানুষদের কথা বলতে গেলে যদি আমাদের গ্রেফতারও হতে হয় তাতেও কোনও অসুবিধা নেই । বারবার গ্রেফতার হতে প্রস্তুত আমরা ।" মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন বলেন, "রাজ্য সরকারের অব্যবস্থার কারণে করোনায় মানু্ষের মৃত্যু হচ্ছে । আর আমরা প্রতিবাদ করলে পুলিশ উলটে আমাদেরই গ্রেফতার করছে ।"

শিলিগুড়ি, 16 মে: রবিবার লকডাউনের সকালে নজিরবিহীন ঘটনা শিলিগুড়িতে । করোনা মোকাবিলায় সরকারি ব্যর্থতার অভিযোগে শিলিগুড়ির হাসমিচকে ধর্নায় বসলেন তিন বিজেপি বিধায়ক ৷ করোনা পরিস্থিতিতে পুলিশ ধর্না প্রত্যাহার করার আবেদন করলেও তা না-মানায় তিন বিধায়ককে গ্রেফতার করা হয় ৷

করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের অব্যবস্থা, করোনায় সংক্রমিতদের মৃত্যু, নির্বাচিত জনপ্রতিনিধিদের বাদ দিয়ে সরকারি বৈঠকে পরাজিত প্রার্থীদের বসানো এবং কোনও সরকারি বৈঠকে নির্বাচিত জনপ্রতিনিধিদের না-ডাকা - এমনই নানা অভিযোগে ধর্নায় বসেছিলেন শিলিগুড়ি ও শিলিগুড়ি মহকুমার তিন বিজেপি বিধায়ক । শিলিগুড়ির সফদর হাসমি চকে রাস্তায় ধর্নায় বসেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ও মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ।

তাঁরা ধর্নায় বসতেই শিলিগুড়ি থানার পুলিশ আধিকারিকদের পাশাপাশি কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা হাসমি চকে উপস্থিত হন । পুলিশ আধিকারিকদের তরফ থেকে বিধায়কদের ধর্না প্রত্যাহার করার জন্য একাধিকবার আবেদন জানানো হয় । কিন্তু ধর্না প্রত্যাহার না করায়, শেষমেষ তিন বিধায়ককে বিপর্যয় মোকাবিলা ধারা লঙ্ঘন করার অপরাধে গ্রেফতার করা হয় ।

আরও পড়ুন: আজ থেকে কার্যত লকডাউন রাজ্যে, কী কী থাকছে বন্ধ, কী কী থাকবে খোলা;দেখে নিন

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষে অভিযোগ, "নির্বাচিত বিধায়কদের নিজেদের বিধানসভার মানুষদের কথা বলতে রাস্তায় বসতে হয় । আর নির্বাচিত জনপ্রতিনিধিদের বাদ দিয়ে পরাজিত প্রার্থীদের রাজ্য সরকার সরকারি বোর্ডে বসায় ৷ কিন্তু তাতে করোনা পরিস্থিতির একটুকুও উন্নতি হয়নি । আর ধর্না করতে গেলে পুলিশ বিধায়কদের গ্রেফতার করে।"

ধর্নায় বিজেপি বিধায়করা

বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, "মানুষদের কথা বলতে গেলে যদি আমাদের গ্রেফতারও হতে হয় তাতেও কোনও অসুবিধা নেই । বারবার গ্রেফতার হতে প্রস্তুত আমরা ।" মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন বলেন, "রাজ্য সরকারের অব্যবস্থার কারণে করোনায় মানু্ষের মৃত্যু হচ্ছে । আর আমরা প্রতিবাদ করলে পুলিশ উলটে আমাদেরই গ্রেফতার করছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.