ETV Bharat / city

Police Recover TMC Worker Dead Body : তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য - তৃণমূলকর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

মালদার বৈষ্ণবনগর থানার ভগবানপুর গ্রামে আখ চাষের জমি থেকে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police Recover TMC Worker Dead Body) ৷

Police Recover A Dead Body
তৃণমূলকর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
author img

By

Published : Apr 1, 2022, 5:41 PM IST

মালদা, 1 এপ্রিল: মালদায় চাষের জমি থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ আজ বৈষ্ণবনগর থানার ভগবানপুর গ্রামের এক আখ খেত থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ৷ মৃতের নাম নাসিম আলি (40) ৷ স্থানীয় কাশিমনগরের নামোপাড়ার বাসিন্দা ৷ এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত ছিলেন ৷

এদিন সকালে ভগবানপুর গ্রামে কয়েকজন চাষি আখ খেতে দেহটি পড়ে থাকতে দেখেন ৷ তারাই খবর দেন বৈষ্ণবনগর থানায় ৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় (Dead Body Recover From Sugarcane Cultivation Land) ৷

আরও পড়ুন : TMC worker murdered in Chapra : চায়ের দোকানে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন

এই প্রসঙ্গে বৈষ্ণবনগর থানার আইসি নিম শেরিং ভুটিয়া বলেন, “আজ সকালে ভগবানপুর গ্রামের একটি খেতের ধার থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শ্বাসরোধে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে । দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে । এটি খুন না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে।”

মালদা, 1 এপ্রিল: মালদায় চাষের জমি থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ আজ বৈষ্ণবনগর থানার ভগবানপুর গ্রামের এক আখ খেত থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ৷ মৃতের নাম নাসিম আলি (40) ৷ স্থানীয় কাশিমনগরের নামোপাড়ার বাসিন্দা ৷ এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত ছিলেন ৷

এদিন সকালে ভগবানপুর গ্রামে কয়েকজন চাষি আখ খেতে দেহটি পড়ে থাকতে দেখেন ৷ তারাই খবর দেন বৈষ্ণবনগর থানায় ৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় (Dead Body Recover From Sugarcane Cultivation Land) ৷

আরও পড়ুন : TMC worker murdered in Chapra : চায়ের দোকানে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন

এই প্রসঙ্গে বৈষ্ণবনগর থানার আইসি নিম শেরিং ভুটিয়া বলেন, “আজ সকালে ভগবানপুর গ্রামের একটি খেতের ধার থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শ্বাসরোধে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে । দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে । এটি খুন না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.