মালদা, ১৪ ফেব্রুয়ারি : রাত থেকে লাইনের উপরে বিকল হয়ে পড়ে রইল ট্রেনের ইঞ্জিন। এর জেরে গতরাত থেকে ব্যাহত হল রেল পরিষেবা। অবশেষে আজ সকালে কোনওরকমে সেই ইঞ্জিনকে ঘটনাস্থান থেকে সরিয়ে আনেন রেলকর্মীরা। ঘটনাটি কাটিহার ডিভিশনের সামসী ও মালাহার স্টেশনের মাঝামাঝি জায়গায়। তবে এই ঘটনার প্রেক্ষিতে এখনও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।
গতরাতে সামসী ও মালাহার স্টেশনের মাঝামাঝি জায়গায় হঠাৎ বিকল হয়ে পড়ে কাটিহার-মালদা কোর্ড ডেমু ট্রেনের ইঞ্জিন। এর ফলে ডাউন লাইন দিয়ে রেল চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে একাধিক দূরপাল্লার ট্রেন। রাতেই খবর যায় কাটিহার ডিভিশনে। ঘটনাস্থানে আসেন রেলকর্মীরা।
আজ সকালে রেলকর্মীরা ডেমু ইঞ্জিনটি কোনওরকমে লাইন থেকে সরিয়ে নিয়ে সামসী স্টেশনে নিয়ে যান। এই মুহূর্তে রেল চলাচল শুরু হলেও এই ঘটনার প্রেক্ষিতে প্রতিটি ট্রেনই দেরিতে চলছে। তবে এনিয়ে রেল কর্তৃপক্ষের কোনও বক্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।